অস্ত্র বিক্রির শীর্ষে বিশ্বের যে ৭ টি দেশ

Home Page » প্রথমপাতা » অস্ত্র বিক্রির শীর্ষে বিশ্বের যে ৭ টি দেশ
বৃহস্পতিবার, ১১ আগস্ট ২০১৬



missile-rassia.jpgবঙ্গ-নিউজঃ বিশ্বের সবচেয়ে বেশি অস্ত্র বিক্রি করা দেশগুলো একটি প্রতিবেদন প্রকাশ করেছে শান্তি গবেষণা প্রতিষ্ঠান সিপ্রি। আন্তর্জাতিক অস্ত্র বাণিজ্য নিয়ে তৈরি করা ওই প্রতিবেদনে বিশ্বের সাতটি দেশের নাম প্রকাশ করা হয়েছে যারা বিশ্বে অস্ত্র বিক্রিতে শীর্ষে রয়েছে।

এতো এতো অস্ত্র উৎপাদন যেমন হচ্ছে, ঠিক তেমনি বিক্রিও হচ্ছে দেদারসে। প্রত্যেকটি দেশেরই আলাদা আলাদা নির্ধারিত ক্রেতা রয়েছে। যারা নিয়ম করে প্রতি বছর অস্ত্র কিনে থাকে। নিচে দেখুন ওই সাতটি দেশের অস্ত্র বাণিজ্যের অবস্থা।

১। আমেরিকা

স্বাভাবিকভাবেই বিশ্বে অস্ত্র বিক্রিতে এক নম্বর অবস্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। শুনলে অবাক হবেন যে, গত পাঁচ বছরে বিশ্বে যতো অস্ত্র বিক্রি হয়েছে তার ৩৩ শতাংশ আমেরিকা একাই সরবরাহ করেছে। আমেরিকার উৎপাদিত অস্ত্রের অধিকাংশ ক্রেতাই হচ্ছে মধ্যপ্রাচ্যের। এর মধ্যে রয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং তুরস্কের মতো দেশ।

২। রাশিয়া

আমেরিকার পরের অবস্থানটিই রাশিয়ার দখলে। বিশ্বের অস্ত্রের বাজারের ২৫ শতাংশ আছে এই দেশটির দখলে। রাশিয়ায় উৎপাদিত অস্ত্রের মূল ক্রেতা ভারত। এছাড়া চীন এবং ভিয়েতনামও রাশিয়ার কাছ থেকে অস্ত্র ক্রয় করে থাকে।

৩। চীন

আমেরিকা, রাশিয়ার মতো এতো বৃহৎ বাজার না হলেও অস্ত্র উৎপাদনে তৃতীয় স্থানটি চীনের। বিশ্বের অস্ত্রের বাজারের ৫ দশমিক নয় শতাংশ আছে এই দেশটির দখলে। পাকিস্তান, বাংলাদেশ এবং মিয়ানমারের মতো দেশগুলোই চীনের অস্ত্রের বড় ক্রেতা।

৪। ফ্রান্স

তালিকার চতূর্থ স্থানটি ফ্রান্সের। শিল্প-সাহিত্যের দেশ হিসেবে ফ্রান্সের পরিচিতি থাকলেও অস্ত্র উৎপাদনেও খুব একটা পিছিয়ে নয় দেশটি। অস্ত্রের বাজারের ৫ দশমিক ছয় শতাংশ স্থান দখল করে আছে ফ্রান্স। তাদের সবচেয়ে বড় ক্রেতা হচ্ছে, মরক্কো, চীন এবং মিশর। তবে পরিসংখ্যান বলছে, ফ্রান্সের অস্ত্র রপ্তানি আগের বছরগুলোর তুলনায় কিছুটা কমেছে।

৫। জার্মানি

আন্তর্জাতিক অস্ত্র বাজারের ৪ দশমিক সাত শতাংশ দখলে নিয়ে পঞ্চম স্থানে রয়েছে জার্মানি। তাদের প্রধান ক্রেতা হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং গ্রিস। তবে সিপ্রি বলেছে, জার্মানির অস্ত্র রপ্তানিও আগের বছরগুলোর তুলনায় কিছুটা কমে এসেছে।

৬। যুক্তরাজ্য

জার্মানির পরের অবস্থানটিই যুক্তরাজ্যর দখলে। অস্ত্রের বাজারে দেশটির আধিপত্য হচ্ছে, ৪ দশমিক পাঁচ শতাংশ। তাদের প্রধান ক্রেতা হচ্ছে, সৌদি আরব, ভারত এবং ইন্দোনেশিয়া।

৭। স্পেন

তালিকার সর্বশেষে রয়েছে স্পেন। অস্ত্র বাণিজ্যের প্রায় ৩ দশমিক পাঁচ শতাংশ স্পেনের দখলে। দেশটি মূলত অস্ট্রেলিয়া, সৌদি আরব এবং তুরস্কে অস্ত্র রপ্তানি করে থাকে।

বাংলাদেশ সময়: ০:৫০:০০   ৩২৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ