বিশ্ব বিবেক নাড়িয়ে দিলো সিরিয়ান শিশুর ছবি

Home Page » চাকুরির বাজার » বিশ্ব বিবেক নাড়িয়ে দিলো সিরিয়ান শিশুর ছবি
শুক্রবার, ১৯ আগস্ট ২০১৬



world-shaking-picture-of-a-syrian-boy.jpgবঙ্গ-নিউজঃ বয়স চার বা পাঁচ হবে। পৃথিবীর কিছুই এখনো তার বোঝার বয়স হয়নি। বাবা- মা- পরিবারের আদরেই থাকার কথা তার। কিন্তু না। ওমরানের সেই সৌভাগ্য হলো না। সিরিয়ায় রাশিয়ানদের বিমান হামলায় ধ্বংস হয়ে গেছে ওমরানদের বাড়ি। পরিবারহীন হয়ে পড়েছে ছোট্ট এই শিশুটি।ধ্বংসস্তুপে পরিণত হওয়া বাড়ি থেকে উদ্ধার করা হয় ওমরানকে। তারপর তাকে নেয়া হয় হাসপাতালে। হাসপাতালে নেয়ার পথে অ্যাম্বুলেন্সে বসে থাকা ওমরানের কয়েকটি ছবি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে। যা প্রচণ্ডভাবে নাড়া দিয়েছে বিশ্ব বিবেককে।

ছবিতে দেখা যায়, ওমরানের সারা দেহে ধূলোবালি। গায়ে পরা টিশার্টে ছোপ ছোপ রক্তের দাগ। হাঁটু থেকে পায়ের নিচ পর্যন্তও রক্তের দাগ লেগে আছে। মুখের বাঁ পাশটা পুরোপুরি রক্তাক্ত। একটি ছবিতে দেখা যায় নিজের মুখে হাত দিয়ে আছে ওমরান। পরের আরেকটি ছবিতে হাতে লাগা রক্তের দিকে নির্বাক তাকিয়েছে সে।

ওমরানের এই ছবি নির্বাক করে দিয়েছে বিশ্ব বিবেককেও। কথিত সন্ত্রাসী গোষ্ঠ আইএসকে দমন করার নামে সেখানে যুক্তরাষ্ট্র এবং রাশিয়া কী রকম মানবিক বিপর্যয় ডেকে আনছে, তারই একটি ছোট্ট চিত্র হয়ে এসেছে ওমরানের এমন ভয়াবহ বেদনার ছবি।

চিকিৎসকরা জানাচ্ছেন, ওমরানের মুখাবয়বের একপাশে বড় আঘাত লাগলেও তার অবস্থা শঙ্কটাপন্ন নয়। তার মাথায়ও কোনো আঘাত লাগেনি। তাকে চিকিৎসা দিয়ে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে বলে জানা গেছে। তবে ওমরান কোথায় যাবে, তার পরিবারের কী অবস্থা এ বিষয়ে কোনো খবর আসেনি সংবাদ মাধ্যমে

বাংলাদেশ সময়: ১১:৩৩:১৭   ৪১৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চাকুরির বাজার’র আরও খবর


চাকরির পরীক্ষা একদিনে ১৯ প্রতিষ্ঠানে নিয়োগ, অনেকরই স্বপ্নভঙ্গ
মধ্যনগরে মতবিনিময় মা সভা অনুষ্ঠিত
সরকারি চাকরির আবেদনে থাকছে না সত্যায়ন প্রক্রিয়া
৪০০০ চিকিৎসক নিয়োগ আজই ; ৪২ তম বিসিএস এ
আর কত অপেক্ষা করতে হবে শিক্ষক-কর্মচারীদের বেতন পেতে
আগামী মাসে ২৬ হাজার শিক্ষক নিয়োগ দেবে বললেন,জাকির হোসেন
সরকারি চাকরির নিয়োগের জটিলতা
অ্যামাজন কোম্পানির মালিক ভারতে ১০ লাখেরও অধিক চাকরি সৃষ্টির প্রতিশ্রুতি দিলেন
প্রাথমিকে নিয়োগের ফল বাতিলের সুযোগ নেই
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

আর্কাইভ