উৎকোচ না দেয়ায় কাঙ্খিত বরাদ্দ মিলেনি

Home Page » আজকের সকল পত্রিকা » উৎকোচ না দেয়ায় কাঙ্খিত বরাদ্দ মিলেনি
বৃহস্পতিবার, ১১ আগস্ট ২০১৬



চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তাকে প্রত্যাশিত বরাদ্দের ৫ শতাংশ এবং পাজারো গাড়ি দিতে না পারায় কাঙ্খিত বরাদ্দ পায়নি। বুধবার থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে ‘স্বাস্থ্যকর ও নিরাপদ শহর’ শীর্ষক নগর সংলাপ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
সিটি মেয়র বলেন, একনেকে পাস হওয়ার পরও বরাদ্দ ছাড় করাতে নানা আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে হচ্ছে। বরাদ্দের ৫ শতাংশ দিয়ে দিলে নাকি যত বরাদ্দ চাইবো পাবো। তিনি বলেন, যুগ্ম সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা এসেছিলেন। তিনি একটি নতুন পাজেরো জিপ চান। সেটি দিলে নাকি চসিকের প্রকল্প অনুমোদন বা পাসে কোনো সমস্যা হবে না। আমি কোথা থেকে জিপ দেবো? কেন দেবো? আমি কোথা থেকে দেবো, কোন খাতে দেখাবো জানতে চাইলে বলা হলো, ঠিকাদারের কাছ থেকে ম্যানেজ করতে। এ কথার কোনো যুক্তি আছে? আমি চোর হয়ে আপনার পকেট ভারী করবো? গত অর্থবছরে সাধারণভাবে পেলাম ৮০ কোটি টাকা। ৫ শতাংশ দিলে ৩০০-৩৫০ কোটি টাকা পেতাম! এই হলো বাস্তব বলেন মেয়র।
উৎকোচ না দেয়ায় কাঙ্খিত বরাদ্দ মিলেনিবঙ্গ-নিউজঃ মেয়র বলেন, বারইপাড়া থেকে শাহ আমানত সেতু পর্যন্ত খাল খনন প্রকল্প একনেকে পাস হয়েছে কত আগে। সরকার প্রধান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভাটি হয়। এখন অর্থছাড়ে নানা জটিলতা তৈরি করা হচ্ছে। অথচ ২০১৭ সালের জুনের মধ্যে ওই প্রকল্প বাস্তবায়ন করার কথা। অর্থ মন্ত্রণালয় অর্থ ছাড় না দিলে কিছুই করার নেই উল্লেখ করেন আ.জ.ম নাছির উদ্দিন।
সংলাপে ‘শিশু সুরক্ষা ও উন্নয়ন’, ‘পানি, পয়োনিষ্কাশন ও পরিচ্ছন্নতা’ ও ‘দুর্যোগ ব্যবস্থাপনা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপনা করেন স্থপতি জেরিনা হোসেন, চুয়েটের অধ্যাপক ড. স্বপন কুমার পালিত ও সৌরভ দাশ।
সংলাপে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের চট্টগ্রাম চ্যাপ্টার সভাপতি এম আলী আশরাফ, ওয়ার্ল্ডভিশন বাংলাদেশের রিজিওনাল ফিল্ড ডিরেক্টর অঞ্জলি জাসিন্তা কস্তা, ব্র্যাকের পরিচালক কেএএম মোর্শেদ। চসিকের সচিব মোহাম্মদ আবুল হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম নগর সংলাপ আয়োজক কমিটির আহ্বায়ক শ্যামল ফ্রান্সিস

বাংলাদেশ সময়: ৬:০৫:২৮   ৩৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ