ট্রাম্পের স্ত্রীর নগ্ন ছবি প্রকাশ

Home Page » বিশ্ব » ট্রাম্পের স্ত্রীর নগ্ন ছবি প্রকাশ
মঙ্গলবার, ২ আগস্ট ২০১৬



যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলেনিয়ার কয়েকটি নগ্ন ছবি প্রকাশিত হয়েছে। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট আজ সোমবার এক প্রতিবেদনে এসব ছবি প্রকাশ করেছে।নিউইয়র্ক পোস্ট জানায়, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পরিচয় হওয়ার আগে ১৯৯৫ সালে নিউইয়র্ক শহরের ম্যানহাটন এলাকায় এক ফটোশুটে মেলানিয়া ট্রাম্পের এসব ছবি তোলা হয়। ছবিগুলোর কয়েকটি প্রাপ্তবয়স্ক পুরুষদের ফরাসি সাময়িকীতে ‘ম্যাক্সে ম্যাগাজিন’-এ প্রকাশিত হয়। পরে আর কোথাও এসব ছবি প্রকাশ হয়নি।

প্রতিবেদনে প্রকাশিত ছবিতে মেলানিয়া ট্রাম্পকে সমকামী নারীর ভূমিকায় দেখা যায়। স্ক্যান্ডেনেভিয়ার অপর মডেল এমা এরিকসনের সঙ্গে দেখা যায় মেলানিয়াকে।

নিউইয়র্ক পোস্ট জানায়, নির্দিষ্ট ফটোশুটের সময় মেলানিয়ার বয়স ছিল ২৫ এবং তিনি মেলানিয়া কেনস নামে পরিচিত ছিলেন। ছবির ফটোশুটে একজন পেশাদারের মতোই আচরণ ছিল মেলানিয়া ট্রাম্পের।

মেলানিয়ার নগ্ন ছবি প্রকাশ সম্পর্কে জানতে চাইলে ডোনাল্ড ট্রাম্প নিউইয়র্ক পোস্টকে বলেন, তাঁর সঙ্গে পরিচয়ের আগেই ইউরোপীয় সাময়িকীর জন্য মেলানিয়ার এ সব ছবি তোলা হয়। ওই সময় এমন ছবি ছিল ‘ফ্যাশনেবল’ ও সাধারণ বিষয়।

ডোনাল্ড ট্রাম্প আরো বলেন, অন্যতম সফল মডেলদের একজন মেলানিয়া। সে অনেক ফটোশুটে অংশ নিয়েছে, যার মধ্যে ছিল সাময়িকীর প্রচ্ছদের জন্য।

১৯৯৮ সালে এক পার্টিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পরিচয় হয় মেলানিয়ার। ২০০৫ সালে তাঁরা বিয়ে করেন।

বর্তমানে ৪৬ বছর বয়সী মেলানিয়ার ছেলে ব্যারনের বয়স ১০ বছর।

বাংলাদেশ সময়: ১০:৪৬:১৩   ২৯৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিশ্ব’র আরও খবর


বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী
উত্তর কোরিয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো জাপান সাগর লক্ষ্য করে
মার্কিন প্রতিনিধি পরিষদের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা : ন্যান্সি পেলোসি
চাঁদের উদ্দেশ্যে ছুটল ‘আর্টেমিস-১’
জার্মানি, পোল্যান্ড রাশিয়ার গ্যাস সম্পদকে রাষ্ট্রীকরণ করেছে
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
ইউক্রেন থেকে গম নিয়ে “ম্যাগনাম ফরচুন” চট্টগ্রাম বন্দরে

আর্কাইভ