প্রয়োজনে বন্যা দুর্গতদের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দেয়া হবে : সেতুমন্ত্রী

Home Page » আজকের সকল পত্রিকা » প্রয়োজনে বন্যা দুর্গতদের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দেয়া হবে : সেতুমন্ত্রী
বুধবার, ৩ আগস্ট ২০১৬



প্রয়োজনে বন্যা দুর্গতদের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দেয়া হবে : সেতুমন্ত্রীবঙ্গ-নিউজঃ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকারের কাছে পর্যাপ্ত ত্রাণ রয়েছে। প্রয়োজনে ঘরে ঘরে এই ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়া হবে। ত্রাণ সামগ্রী বিতরণ তদারকিতে সারা দেশে বন্যা দুর্গতদের জন্য মনিটরিং টিম কাজ করছে। যেখানে যা প্রয়োজন, সেখানে তাই করা হবে বলেও আশ্বস্ত করেন তিনি।
মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জের ঘিওর উপজেলা এলাকায় দুর্গা নারায়ণ (ডিএন) উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দুর্গতের মাঝে ত্রাণ বিতরণের সময় তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, বন্যা চলাকালীন ও বন্যা পরবর্তী পুনর্বাসনে দুর্গতের পাশে থাকবে শেখ হাসিনার সরকার।
মন্ত্রী আরো বলেন, মানিকগঞ্জ জেলায় বন্যা দুর্গতদের জন্য ৩৬৫ মেট্রিক টন ত্রাণ বরাদ্দ দেয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও এমপি জাহাঙ্গীর কবির নানক, স্থানীয় এমপি নাঈমুর রহমান দুর্জয়, সড়ক ও জনপথের ঢাকা বিভাগীর তত্ত্বাবধায়ক সবুজ উদ্দিন খান, মানিকগঞ্জ জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস, পুলিশ সুপার মাহফুজুর রহমান, মানিকগঞ্জ সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মহিবুল হক, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালামসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
এরপর মন্ত্রী দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী ও ব্যক্তিগত তহবিল থেকে নগদ টাকা বিতরণ করেন। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে মানিকগঞ্জ শহরের মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে বন্যা দুর্গতদের জন্য রুটি প্রকল্প উদ্বোধন করেন মন্ত্রী।

বাংলাদেশ সময়: ৯:৩১:৪৯   ২৮৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ