সপ্তাহশেষেই মগজ-ধোলাইকারী জাকির নায়েকের বিরুদ্ধে মামলা ?

Home Page » সংবাদ শিরোনাম » সপ্তাহশেষেই মগজ-ধোলাইকারী জাকির নায়েকের বিরুদ্ধে মামলা ?
সোমবার, ১ আগস্ট ২০১৬



zakir-naik.jpg বঙ্গ-নিউজঃ বিতর্কিত ধর্মপ্রচারক জাকির নায়েক সম্পর্কে মুম্বই পুলিশের উপরমহলে জবরদস্ত রিপোর্ট পেশ করল মহারাষ্ট্রের জঙ্গি দমন শাখা বা এটিএস ৷ সূত্রের খবর, চলতি সপ্তাহের শেষেই জাকিরের বিরুদ্ধে মামলা রুজু করতে পারে পুলিশ ৷ ফলে চাপ আরও বাড়ল কট্টরপন্থী ইসলামের প্রচারক বলে পরিচিত এই মৌলবির৷ঢাকার গুলশনে জঙ্গি হামলার পর খবরের শিরোনামে উঠে আসে জাকির নায়েকের নাম ৷ ঘটনায় জড়িত আইএস ঘাতকদের তাঁর যোগ ছিল বলে জানায় ভারত-বাংলাদেশ উভয় দেশেরই গোয়েন্দা দফতর ৷ ভারতীয় এক দৈনিককে দেওয়া এক সাক্ষাৎকারে সেই দাবি কার্যত মেনেও নেন জাকির নায়েক৷ সাফাই দেন, তাঁর ফেসবুকে বন্ধু ও ফলোয়ারের তালিকায় অনেকেই রয়েছে ৷ তাদের মধ্যে কে জঙ্গি কে নয়, তা জানা তাঁর পক্ষে সম্ভব নয়৷ তবে ধর্মপ্রচারকের এহেন সাফাইতে চিড়ে ভেজেনি৷ আইএসের সঙ্গে যোগসাজশের কথা জানাজানি হওয়ার পরেই জাকির ও তাঁর প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে দ্রুত তদন্তের নির্দেশ দেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ ৷ সেইমতো অভিযান চালিয়ে মুম্বই পুলিশ গ্রেফতার করে জাকিরের পিস ফাউন্ডেশনের দুই কর্মকর্তাকে৷ তাদের মধ্যে একজন মুম্বইয়ে ওই প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক ৷ তাদের জেরা করে উঠে আসে আরও চাঞ্চল্যকর তথ্য ৷ জানা যায়, মোটা টাকার বিনিময়ে এখনও পর্যন্ত প্রায় ৮০০ জনের ধর্মান্তর ঘটিয়েছে জাকিরের সংস্থা, পিস ফাউন্ডেশন তথা ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন৷ টাকার বিনিময়ে ধর্মান্তরিতরা অধিকাংশই হিন্দু ও খ্রিস্টান৷ মুম্বই পুলিশের মতে, তারা চার দিন আগেই জাকির নায়েকের উপর তৈরি-করা রিপোর্ট জমা দিতে পারত, কিন্তু কেরলের কোচি থেকে আরও তথ্য পেতে দেরি হওয়াতেই তাদেরও বিলম্ব ঘটল৷ সেই তথ্যের ভিত্তিতেই মহারাষ্ট্র পুলিশকর্তাদের কাছে নতুন রিপোর্ট পেশ করল এটিএস ৷ কোচিতে পাকড়াও জাকির ঘনিষ্ঠকে জেরা করে জানা গিয়েছে, মুসলিম সম্প্রদায়ের তরুণ-তরুণীদের কীভাবে মগজধোলাই করত ওই ধর্মপ্রচারকের প্রতিষ্ঠান৷ মূলত তাদের উগ্র প্রচারেই প্রভাবিত হয়ে কেরলের অন্তত ২১ জন বেপাত্তা হয়ে গিয়েছে৷ চলে গিয়েছে আইএস অধিকৃত সিরিয়া ও ইরাকে৷ মুম্বই পুলিশ জানতে পেরেছে, যেসব কেরলবাসী নিখোঁজ তাদের মধ্যে অন্তত দুজন অন্তঃসত্ত্বা মুসলিম মহিলা আইএসের তল্লাটে চলে গিয়েছে এই ধারণার বশে যে, ‘কাফের’দের মাটিতে নয়, তাদের সন্তান ‘পাক’ বা ‘পবিত্র’ স্থানে জন্ম নেবে৷ওই দুই মুসলিম রমণীর বয়স ৩০ বছরের কম৷
মুম্বই,http://kolkata24×7.com/likely-case-register-against-zakir.html

বাংলাদেশ সময়: ০:৩৬:০১   ৪৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সংবাদ শিরোনাম’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ