জঙ্গিদের শেকড় উপড়ে ফেলা হবে: ডিএমপি কমিশনার

Home Page » প্রথমপাতা » জঙ্গিদের শেকড় উপড়ে ফেলা হবে: ডিএমপি কমিশনার
বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০১৬



জঙ্গিদের শেকড় উপড়ে ফেলা হবে: ডিএমপি কমিশনার

জঙ্গিদের শেকড় উপড়ে ফেলা হবে বলে হুঁশিয়ারি জানিয়েছেন ঢাকা মেট্টোপলিটন পুলিশের কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। তিনি বলেন, দেশের মাটিতে জঙ্গি কার্যক্রম কোনোভাবেই বরদাশত করা হবে না। আজ বুধবার সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে বাংলাদেশ বেতার আয়োজিত জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। ডিএমপি কমিশনার বলেন, পুলিশ জীবন বাজি রেখে সফল ও নিখুঁত অভিযান পরিচালনা করেছে। জনগণের নিরাপত্তায় জঙ্গিবাদের শেকড় উপড়ে ফেলার জন্য যা যা করা প্রয়োজন সব করতে আমরা বদ্ধপরিকর।

প্রধানমন্ত্রীর ডাকে একটি অঘোষিত নাগরিক ঐক্য সৃষ্টি হয়েছে। এরই আলামত শত শত মানুষ কল্যাণপুরে অভিযানে বিভিন্নভাবে সহযোগিতা করছেন। মানুষ তথ্য দিচ্ছে, সে তথ্য যাচাই করে আমরা ব্লক রেইড করছি। এ ঐক্যের মাধ্যমে সমাজ ও দেশ থেকে ধর্ম ব্যবসায়ী ও অসাধুদের উৎখাত করা হবে। বলেন তিনি। আজকের যে সমস্যা তা আইনশৃঙ্খলাজনিত সমস্যা নয়, সামাজিক ও নাগরিক সমস্যা। জাতীয় ও আন্তর্জাতিক সমস্যা। দেশের মানুষ জঙ্গিবাদকে গ্রহণ করেনি।
উন্নত দেশে হামলা মোকাবেলায় প্রযুক্তি আর বিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করে যে সফলতা এসেছে বাংলাদেশের পুলিশ এর চেয়ে বেশি সফল বলে দাবি করেন কমিশনার।

টকশোর সমালোচনা করে আছাদুজ্জামান মিয়া বলেন, পুলিশ জীবন বাজি রেখে জীবন উৎসর্গ করে জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে। আর পুলিশের পেশাদারিত্বকে হাইলাইট না করে একটি মহল সমালোচনা করা করছে। এ সমালোচনার কারণে সন্ত্রাসী ও জঙ্গিরা উৎসাহিত হবে। বায়ার ও ইনভেস্টররা দেশে থাকতে চাচ্ছে না। মানুষকে সাহস দিতে হবে।

সভায় বাংলাদেশ বেতারের মহাপরিচালক একেএম নেছার উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বিশেষ অতিথি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. আতিকুল ইসলাম, বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মো. আফজাল, দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু।

বাংলাদেশ সময়: ৮:০০:১৭   ৩২৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ