বেলজিয়ামে চাপাতি দিয়ে পুলিশের উপর হামলা

Home Page » প্রথমপাতা » বেলজিয়ামে চাপাতি দিয়ে পুলিশের উপর হামলা
সোমবার, ৮ আগস্ট ২০১৬



stabbing-attack-on-police-in-belgium.jpgবঙ্গ-নিউজঃ বেলজিয়ামের শার্লোহুয়াতে চাপাতি দিয়ে পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে। এতে দুজন নারী পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। পরে পুলিশের প্রতিরোধে মারা গেছেন ওই হামলাকারী।বেলজিয়ামের প্রধানমন্ত্রী এই ঘটনাকে ‘স্পষ্টত সন্ত্রাসবাদ’ বলে আখ্যা দিয়েছেন এবং বলেছেন যে, ‘আমাদের কাছে যে সব নমুনা আছে, তাতে মনে হচ্ছে এটি সন্ত্রাসীদের কাজ।’ এ দিকে পুলিশ জানিয়েছে, চাপাতিধারীর আঘাতে যে দুজন আহত হয়েছেন, তাদের অবস্থা শঙ্কামুক্ত।

ঘটনার সময় ছুটি কাটাতে ফ্রান্সে অবস্থান করছিলেন বেলজিয়ান প্রধানমন্ত্রী। কিন্তু এই ঘটনার পর ছুটি সংক্ষিপ্ত করে জাতীয় নিরাপত্তা পরিষদের সঙ্গে জরুরি বৈঠক করতে দেশে ফিরেছেন তিনি।

বেলজিয়ামের পার্শ্ববর্তী দেশ ফ্রান্সে বেশ লম্বা সময় ধরে একের পর এক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এর ফলে দুই দেশেই জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় স্থাপন করা হয়েছে তল্লাশী চৌকি।

যে দুজন নারী পুলিশ আহত হয়েছেন, তারাও একটি নিরাপত্তা চৌকিতে তল্লাশীর কাজ করতেন। ডিউটিরত অবস্থায়ই তাদের উপর আক্রমণ করা হয়। তবে আক্রমণকারী কে বা তার নাম পরিচয় কী, তা প্রকাশ করতে পারেনি কোনো সংবাদ মাধ্যম।

এ ঘটনায় কোনো সন্ত্রাসী গোষ্ঠি দায়ও স্বীকার করেনি। এর আগে ফ্রান্সে ঘটা সন্ত্রাসী ঘটনাগুলোর বেশির ভাগেরই দায় স্বীকার করেছে কথিত আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠি আইএস। পুলিশের উপর হামলার পর বেলজিয়ামে নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১:০১:৪৫   ৩৯১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ