আমাদের বাঁচান, প্রধানমন্ত্রীর প্রতি সিটিসেলকর্মীদের আহ্বান

Home Page » প্রথমপাতা » আমাদের বাঁচান, প্রধানমন্ত্রীর প্রতি সিটিসেলকর্মীদের আহ্বান
বৃহস্পতিবার, ১৮ আগস্ট ২০১৬



seven-demands-of-citycell-workeres-to-prime-minister.jpgবঙ্গ-নিউজঃ বন্ধ হতে যাওয়া মোবাইল অপারেটর সিটিসেলের কর্মীরা সাতটি দাবি নিয়ে রাস্তায় নেমেছেন। তারা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে যে ক্ষতির মুখে পড়বেন, সেটা থেকে বাঁচার জন্য তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন।

মঙ্গলবার সিটিসেলের মহাখালি কাস্টমার কেয়ার সেন্টারের সামনে মানববন্ধন করেন প্রতিষ্ঠানটির কর্মীরা। সেখানেই তারা সাত দফা দাবি তুলে ধরেন। তাদের দাবিগুলোর প্রধান দুটি দাবি হলো, সকল কর্মকর্তা ও কর্মচারীদের বকেয়া পরিশোধ করা এবং ভবিষ্যতের জন্য একটি ভালো উপায় নির্ধারণ করা।

সিটিসিলের চাকরিজীবীদের সংগঠনের সভাপতি আশরাফুল করিম সংবাদ মাধ্যমকে বলেন, ‘আমরা আমাদের সাত দফা কর্তৃপক্ষের কাছে তুলে ধরেছি। তবে তারা এ বিষয়ে আমাদেরকে কোনো রকম কিছু জানাননি। একই সঙ্গে আমরা ২১ আগস্টের মধ্যে বকেয়া বেতন পরিশোধ, ঈদের বোনাস, এলএফএ বোনাস, গ্র্যাচুইটি এবং ক্ষতিপূরণ হিসেবে পাঁচ বছরের পূর্ণ বেতনও আমাদের দিতে হবে।’

আশরাফুল বলেন, ‘আমাদের এখন দিশেহারা অবস্থা। আমরা ভয় পাচ্ছি। সব কিছু শেষ হয়ে যাওয়ার আগে কর্তৃপক্ষের উচিত আমাদের বিষয়ে চিন্তা করা।’ মানববন্ধনের সময়ে সিটিসেলের কর্মীরা বিভিন্ন প্লাকার্ড নিয়ে আসেন। একটি প্লাকার্ডে প্রধানমন্ত্রীর কাছে তাদেরকে বাঁচানোর আহ্বান করা হয়েছে।

জানা গেছে, লাইসেন্স নবায়ন ফি, বার্ষিক তরঙ্গ ফি-সহ বিভিন্ন খাতে সিটিসেলের কাছে সরকারের মোট পাওনা প্রায় ৫০০ কোটি টাকা। এই টাকা পরিশোধে বিটিআরসি থেকে বারবার তাগাদা দেয়ার পরও সিটিসেল তা শোধ করেনি। এরপরই মূলত সিটিসেল বন্ধ করার সিদ্ধান্ত নেয় বিটিআরসি।

বাংলাদেশ সময়: ০:৫৫:৪২   ৪৪২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ