অপরাধ বিবেচনায় নিয়ে ব্যবস্থা নেবে বিজিবি-বিএসএফ

Home Page » বিশ্ব » অপরাধ বিবেচনায় নিয়ে ব্যবস্থা নেবে বিজিবি-বিএসএফ
বুধবার, ২৭ জুলাই ২০১৬



বঙ্গ-নিউজঃ   কোন দেশের নাগরিক তা বিবেচনায় না নিয়ে কেবল অপরাধ বিবেচনায় নিয়ে কড়া ব্যবস্থা নেবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরবঙ্গের শিলিগুড়িতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর উচ্চ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বৈঠকে ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করার বিষয়েও যৌথ প্রয়াসের সিদ্ধান্ত নেওয়া হয়।

এখন থেকে বাংলাদেশে আটক ভারতীয় অপরাধী এবং ভারতে আটক বাংলাদেশি অপরাধীদের বিষয়ে যাবতীয় তথ্য আদান-প্রদান করবে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী।

আজ বাংলাদেশ থেকে বিজিবির উচ্চপদস্থ ২০ সদস্যের একটি টিম বৈঠকে যোগ দেন। বৈঠকে ভারতের পক্ষে পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণবঙ্গের বিএসএফের আইজি ও ডিআইজি ছাড়া আসাম রাজ্যের ডিআইজি উপস্থিত থাকেন।

বৈঠকে বাংলাদেশের বিজিবির প্রতিনিধিরা পশ্চিমবঙ্গ ও আসামের বিভিন্ন ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে প্রতিদিন কী ধরনের অপরাধমূলক কার্যকলাপ ঘটে তা বিএসএফের প্রতিনিধিদের সামনে তুলে ধরেন। সেইসঙ্গে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর অসতর্কতার সুযোগ নিয়ে জাল নোট, গবাদি পশু, বিভিন্ন ধরনের মাদকসহ অস্ত্র ও মানব পাচারের যে চক্র সক্রিয় রয়েছে তা বন্ধ করার জন্যেও নানা সিদ্ধান্ত নেওয়া হয়। আজ থেকে আগামী ২৯ জুলাই পর্যন্ত অর্থাৎ তিনদিন চলবে এ বৈঠক। বৈঠকের শেষে কলকাতায় এই সংক্রান্ত একটি দলিলে সুই দেশের সীমান্ত রক্ষীবাহিনী স্বাক্ষর করবে বলেও জানা যায়।

বাংলাদেশের তরফে এদিনের বৈঠকে প্রতিনিধিত্ব করেন বাংলাদেশের উত্তর-পশ্চিম অঞ্চলের কমান্ডার (এডিজি) শাহরিয়ার আহমেদ। ভারতের তরফে প্রতিনিধিত্ব করেন বিএসএফ নর্থ ফ্রন্টইয়ার মহাপরিদর্শক (আইজি) কমল নারায়ন চৌবে। বৈঠকের শুরুতেই একে অপরের সঙ্গে করমর্দন করে মৈত্রী বন্ধনে আবদ্ধ হন।

শাহরিয়ার আহমেদ চৌধুরী বলেন, ‘আমরা একে অপরের সহায়তা ছাড়া কেউ ভালো থাকতে পারবো না। প্রথম দিন আমাদের এই আইজি পর্যায়ের বৈঠকে যে আলোচনা হয়েছে তা অত্যন্ত ফলপ্রসু। আমাদের দুই দেশের মধ্যে সীমান্তের এই মৈত্রী অটুট থাকবে। এ ছাড়া আমরা মনে করি, ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তাজনিত যে সমস্যা রয়েছে সেই সমস্যাগুলিকে দ্রুত প্রতিহত করতে পারলে দুই দেশই লাভবান হবে। আমাদের বিশ্বাস, এই আলোচনার পর সীমান্ত এলাকাতে নিরাপত্তা আরও জোরদার হবে।’

এদিন বিএসএফের পক্ষে কমল নারায়ন চৌবে বলেন, পাহাড় ও সমতল মিলে উত্তরবঙ্গ ও আসামে মোট চার হাজার ৬০ কিলোমিটার রয়েছে। যার মধ্যে এক হাজার কিলোমিটার কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব হয়নি। সেই বেড়া দ্রুত দেওয়া সম্ভব হবে বলেও এদিনের বৈঠকে আশা প্রকাশ করেন চৌবে। এ ছাড়াও দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী যাতে যৌথভাবে সীমান্তের অপরাধ দমনে এগিয়ে আসে সেই ব্যাপারেও আশা প্রকাশ করেন তিনি।

বাংলাদেশ সময়: ৭:১২:৪৪   ৪০৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিশ্ব’র আরও খবর


বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী
উত্তর কোরিয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো জাপান সাগর লক্ষ্য করে
মার্কিন প্রতিনিধি পরিষদের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা : ন্যান্সি পেলোসি
চাঁদের উদ্দেশ্যে ছুটল ‘আর্টেমিস-১’
জার্মানি, পোল্যান্ড রাশিয়ার গ্যাস সম্পদকে রাষ্ট্রীকরণ করেছে
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
ইউক্রেন থেকে গম নিয়ে “ম্যাগনাম ফরচুন” চট্টগ্রাম বন্দরে

আর্কাইভ