স্বয়ংক্রিয় স্যুটকেস

Home Page » বিজ্ঞান-প্রযুক্তি » স্বয়ংক্রিয় স্যুটকেস
বৃহস্পতিবার, ১১ আগস্ট ২০১৬



স্বয়ংক্রিয় স্যুটকেসবঙ্গ-নিউজঃ নিছক বেড়াতে যাওয়া হোক অথবা অফিসের কাজে বাইরে যাওয়া। লাগেজ টেনে নিয়ে যাওয়া একটা বড় ঝক্কি। বয়স্ক মানুষ অথবা মহিলাদের ক্ষেত্রে তো এই সমস্যা আরো বেশি। কিন্তু ভাবুন তো, আপনি বাইরে যাচ্ছেন, লাগেজও হলো, কিন্তু আপনাকে টানতে হচ্ছে না। না, কুলিও ভাড়া করতে হবে না বরং আপনার স্যুটকেস বা ট্রলি ব্যাগটি বাধ্য পোষ্যের মতো আপনার পিছু পিছু চলতে থাকবে। হ্যাঁ, এমনই অভিনব একটি রোবোটিক স্যুটকেস তৈরি করেছে একটি বিদেশি সংস্থা। কোয়ারোবট আরওয়ান নামে এই রোবোটিক স্যুটকেসটি দেখতে আর পাঁচটি সাধারণ ট্রলির মতোই। এমনকি, চলার পথে কোনো বাধা এলেও তাতে ধাক্কা খাবে না এই রোবোটিক স্যুটকেস। কীভাবে কাজ করবে এই রোবোটিক স্যুটকেস? শুধু হ্যান্ডেলটি তুলে দিলেই সক্রিয় হয়ে যাবে সে। হাতে পরে থাকা একটি ব্রেসলেট, স্মার্টফোনের অ্যাপ এবং জিপিএস নেভিগেশনের সাহায্যে এই স্যুটকেসটি কাজ করে। ২০ ইঞ্চি মাপের এই স্যুটকেস ১৬০ ফুট দূর থেকে নিজের মালিককে চিহ্নিত করতে পারে। ৪.৫ মাইল প্রতি ঘণ্টা গতিতে স্যুটকেসটি চলতে সক্ষম। স্যুটকেস উল্টে কারো গায়ে পড়ারও ভয় নেই।
চার্জ দেয়া যাবে স্যুটকেসে। কিন্তু আপনার পেছনে থাকা স্যুটকেস যদি কেউ চুরির করার চেষ্টা করে তাহলে কী হবে? কারণ সবসময়ে স্যুটকেস চোখে চোখে রাখা সম্ভব নয়। নিরাপত্তা নিশ্চিত করার জন্য স্যুটকেসে একটি বিশেষ অ্যালার্ম রয়েছে। এছাড়াও একটি ইলেকট্রনিক লকও স্যুটকেসটিতে রয়েছে, যা অ্যাপের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। এছাড়াও ‘ফাইন্ড মি’ নামে বিশেষ একটি ফিচার রয়েছে, যার মাধ্যমে ব্যাগটি সবসময়ে এমন দূরত্বে থাকবে, যাতে সেটিকে আপনি নজরে রাখতে পারেন। আপনার হাতে যে ব্রেসলেটটি থাকবে, সেটার মাধ্যমেও ব্যাগের ওপরে নজর রাখা যাবে। স্যুটকেসটিতে চার্জ দেয়ারও ব্যবস্থা রয়েছে। স্বাভাবিকভাবেই এমন স্যুটকেসের দামও একটু বেশিই পড়বে। সংস্থার তরফে জানানো হয়েছে, এই রোবট-স্যুটকেসের দাম প্রায় ৫০ হাজার টাকার কাছাকাছি পড়বে।

বাংলাদেশ সময়: ৭:০১:২২   ৩৬৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিজ্ঞান-প্রযুক্তি’র আরও খবর


ব্যবহৃত ল্যাপটপ ওয়ারেন্টিসহ বিক্রি করছে Device mama
ইতিহাসে প্রথম, ল্যাবে তৈরি রক্ত মানুষের দেহে !
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
যবিপ্রবির ৯ কর্মকর্তা-কর্মচারীর সনদ জাল- আইনি ব্যবস্থা গ্রহণ
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
মোবাইল ব্যাংকিং এখন গ্রাহক সংখ্যা ১৮ কোটি ছাড়িয়ে গেছে এবং দৈনিক লেনদেনও ৩ হাজার কোটি টাকা ছাড়িয়েছে
চাঁদের উদ্দেশে নাসার রকেট উড়াল দেবে
আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ছাড়বে রাশিয়া
“Whatsapp” এ কল রেকর্ড করবেন যেভাবে ?
তাইওয়ান সীমান্তে চীনা যুদ্ধবিমান; ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর

আর্কাইভ