বন্যায় মৃত্যু ১৪ জনের, ক্ষতিগ্রস্ত ১৫ লাখ- ত্রাণমন্ত্রী

Home Page » প্রথমপাতা » বন্যায় মৃত্যু ১৪ জনের, ক্ষতিগ্রস্ত ১৫ লাখ- ত্রাণমন্ত্রী
রবিবার, ৩১ জুলাই ২০১৬



mofajjal-hosain-maya.jpgবঙ্গ-নিউজঃ দেশের উত্তরাঞ্চলে চলমান বন্যায় মোট ১৪ জন মানুষ মারা গেছেন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপন ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। এছাড়া এবারের বন্যায় প্রায় ১৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলেও তিনি জানান।

মন্ত্রী জানান, বন্যা কবলিত হয়ে জামালপুরে সাত জন, গাইবান্ধায় চার জন, কুড়িগ্রামে দুই জন এবং রংপুরে একজন মারা গেছেন। শনিবার মহাখালীর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

সংবাদ সম্মেলনে ত্রাণমন্ত্রী বন্যায় দেশের সামগ্রিক ক্ষয়ক্ষতির পরিমাণও তুলে ধরেন। তিনি জানান, দেশের মোট ১৬ জেলায়, ৫৯টি উপজেলার ৩০৯টি ইউনিয়ন বন্যা কবলিত হয়েছে।

যেখানে ক্ষতিগ্রস্ত পরিবার সংখ্যা মোট ৩ লাখ ৯৩ হাজার ৪৯৬টি। আর বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা মোট ১৪ লাখ ৭৫ হাজার ৬১৫ জন। এতে ঘরবাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে ৯ হাজার ৩১৪টি ও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ১২ হাজার ৩৭১টি। এ ছাড়া শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠান সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে ২২টি এবং আংশিক ক্ষতিগ্রন্ত হয়েছে ৫৮৮টি।

দেশের যমুনা, ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমার, পদ্মা, ঘাঘট, করতোয়া ও সুরমাসহ আরও বেশ কয়েকটি নদীর স্রোত বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে জানিয়ে ত্রাণমন্ত্রী বলেন, মোট ১৯টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে স্রোত প্রবাহিত হচ্ছে।

বন্যা কবলিতদের সাহায্য করা সম্পর্কে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া জানান, এ পর্যন্ত মন্ত্রণালয় থেকে ১৩ হাজার টন জিআর চাল ছাড় করা হয়েছে। জেলা পর্যায়ে থোক বরাদ্দ দেওয়া হয়েছে ৯ হাজার ১০০ টন। আর ছাড়ের জন্য অধিদফতরে চাল মজুদ আছে ৩ হাজার ৯০০ টন। মন্ত্রণালয় থেকে জিআর ক্যাশ হিসেবে ছাড় করা হয়েছে সাড়ে ৫ কোটি টাকা। জেলা পর্যায়ে থোক বরাদ্দ দেওয়া হয়েছে ৩ কোটি সাড়ে ৭ লাখ টাকা। আর অধিদফতরে বর্তমানে অবশিষ্ট আছে ২ কোটি সাড়ে ৪২ লাখ টাকা।

এছাড়া বন্যা কবলিত এলাকায় পানি বিশুদ্ধকরণ বড়ি বিতরণসহ মোট ৩৪৬টি মেডিকেল টিম কাজ করছে। বন্যা পরবর্তী সময়ে ঘরবাড়ি ও স্থাপনার ক্ষয়ক্ষতি নিরূপণ করে ঘরবাড়ি নির্মাণের জন্য সহায়তা প্রদান করা হবে বলে তিনি জানান।

ত্রাণমন্ত্রী বন্যা কবলিত মানুষের সহায়তায় দেশের সর্বস্তরের সকল মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১:১৪:০১   ৪২১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ