চারশ কোটি টাকা দিতেই হচ্ছে ব্র্যাককে

Home Page » অর্থ ও বানিজ্য » চারশ কোটি টাকা দিতেই হচ্ছে ব্র্যাককে
বৃহস্পতিবার, ৪ আগস্ট ২০১৬



ব্র্যাক

বঙ্গ-নিউজঃ বাংলাদেশ তথা বিশ্বের বৃহত্তম এনজিও সংস্থা ব্র্যাককে ৪০৪ কোটি টাকা আয়কর পরিশোধের নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। বুধবার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করে। এর আগে ট্যাক্স আপিল ট্রাইব্যুনাল ওই আয়কর পরিশোধের নির্দেশ দিলেও হাইকোর্টের রায়ে তা থেকে অব্যাহতি পেয়েছিল সংস্থাটি।
রাষ্ট্রপক্ষে নিয়োজিত কৌঁসুলি ডেপুটি অ্যাটর্নি জেনারেল সরদার রাশেদ জাহাঙ্গীর শুভ্র বলেন, ব্র্যাকের প্রদেয় আয়কর অব্যাহতিযোগ্য নয় বলে ১১টি আপিল মঞ্জুর করে রায় দিয়েছে আপিল বিভাগ। এর ফলে ট্যাক্সেস আপিল ট্রাইব্যুনাল কর্তৃক নির্ধারিত টাকা পরিশোধ করতে হবে ব্র্যাককে।
প্রায় ১১টি অর্থবছরে ৪০৪ কোটি ২০ লাখ ৫৮ হাজার ৮৯২ টাকা আয়কর পরিশোধের জন্য ব্র্যাককে নির্দেশ দিয়েছিলেন ট্যাক্স আপিল ট্রাইব্যুনাল। এরপর ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে ব্র্যাক। হাইকোর্ট ট্যাক্স ট্রাইব্যুনালের রায় বাতিল করে দেন। এ সময় ঢাকার কর কমিশনার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করেন। বুধবার সর্বোচ্চ আদালত কর কমিশনারের আপিল মঞ্জুর করে রায় দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যার্টনি জেনারেল রাশেদ জাহাঙ্গীর। আর ব্র্যাকের পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ এবং মো. আসাদুজ্জামান।
১৯৭২ সালে বাংলাদেশে যাত্রা শুরুর পর এখন বিশ্বের আরও ১১টি দেশে ব্র্যাকের কার্যক্রম বিস্তৃত। বার্ষিক একশ কোটি ডলার ব্যয় এবং লাখো কর্মী নিয়ে এই এনজিওটি এখন বিশ্বের মধ্যে বৃহত্তম।

বাংলাদেশ সময়: ১০:১৪:১৬   ৪২৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থ ও বানিজ্য’র আরও খবর


অর্থনীতি নভেম্বরে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৮৫ শতাংশ
ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
চেক ডিজঅনার মামলার রায় দুই মাসের জন্য স্থগিত
মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসের আড়ালে হুন্ডি, গ্রেপ্তার ৬
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
বৈশ্বিক নানা সংকট সত্ত্বেও বাড়লো মাথাপিছু আয়
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
আইএমএফ এর সাথে সমঝোতা : সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ দেবে
আইএমএফ এর ঋণ গ্রহণ করা হবে নিরাপদ রিজার্ভ গড়ে তোলার জন্য: বাণিজ্যমন্ত্রী
টবগী-১ কূপে পাওয়া যাবে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আর্কাইভ