স্বাধীনতা দিবসের ভাষণে পাকিস্তানকে সতর্ক করলেন মোদি

Home Page » প্রথমপাতা » স্বাধীনতা দিবসের ভাষণে পাকিস্তানকে সতর্ক করলেন মোদি
সোমবার, ১৫ আগস্ট ২০১৬



norendra-modi.jpgবঙ্গ-নিউজঃ ভারতের ৭০তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেয়া ভাষণে পাকিস্তানকে কড়া বার্তা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নাম উল্লেখ না করে মোদি বলেন, অন্য দেশের ব্যাপারে নাক গলানোর আগে নিজেদের দিকে তাকান।সোমবার, ১৫ আগস্ট লালকেল্লায় আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন। তিনি বলেন, সন্ত্রাসকে মদদ দেয়া ভারত কখনোই সহ্য করবে না।

পেশোয়ারের স্কুলে সন্ত্রাসী হামলায় কয়েকশ’ শিশু মারা যাওয়ার ঘটনা উল্লেখ করে মোদি বলে, ওই ঘটনায় ভারতের লোকজনও কেঁদেছে। কিন্তু তাদেরকে দেখুন, তারা সন্ত্রাসীদের মদদ দিচ্ছে।

বেলুচ জনগণের ওপর পাকিস্তান স্বৈরাচারী আচরণ করে জানিয়ে মোদি বলেন, বেলুচিস্তান ও পাকিস্তান অধ্যুষিত কাশ্মীরের জনগণের প্রতি স্বৈরাচারী আচরণ করে তারা। এই আচরণের জবাব দেয়ার সময় এসেছে।

তিনি বলেন, আমরা সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নিয়েছি, এজন্য খোদ পাকিস্তানের বেলুচ জনগণই আমাকে ধন্যবাদ জানাচ্ছে। বেলুচ জনগণ স্বদেশিদের হাতে প্রতিদিন আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ করেন মোদি।

কাশ্মীরের স্বাধীনতাকামী সংগঠন হিজবুল মুজাহিদিনের নিহত নেতা বুরহান ওয়ানির নাম উল্লেখ না করে মোদি বলেন, সন্ত্রাসীদের মদদপুষ্ট হওয়াটা ভারত কখনোই সহ্য করবে না। আমার দেশ কখনোই সন্ত্রাসের কাছে হেরে যাবে না।

উল্লেখ্য, বুরহান ওয়ানি মৃত্যুবরণ করার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ স্পষ্ট প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন। এছাড়া পাকিস্তানের অপর ধর্মীয় নেতা হাফিজ সাঈদ বুরহান ওয়ানিকে ‘শহিদ’ বলে আখ্যা দেন।

বাংলাদেশ সময়: ২৩:৪৯:৫৩   ৬৪৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ