মেসির মতো চাপ নিতে চান নেইমার

Home Page » খেলা » মেসির মতো চাপ নিতে চান নেইমার
বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০১৬



বঙ্গ-নিউজ:ব্রাজিল দলের সেরা তারকা নেইমার। খেলা চলাকালীন সময়ে তার ওপর থাকে বাড়তি চাপ। এই চাপের ভার অনেক সময় তার পারফরমেন্সের ওপরও প্রভাব ফেলে। তবে নিজের প্রতি এই চাপকে তিনি অন্যভাবে দেখেন।

নেইমার এক্ষেত্রে অনেকটা মেসির মতোই চাপ নিতে চান। তবে এ চাপ কাটাতে সহযোগিতা চান সতীর্থদেরও।

তিনি বললেন, ‘বার্সেলোনায় দারুণ দারুণ সব খেলোয়াড় আছে, কিন্তু বার্সেলোনায় তো আমরা সবাই মেসির জন্যই খেলি।’

এবার অলিম্পিক আসরে স্বাগতিক দেশ ব্রাজিল। তাই ফুটবল দলের প্রতি প্রত্যাশাটা একটু বেশিই। কারণ পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিলের অলিম্পিক গৌরব আবার শূন্য, ব্রোঞ্জ আর রুপা জিতলেও সোনা যে জেতা হয়নি। এবার নেইমারকে সেটি এনে দিতেই হবে। ​অলিম্পিকটাও যে এবার হচ্ছে ব্রাজিলের রিওতে।

নেইমার বলেন, ‘দেখুন, জয়টা কিন্তু দারুণ ব্যাপার। চাপ থাকবেই। চাপ ফুটবলেরই অংশ। আমি আছি এই চাপ সামলাতে। মাঠে নামার সময় চাপ আপনাকে ঘিরে থাকবেই। এটা খেলারই অংশ।’

আর চাপ সামলানোর শক্তিটা তিনি তার বার্সেলোনা সতীর্থ মেসির কাছ থেকেই নিতে চান, ‘আমি নিজের সম্পর্কে বলতে পছন্দ করি না। কিন্তু আমি এখানে বার্সেলোনার উদাহরণ টানতে পারি। বার্সায় দারুণ সব খেলোয়াড় আছে। কিন্তু কেউ কি অস্বীকার করবে যে, আমরা সেখানে মেসির জন্য খেলি না? অবশ্যই আমরা বার্সেলোনায় মেসির ওপর নির্ভরশীল।’

সতীর্থদের সমর্থন প্রত্যাশা করে নেইমার বলেন, ‘আমার দলের সবাই খুব তরুণ। কিন্তু আমরা জানি, ঘরের মাঠে, অলিম্পিকের মতো আসরে ব্রাজিলের জার্সি গায়ে চাপানোর দায়িত্বটা কী! সবাই যদি এক হয়ে খেলতে পারি তাহলে ফলাফলটা আমাদেরই হবে।’

বাংলাদেশ সময়: ৮:১২:৫৩   ৩১১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
সুনামগঞ্জ স্টেডিয়ামে দু’দিনব্যাপী কুস্তি উৎসব কাল থেকে শুরু
অসাধারণ জয় ও দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা
আর্জেন্টিনার জয় ও বাংলাদেশের উল্লাস -ভিডিও পোস্ট করল ফিফা
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
বিশ্ব কাপ ফুটবলে ইরানের কাছে হেরে গেল ওয়েলস
সর্বোচ্চ পারিশ্রমিক নেয়া ফুটবল দলের ১০ কোচ
হার দিয়ে মেসিদের বিশ্বকাপ শুরু
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী

আর্কাইভ