ভাড়াটিয়াদের জন্য আসছে কোড নম্বর

Home Page » জাতীয় » ভাড়াটিয়াদের জন্য আসছে কোড নম্বর
শনিবার, ৬ আগস্ট ২০১৬



বঙ্গ-নিউজ: dmp-comissinar.jpgরাজধানী ঢাকায় ভাড়াটিয়াদের জন্য ভিন্ন ভিন্ন কোড নম্বরের ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন ডিএমপির কমিশনার আছাদুজ্জামান মিয়া। খুব শিগগিরই এই ব্যবস্থা চালু করা হবে বলে জানান তিনি।শনিবার ডিএমপির সদর দফতরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের সাথে তিনি এ কথা বলেন। উল্লেখ্য, এর আগে রাজধানীর ভাড়াটিয়াদের জন্য নিবন্ধন ফরমের ব্যবস্থা করা হয়েছিলো।

আছাদুজ্জামান মিয়া জানান, এখন থেকে প্রত্যেক ভাড়াটিয়াকে একটি কোড নম্বর প্রদান করা হবে। নিকটস্থ থানায় সমস্ত তথ্যসহ নিবন্ধন ফরম জমা দিলেই কোড নম্বর পাওয়া যাবে। এক এলাকার ভাড়াটিয়া অন্য এলাকায় গেলে নির্দিষ্ট কোড নাম্বারটি সংশ্লিষ্ট থানায় জমা দিতে হবে। এতে সংশ্লিষ্ট থানা পূর্বের থানা থেকে ভাড়াটিয়ার তথ্য সংগ্রহ করে নেবে।

এটি শিগগিরই চালু করা হবে জানিয়ে আছাদুজ্জামান মিয়া বলেন, ভাড়াটিয়ার নিরাপত্তার স্বার্থেই এই ব্যবস্থা চালু করা হচ্ছে। এছাড়া এতে অনাকাঙ্খিত ঝামেলা এড়ানো সম্ভব হবে।

তিনি বলেন, রাজধানীতে ব্লক রেইড দেয়া হচ্ছে। এর উদ্দেশ্য হলো জঙ্গি, সন্ত্রাসী, ও অন্যান্য অপরাধে অভিযুক্তদের আটক ও গ্রেফতার করা। এ থেকে সাধারণ মানুষ যাতে হয়রানির শিকার না হয়।

ব্লক রেইডে কেউ পুলিশের হয়রানির শিকার হলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলে নিশ্চিত করেন তিনি। এছাড়া কেউ হয়রানির শিকার হলে তাৎক্ষণিকভাবে ডিএমপির পদস্ত কর্মকর্তাদের মোবাইল ফোনে জানানোর অনুরোধ করেন। তিনি বলেন, কোনও পুলিশের বিরুদ্ধে অভিযোগ পেলে তদন্ত করে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯:১০:৩২   ৩৬৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ