ফেনীতে বেড়িবাঁধ ভেঙে ১০ গ্রাম প্লাবিত।

Home Page » আজকের সকল পত্রিকা » ফেনীতে বেড়িবাঁধ ভেঙে ১০ গ্রাম প্লাবিত।
সোমবার, ২২ আগস্ট ২০১৬



 159-copy.jpg

বঙ্গ-নিউজ ডটকমঃ
ফেনীতে বেড়িবাঁধ ভেঙে জেলার ফুলগাজী ও পরশুরাম উপজেলার অন্তত ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে এসব গ্রামের মানুষ পানিবন্দী হওয়ার পাশাপাশি সদ্য লাগানো রোপা আমন ধান ও সবজিক্ষেত পানিতে তলিয়ে গেছে। ভেসে গেছে কয়েকশ’ পুকর ও মাছের ঘের।

রবিবার বিকালে পরশুরামের উত্তর শালধর অংশে মুহুরী নদীর বেড়িবাঁধ অন্তত ২০০ ফুট ভেঙে নদী-তীরবর্তী চার গ্রাম প্লাবিত হয়। এ ছাড়া গত দুই দিনের বৃষ্টি ও ভারতীয় পাহাড়ি ঢলের পানির তোড়ের ফুলগাজীতে মুহুরী নদী ও কহুয়া নদীর বেড়িবাঁধের জয়পুর, উত্তর দৌলতপুর ও বিজয়পুর অংশে ভাঙন দেখা দেয়।

পানি উন্নয়ন বোর্ডের ফেনীর নির্বাহী প্রকৌশলী মো. কহিনুর আলম এ সব তথ্য জানান। তিনি বলেন আরও বলেন, এ সময় নদীর পানি প্রবল বেগে ফুলগাজী বাজারে ও আশপাশের গ্রামে ঢুকে পড়ে। অল্পক্ষণের মধ্যে ফেনী-ফুলগাজী সড়কের ফুলগাজী বাজার অংশ ও গ্রামীণ সড়কগুলো পানিতে তলিয়ে যায়।

ফুলগাজী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল হোসেন বলেন, বন্যার পানিতে তার ইউনিয়নের ফুলগাজী বাজার, উত্তর দৌলতপুর, দক্ষিণ দৌলতপুর, জয়পুর, ঘনিয়ামোড়া, কিসমত ঘনিয়ামেড়া ও বিজয়পুর গ্রামের রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে।

তিনি আরও বলেন, সদ্য লাগানো রোপা আমন ধান ও সবজিক্ষেত পানিতে তলিয়ে গেছে। ভেসে গেছে এসব গ্রামের কয়েকশ’ পুকর ও মাছের ঘের।

ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিসিঞ্জার চাকমা বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করে পানিবন্দী ক্ষতিগ্রস্তদের সহায়তা দিতে চেষ্টা করছেন।

পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা কহিনুর বলেন, “নতুন করে যাতে ভাঙন সৃষ্টি না হয় সেজন্য আমরা কাজ করে যাচ্ছি। নদীর পানি কমে গেলে ভাঙন মেরামত করা হবে।”

বাংলাদেশ সময়: ১১:২৪:৫৪   ৪১৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ