ভয়াবহ বন্যা পরিস্থিতি: বিপদসীমার ওপর যমুনার পানি

Home Page » জাতীয় » ভয়াবহ বন্যা পরিস্থিতি: বিপদসীমার ওপর যমুনার পানি
সোমবার, ১ আগস্ট ২০১৬



বঙ্গ-নিউজ:flood-2016.jpgদেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি ভয়াবহ খারাপ আকার ধারণ করেছে। বিশেষ করে উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। উত্তরাঞ্চলের সাতটি জেলায় কয়েক লক্ষ লোক পানিবন্দী হয়ে আছে। বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে যমুনার পানি।
জামালপুরে ইতোমধ্যে ৪৮ ঘণ্টায় ২১ সেন্টিমিটার পানি কমেছে। কিন্তু এখনও নদীটির পানি বিপদসীমার ১০০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) গেজ রিডার আবদুল মান্নান বলেন, ৩১ জুলাই রোববার রাত ৯টায় যমুনার বাহাদুরাবাদ ঘাট পয়েন্ট এলাকায় ২০.৫০ মিটার পানি রেকর্ড করা হয়। এখানে স্বাভাবিক পানি প্রবাহ ১৯.৫০ মিটার। বিপদসীমার ১০০ সেন্টিমিটার ওপর দিয়ে এখনো যমুনার পানি প্রবাহিত হচ্ছে।জানা যায়, পানি কমলেও বন্ধ রয়েছে এই জেলার সঙ্গে অন্য ৭ উপজেলার সরাসরি সড়ক ও রেল যোগাযোগ। বন্যা আক্রান্তদের মাঝে শুকনা খাবার ও বিশুদ্ধ পানির সংকট রয়েছে। তবে বন্যার্তদের সাহায্যে এগিয়ে এসেছে বিভিন্নস্তরের মানুষ। জেলা প্রশাসন ৭ উপজেলার বন্যার্তদের ৭৯২ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। বিতরণ করা হয়েছে ৫ হাজার ৭০০ খাবার প্যাকেট, এক লাখ পিস আটার রুটি। এছাড়াও স্থানীয় সংসদ সদস্য ত্রাণ বিতরণ করছেন।

কুড়িগ্রাম জেলায় শহররক্ষা বাঁধ ভেঙ্গে প্লাবিত হয়েছে নয়টি উপজেলা। সেখানকার বাসিন্দারা জানান, ৯৪ সালের পর এমন বন্যা আর দেখা যায়নি। সবকিছুই বন্যার পানিতে ভেসে গেছে। পানি বন্দী হয়ে আছে ছয় লক্ষাধিক মানুষ।

বন্যা কবলিত ব্রহ্মপুত্র নদের পানি স্থিতিশীল থাকলেও যমুনা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। ফলে গাইবান্ধা, জামালপুর, বগুড়া ও সিরাজগঞ্জ জেলার বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। পানিতে তলিয়ে গেছে জামালপুর-দেওয়ানগঞ্জ রেলপথ। বগুড়ার ধুনটে শিমুলবাড়ী বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ফাটল দেখা দিয়েছে।

বাংলাদেশ সময়: ০:২২:৩১   ৪২০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ