দেশে আউটসোর্সিংয়ের বাজার ১৮ কোটি ডলার

Home Page » বিজ্ঞান-প্রযুক্তি » দেশে আউটসোর্সিংয়ের বাজার ১৮ কোটি ডলার
বুধবার, ২৭ জুলাই ২০১৬



দেশে আউটসোসিংয়ের বাজার সন্তোষজনক। বিজনেস প্রসেস আউটসোর্সিংয়ে (বিপিও) বাংলাদেশ সাফল্যের সাথে এগিয়ে যাচ্ছে। বর্তমানে এ ব্যবসায় দেশের বাজার মূল্য ১৮ কোটি ডলার।

আজ রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি ডিভিশনের সভাকক্ষে ‘বিপিও সম্মেলন ২০১৬’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

তিনি আরো বলেন, তথ্যপ্রযুক্তি খাতে কর্মসংস্থানের আশা দেখাচ্ছে বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও)। আগামী পাঁচ বছরে এই খাতে এক লাখ নতুন চাকরি তৈরি হবে।

পলক বলেন, পাশের দেশ ভারত, শ্রীলঙ্কা ও ফিলিপাইন বিপিও সেক্টরে সবচেয়ে ভাল করেছে। বিপিও সেক্টরে বিশ্বের ৬০০ বিলিয়ন ডলারের মধ্যে ভারত ১০০ বিলিয়ন, ফিলিপাইন ১৬ বিলিয়ন এবং শ্রীলঙ্কা ২ বিলিয়ন ডলার আয় করছে। আমাদের লক্ষ্য স্থানীয় বাজার সম্প্রসারণ করা ও বৈশ্বিক বাজারে প্রতিযোগিতার মাধ্যমে ২০২১ সালের মধ্যে এই খাত হতে ১ বিলিয়ন ডলার আয় করা।

তিনি আরো বলেন, বিশ্বের যে সকল দেশ বিপিও খাতে ভাল করছে তারা সবাই নিজেদের অভ্যন্তরীণ খাতের বিপিও শিল্পকে শক্তিশালী করছে। যেমন ভারতের এ বছরের লক্ষ্যমাত্রা ১২০ বিলিয়ন ডলারের মধ্যে ২০ বিলিয়ন ডলার আসবে অভ্যন্তরীণ বাজার থেকে। বিশ্ব বাণিজ্যে ভাল করার জন্য আমাদের অভ্যন্তরীণ মার্কেটও শক্তিশালী করতে হবে। আমাদের দেশের কল সেন্টারগুলো একটা বড় অংশই অভ্যন্তরীণ চাহিদা মেটাচ্ছে।

বিপিও সামিটের লক্ষ্য বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, এই সামিটের মাধ্যমে বিশ্বের কাছে বিপিও খাতে আমাদের সক্ষমতা ও দক্ষতার কথা তুলে ধরতে চাই। দেশের তরুণদের মাঝে এই সেক্টরকে কাজের সম্মানজনক ক্ষেত্র হিসেবে পরিচয় করিয়ে দেয়া এবং বিপিও সেক্টররে এগিয়ে যেতে পারলে ‘ভিশন ২০২১’ অর্জন সহজতর সম্ভব, সে বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করাও এই সম্মিলনের অন্যতম উদ্দেশ্য।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২৮-২৯ জুলাই দুইদিনব্যাপী বিপিও সামিট সম্মেলন অনুষ্ঠিত হবে। বুধবার সকাল ১০ টায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি-বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। এসময় উপস্থিত থাকবেন তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। দ্বিতীয় দিনে সামিটের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এছাড়াও সমাপনী দিনে দেশের সফল বিপিও খাতের উদ্যোক্তাদের পুরস্কৃত করা হবে।

দেশীয় ও আন্তর্জাতিক বাজারে বিজনেসপ্রসেস আউটসোর্সিং খাতের অবস্থানকে তুলে ধরতে এবং দেশে আউটসোর্সিং খাতে পর্যাপ্ত জনবল তৈরি করতে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে ‘বিপিও সম্মেলন ২০১৬’।সম্মেলনটি আয়োজন করছে সরকারের তথ্যও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, আইসিটি অধিদফতর এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং।

বাংলাদেশ সময়: ৭:০১:৩৮   ৩৫৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিজ্ঞান-প্রযুক্তি’র আরও খবর


ব্যবহৃত ল্যাপটপ ওয়ারেন্টিসহ বিক্রি করছে Device mama
ইতিহাসে প্রথম, ল্যাবে তৈরি রক্ত মানুষের দেহে !
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
যবিপ্রবির ৯ কর্মকর্তা-কর্মচারীর সনদ জাল- আইনি ব্যবস্থা গ্রহণ
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
মোবাইল ব্যাংকিং এখন গ্রাহক সংখ্যা ১৮ কোটি ছাড়িয়ে গেছে এবং দৈনিক লেনদেনও ৩ হাজার কোটি টাকা ছাড়িয়েছে
চাঁদের উদ্দেশে নাসার রকেট উড়াল দেবে
আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ছাড়বে রাশিয়া
“Whatsapp” এ কল রেকর্ড করবেন যেভাবে ?
তাইওয়ান সীমান্তে চীনা যুদ্ধবিমান; ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর

আর্কাইভ