‘পুলিশ ও বিচারব্যবস্থার ওপর বিশ্বাস ছিলো’

Home Page » বিনোদন » ‘পুলিশ ও বিচারব্যবস্থার ওপর বিশ্বাস ছিলো’
বুধবার, ২৭ জুলাই ২০১৬



অবশেষে স্বস্তি ফিরে পেলেন ছোটপর্দার অভিনেত্রী মৌনিতা খান ঈশানা। প্রযোজক মারুফ খান প্রেমের দায়ের করা তথ্যপ্রযুক্তি আইনের মামলা থেকে অব্যাহতি পেয়েছেন তিনি। সোমবার (২৫ জুলাই) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক কে এম শামসুল আলম বাদীর নারাজি খারিজ করে ঈশানাকে অব্যাহতি প্রদান করেন।ওইদিন ঈশানার বিরুদ্ধে দায়ের করা মামলার চুড়ান্ত প্রতিবেদন গ্রহণ বিষয়ক শুনানির দিন ধার্য ছিলো। ট্রাইব্যুনালের বিচারক তার আদেশে উল্লেখ করেছেন, মামলাটি আমলে গ্রহণের উপযুক্ত উপাদান বিদ্যমান না থাকায় নারাজি আবেদন নামঞ্জুর করা হলো। পুলিশি রিপোর্ট গ্রহণ করে অভিযুক্তকে অব্যাহতি দেওয়া হলো।

সোমবার মামলার ধার্যকৃত তারিখে ঈশানা বাংলাদেশ সাইবার ট্রাইবুন্যাল ঢাকায় হাজিরা দেন।

এর আগে গত ৬ জুন ঢাকার সিএমএম আদালতে চুড়ান্ত প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্তকারী উত্তরা পশ্চিম থানার এস আই মো.নাসির উদ্দিন সরকার। প্রতিবেদনে মামলাটি সঠিক আইনে করা হয়নি এবং আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে অব্যাহতি দানের প্রার্থনা করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

মামলা থেকে অব্যাহতি পেয়ে ঈশানা বলছেন, ‘অনেক নাটক হলো, এখন শেষ। চুপ ছিলাম কারণ, বিশ্বাস ছিলো সময় জবাব দেবে। বিশ্বাস ছিলো আমার দেশের পুলিশ এবং বিচারব্যবস্থার ওপর।’

নিজের পরিবারের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে ঈশানা বলেন, ‘তারা না থাকলে হয়তো এতোদিনের এই মানসিক চাপ আর বৃদ্ধ বাবা-মায়ের কষ্ট নিতে না পেরে কিছু একটা খারাপ করলেও করে বসতে পারতাম!’

উল্লেখ্য, গত ৩ ফেব্রুয়ারি প্রযোজক মারুফ খান প্রেম মানহানির অভিযোগে ঢাকার সিএমএম আদালতে মামলাটি দায়ের করেছিলেন। প্রেমের অভিযোগ ছিলো, গত ৭ জানুয়ারি উত্তরার নীলাঞ্জনা শুটিংস্পটে ‘সহযাত্রী’ ধারাবাহিক নাটকের শুটিংয়ের সময় ঈশানা তার অনুপস্থিতিতে তাকে নিয়ে কটুক্তি করেন। এছাড়া ফেসবুকে তাকে নিয়ে মানহানিকর স্ট্যাটাসও দেন ঈশানা। বাদী অভিযোগ করেন, এতে তার মানহানি হয়েছে।

বাংলাদেশ সময়: ৭:০৪:৫১   ৩৬০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিনোদন’র আরও খবর


১৬ ব্যান্ডের সবচেয়ে বড় কনসার্ট আজ আর্মি স্টেডিয়ামে
এবার হিন্দি সিনেমার নায়িকা বাংলাদেশের জয়া আহসান
আজ আন্তর্জাতিক পুরুষ দিবস, —”পুরুষ ও ছেলেদের সাহায্য করো”
শুভ জন্মদিন সুরের পাখী রুনা লায়লা
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
রক্তাক্ত অমিতাভ বচ্চন হাসপাতালে
চঞ্চল,মেহজাবীন, তিশা, ফারিণ,পলাশ, শাহনাজ খুশি -সবাই গেলেন আমেরিকায়
দুই না তিন পুত্র সন্তানের বাবা শাকিব খান! সূত্রঃ জনকন্ঠ
শেখ হাসিনা বাংলাদেশে নারী ক্ষমতায়নের অগ্রদূত : স্পিকার ; ১০০০ নারী উদ্যোক্তা’র মধ্যে ৫ কোটি টাকার অনুদান প্রদান
বুবলীর সন্তানের বাবা শাকিব খান, বয়স আড়াই বছর

আর্কাইভ