স্মার্টফোন নষ্ট হওয়া বা হারানোর আগে নম্বরগুলো সুরক্ষিত করুন

Home Page » বিজ্ঞান-প্রযুক্তি » স্মার্টফোন নষ্ট হওয়া বা হারানোর আগে নম্বরগুলো সুরক্ষিত করুন
সোমবার, ১ আগস্ট ২০১৬



 

মোবাইল ফোন হারানো, চুরি বা ছিনতাই হওয়াটা একটা কমন ব্যাপার।

এ অবস্থায় নতুন মোবাইল, নতুন সিম কিনে পুরণ নম্বরগুলো সংগ্রহ করা অনেক ঝামেলার ব্যাপার। অনেকে হয়তো সিম কোম্পানীতে টাকার বিনিময়ে ব্যাকআপ রাখেন। কিন্তু টাকা ছাড়াই নম্বরগুলো সুরক্ষিত রেখতে পারবেন। এক্ষেত্রে শুধু কষ্ট করে একবারই নম্বরগুলো সেভ করতে হবে। আসুন জেনে নেই -

১। প্রথমে Gmail এ একটা একাউন্ট খুলতে হবে।

DhukiChepa-1441386387-d2f8e3f_xlarge

২। একাউন্টে লগইন করে Gmail এ ক্লিক করুন।

DhukiChepa-1441386353-dfee4d7_xlarge

৩। এখানে ৩টি ট্যাব এর মাঝে Contacts ট্যাবে ক্লিক করুন। এক্ষেত্রে নতুন করে Contacts ট্যাব চালু হবে।

DhukiChepa-1441386542-fe34c90_xlarge

৪। ডান দিকে নিচে Add new contacts ক্লিক করুন।
৫। নাম লিখে Create এ ক্লিক করুন
৬। এবার Phone ফিল্ডে আপনার নম্বর ইনপুট করুন। এখানে একজনের একাধিক নম্বর ইনপুট করতে শুধু Add Phone এ ক্লিক করে ফিল্ড বাড়াতে হবে।
৭। ইনপুট হলে সেভ করুন।

এবার মোবাইল ফোনে ইন্টারনেট চালু করে যে ID তে নাম এবং নম্বর সেভ করেছেন সেই ID দিয়ে Play Store এ লগইন করে বের হয়ে আসুন এবং তারপর ফোনবুক ট্যাব ওপেন করে সেটিং-এ শুধু Google একাউন্ট সেট করে দিন। একটু অপেক্ষা করে চেক করে দেখুন।

নতুন নম্বর সেভ করার প্রয়োজন হলে Gmail এ সেভ করুন আর কিছুক্ষনের মধ্যেই সেটা মোবাইল ফোনবুকে পেয়ে যাবেন।

বাংলাদেশ সময়: ৯:৫৭:০৮   ৩৫৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিজ্ঞান-প্রযুক্তি’র আরও খবর


ব্যবহৃত ল্যাপটপ ওয়ারেন্টিসহ বিক্রি করছে Device mama
ইতিহাসে প্রথম, ল্যাবে তৈরি রক্ত মানুষের দেহে !
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
যবিপ্রবির ৯ কর্মকর্তা-কর্মচারীর সনদ জাল- আইনি ব্যবস্থা গ্রহণ
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
মোবাইল ব্যাংকিং এখন গ্রাহক সংখ্যা ১৮ কোটি ছাড়িয়ে গেছে এবং দৈনিক লেনদেনও ৩ হাজার কোটি টাকা ছাড়িয়েছে
চাঁদের উদ্দেশে নাসার রকেট উড়াল দেবে
আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ছাড়বে রাশিয়া
“Whatsapp” এ কল রেকর্ড করবেন যেভাবে ?
তাইওয়ান সীমান্তে চীনা যুদ্ধবিমান; ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর

আর্কাইভ