‘২৩ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে আইসিটি সামগ্রী দেওয়া হয়েছে’

Home Page » জাতীয় » ‘২৩ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে আইসিটি সামগ্রী দেওয়া হয়েছে’
বুধবার, ২৭ জুলাই ২০১৬



'২৩ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে আইসিটি সামগ্রী দেওয়া হয়েছে'

বঙ্গ-নিউজ:  শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘এ পর্যন্ত ২৩ হাজার ৩৩১টি শিক্ষা প্রতিষ্ঠানে আইসিটি সামগ্রী সরবরাহ করা হয়েছে।’

তিনি মঙ্গলবার জাতীয় সংসদে ওয়ার্কার্স পার্টির সদস্য টিপু সুলতানের এক প্রশ্নের জবাবে আরো বলেন, ‘বিতরণকৃত আইসিটি সামগ্রীর মধ্যে রয়েছে ল্যাপটপ, মাল্টিমিডিয়া প্রজেক্টর, স্পিকার , ইন্টারনেট সংযোগসহ মডেম। আইসিটি ফর এডুকেশন ইন সেকেন্ডারি এন্ড হায়ার সেকেন্ডারি লেভেল প্রকল্পের মাধ্যমে ২৪ হাজার ১২২ জন শিক্ষককে মাল্টিমিডিয়া ক্লাসরুমের জন্য ডিজিটাল কনটেন্ট তৈরি বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।’

মন্ত্রী বলেন, ‘এ প্রকল্পের মাধ্যমে ৩১ হাজার ৩৪০টি শিক্ষা প্রতিষ্ঠানে (২৬,০০০টি বিদ্যুৎ সংযোগ সম্পন্ন ও ৫,৩৪০টি বিদ্যুৎবিহীন) মাল্টিমিডিয়া ক্লাসরুম প্রতিষ্ঠা করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে ল্যাপটপ, মাল্টিমিডিয়া প্রজেক্টর, স্পিকার, মডেম সরবরাহ করা হবে। একই সাথে মাল্টিমিডিয়া এবং আধুনিক প্রযুক্তি নির্ভর ক্লাস পরিচালনার জন্য বিভিন্ন পর্যায়ে ৫ লাখ ২০ হাজার ৮২০ জন শিক্ষককে প্রশিক্ষণ প্রদান করা হবে। ভবিষ্যতে সকল শিক্ষা প্রতিষ্ঠানে তথ্য প্রযুক্তি ও মাল্টিমিডিয়ার ব্যবহার সম্প্রসারিত করা হবে।’

এসময় শিক্ষামন্ত্রী বলেন, ইতোমধ্যে প্রায় ৯ লাখ ১৫ হাজার ৭৭৮ জন শিক্ষককে কম্পিউটার, ইংরেজি, গণিতসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। সেকেন্ডারি এডুকেশন সেক্টর ডেভেলপমেন্ট প্রজেক্ট (এসইএসডিপি) এর মাধ্যমে সৃজনশীল প্রশ্ন পদ্ধতির উপর ২০০৯-২০১৩ সময়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে সাধারণ ও মাদ্রাসা শিক্ষার ৪ লাখ ৫৩ হাজার ৮৬৩ জন শিক্ষক, কর্মকর্তাকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

বাংলাদেশ সময়: ৬:৫১:০৪   ৩৩৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ