ওবায়দুল কাদের: নিজের প্রচারে বঙ্গবন্ধুর ছবি ব্যবহার করা যাবে না

Home Page » প্রথমপাতা » ওবায়দুল কাদের: নিজের প্রচারে বঙ্গবন্ধুর ছবি ব্যবহার করা যাবে না
সোমবার, ১৫ আগস্ট ২০১৬



obaydul-kader-the-minister.jpgবঙ্গ-নিউজঃ নিজের প্রচারে এখন থেকে ব্যানারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ব্যবহার করা যাবে না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের।আত্মপ্রচারে বঙ্গবন্ধুর ছবি ব্যবহার করা রোধে পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান মন্ত্রী। রোববার সচিবালয়ে সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, পোস্তোগোলা দিয়ে মাওয়া যেতে যেতে বঙ্গবন্ধুর ছবি, নেত্রীর ছবি ৫০টা ব্যানার গুণেছি। কিন্তু ব্যানারে আপনার ছবি কেনো?

বঙ্গবন্ধুর কোনো প্রচার লাগবে না, তিনি বাংলাদেশে প্রতিষ্ঠিত জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আত্মপ্রচারের জন্য বঙ্গবন্ধুর ছবি ব্যবহার করবেন এটা সহ্য করা হবে না। এ ব্যাপারে আমরা পদক্ষেপ নিতে যাচ্ছি, এটা হয় না।

সকলের কাছে আহ্বান জানিয়ে তিনি বলেন, বঙ্গবন্ধুর ছবি ব্যবহার করে আত্মপ্রচারে নিমজ্জিত হবেন না। বঙ্গবন্ধুর ছবিটা ব্যবহার করে নিজের ছবি যারা প্রচার করছেন তারা বঙ্গবন্ধুর আত্মাকে কষ্ট দিচ্ছেন।

ছাত্রলীগের সাবেক এই সভাপতি বলেন, ১৫ আগস্ট দুঃসময় দেখেছি। এর আগে সুসময় ছিলো। কিছু মানুষের চেহারা দেখলাম, তাকে কাপুরুষের মত পালিয়ে যেতে দেখলাম। কতরকম চেহারা, কতজনের, কারও কাছে আশ্রয় পাইনি। বঙ্গবন্ধু হত্যার প্রতিকার করতে গিয়ে আশ্রয় পাইনি, নেতাদের কতজনের কাছে গিয়েছি। কাজেই এখন সুসময় দেখলে আমি ভয় পাই।

তিনি বলেন, দুঃসময় এলে আজকের এই হাইব্রিড নেতাদের খুঁজে পাওয়া যাবে না। এরা তখন থাকবে না। হাজার পাওয়ারের বাতি জ্বালিয়েও এদের পাবেন না। কাজেই দাপাদাপি-মাতামাতি দেখলে ভয় লাগে। দাপাদাপি-মাতামাতির কোনো দরকার নেই।

সভায় ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, সাবেক সচিব এম আজিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:৩৩:৩৪   ৪৬৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ