কল্যাণপুরে পুলিশি অভিযানে নিহত ৯

Home Page » আজকের সকল পত্রিকা » কল্যাণপুরে পুলিশি অভিযানে নিহত ৯
বুধবার, ২৭ জুলাই ২০১৬



কল্যাণপুরে পুলিশি অভিযানে নিহত ৯

বঙ্গ-নিউজঃ রাজধানীর কল্যাণপুরে গতকাল মঙ্গলবার ভোর রাতে জাহাজ বিল্ডিংয়ের ৫ তলার ফ্যাটে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলিতে নয় জঙ্গি নিহত হয়েছে। গোলাগুলির সময় হাসান নামে এক জঙ্গিকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়েছে। অপর এক জঙ্গি পালিয়ে যাওয়ার কথা বলছে পুলিশ। অভিযানের বিষয়ে ঢাকার পুলিশ কমিশনার এটি পুলিশের ইতিহাসের অন্যতম সফল অভিযান দাবি করে বলেন, রাত ১২টা থেকে সকাল ৭টা পর্যন্ত অভিযানে মাত্র পুলিশের এক এসআই আহত হয়। এতে ফ্যাটের অন্যান্য বাসিন্দাসহ আর কেউ আহত হয়নি। পুলিশ কমিশনার নিহত জঙ্গিদের এখনো কোনো পরিচয় না পাওয়ার কথা বললেও তারা গুলশান- শোলাকিয়ায় হামলাকারী গ্রুপের উচ্চ শিক্ষিত বলে দাবি করেছেন। পুলিশ আইএসের পতাকা, পোশাকসহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের দাবি করেছে। : রাজধানীর কল্যাণপুরে জাহাজ বিল্ডিংয়ে পুলিশের ৭ ঘন্টা অভিযানে গোলাগুলির পর দুপুরে ডিএমপির মিডিয়া কার্যালয়ে অভিযানের বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান ডিএমপির কমিশনার আসাদুজ্জামান মিয়া। সংবাদ সম্মেলনে তিনি কল্যাণপুরের ৫ নম্বর সড়কের ৫৩/৩ নম্বর বাড়িতে রাতভর চলা অভিযানে ৯ জঙ্গির নিহত হওয়ার কথা বলেন। পুলিশ কমিশনার নিহত জঙ্গিদের এখনো কোনো পরিচয় না পাওয়ার কথা বললেও তারা গুলশান-শোলাকিয়ায় হামলাকারী গ্রুপের উচ্চ শিক্ষিত বলে দাবি করে বলেন, এখন পর্যন্ত প্রাথমিক তথ্যপ্রমাণ যা আমরা পেয়েছি, তাতে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে- গুলশান হামলায় যারা অংশগ্রহণ করেছিল, এরাও একই গ্রুপের সদস্য। গুলশানে জঙ্গিদের যেরকম ব্যাকপ্যাক পাওয়া গিয়েছিল সেগুলো এখানেও পাওয়া গেছে। “গুলশান হামলার মতো বড় ধরনের হামলার পরিকল্পনায় কল্যাণপুরে আস্তানা গেড়েছিল জঙ্গিরা। তারা গুলশান হামলায় জড়িত জঙ্গিগোষ্ঠী দলেরই সদস্য।” হামলার ধরন, হামলাকারীদের বয়স ও বেশভূষাসহ দুটি ঘটনার মধ্যে তুলনা করে ‘মোটামুটি মিল’ পাওয়া গেছে বলে জানান ডিএমপি কমিশনার। অভিযানের বিষয়ে তিনি বলেন, সোমবার মধ্যরাতের পর কল্যাণপুর গার্লস হাই স্কুলের পাশের ‘জাহাজ বিল্ডিং’ হিসেবে পরিচিত ‘তাজ মঞ্জিল’ নামের ওই ৬ তলা ভবন ঘেরাও করে ডিসি মিরপুরের মাসুদ আহমদের নেতৃত্বে ব্লক রেইড শুরু হলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দিকে বোমা ও গুলি ছোড়া হয়, তারাও পাল্টা গুলি ছোড়ে। রাতে পুলিশ বাড়িটি ঘিরে রেখে অভিযানের কৌশল নির্ধারণ করে আইজিপি ও ডিএমপির অনুমতি নিয়ে সকালে ডিএমপির বিশেষায়িত টিমের নেতৃত্বে অভিযান শুরু হয়। ভোর ৫টা ৫১ মিনিট থেকে শুরু করে সকাল ৬টা ৫১ মিনিট পর্যন্ত চলা এ অভিযানকে ইতিহাসের অন্যতম সফল অভিযান বলে চিহ্নিত করেছেন আছাদুজ্জামান। তিনি বলেন, সব জঙ্গি নিশ্চিহ্ন হয়েছে। শুধু একজন পুলিশ সামান্য আহত হয়েছে। নিহত ‘জঙ্গিদের’ নাম, পরিচয় ও ঠিকানা জানা যায়নি বলে জানান ডিএমপি কমিশনার। তাদের ছবি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে দেয়া হবে। সেখান থেকে পরিচয় খোঁজা হবে বলে তিনি জানান। আছাদুজ্জামান জানান, নিহত ‘জঙ্গিদের’ পরনে কালো পাঞ্জাবি ও জিনসের প্যান্ট ছিল। একজন বাদে সবাই কেডস পরে ছিল। ২০ জুন তারা কল্যাণপুরের বাসাটি ভাড়া নেয়। সোমবার রাতে তারা সেখানে নাশকতার উদ্দেশ্যে সমবেত হয়। তিনি বলেন, ‘জঙ্গিদের’ সবার বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে। হামলাকারীদের বয়স, পোশাক, চেহারা, অবয়ব, চালচলন, কথা বলার ধরন সবকিছু মিলে মনে হয়েছে তারা উচ্চবিত্ত শ্রেণির। প্রাথমিকভাবে যতটুকু তথ্য পাওয়া গেছে, তাতে মনে হয়েছে, তারা গুলশান হামলায় অংশগ্রহণকারীদের গ্রুপের। : পুলিশ কমিশনার বলেন, অভিযানের সময় ফ্যাট থেকে লাফ দিয়ে দুই সন্ত্রাসী টিন শেড দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে একজনকে আটক করা হয়। অপরজন পালিয়ে যায়। : আইএসের পতাকা-পোশাকসহ বিপুল অস্ত্র উদ্ধার : ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার জানান, ঘটনাস্থল থেকে ১৩টি তাজা গ্রেনেড (পরে নিষ্ক্রিয় করা হয়), চার থেকে পাঁচ কেজি জেল বিস্ফোরক, ১৯টি ডেটোনেটর, চারটি ৭.৬২ পিস্তল, সাতটি ম্যাগাজিন, ২২টি গুলি, একটি তলোয়ার, তিনটি কমান্ডো চাকু, ১২টি গেরিলা চাকু, ‘আল্লাহু আকবর’ লেখা দুটি কালো পতাকা উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে ঢাকা বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র পাওয়া গেছে কি না, তা জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, ‘অনেক আলামত পেয়েছি। তদন্ত চলছে। এখনই কিছু বলব না।’ : ডিএমপি কমিশনার বলেন, ‘বাংলাদেশের মাটিতে কোনো জঙ্গি তৎপরতা বরদাশত করা হবে না। জঙ্গিদের বিরুদ্ধে আমাদের অবস্থান “জিরো টলারেন্স”।’ সকাল ৭টার আগে সোয়াট বাহিনীর নেতৃত্বে পরিচালিত ‘অপারেশন স্টর্ম-২৬’ নামে এক ঘণ্টার ওই অভিযান শেষে ভবনটিতে নয় জনের লাশ পাওয়ার কথা জানায় পুলিশ। গুলিবিদ্ধ একজনকে নেয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। অভিযান শুরুর পরে প্রথমে মাইকে জঙ্গিদের আত্মসমর্পণ করতে বলা হয়েছিল জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, তাদের কথাবার্তা শুনে এবং চেহারা ও বেশভূষা দেখে উচ্চ শিতি বলে মনে হয়েছে। নিহতরা গত ২০ জুন কল্যাণপুরের ওই ভবনের পঞ্চম তলা ভাড়া নিয়েছিলেন জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, “তাদের ব্যাপারে কোনো তথ্যাদি না রাখায় বাড়িওয়ালাকে গ্রেফতার করা হয়েছে।” : সকালে অভিযান কার্যক্রম দেখতে গিয়ে পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক বলেছেন, ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে। হতাহতরা সবাই নিষিদ্ধ জঙ্গি দল জেএমবির সদস্য বলে প্রাথমিকভাবে তারা ধারণা করছেন। সকালে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইজিপি বলেন, জঙ্গিবিরোধী অভিযানে ওই বাসায় তল্লাশি করতে গেলে পুলিশের দিকে গ্রেনেড ছোড়া হয়। সেখানে জঙ্গি আছে ধারণা করে বিষয়টি তাৎণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপকে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। কিছু সময় পর পুলিশ পুরো বাসাটি কর্ডন করে ফেলে যেন জঙ্গিরা পালিয়ে যেতে না পারে। এরপর পুলিশের বিশেষায়িত টিম সোয়াট ও বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ঘটনাস্থলে যায় ও রেকি করে। “ভোর ৫টা ৫১ মিনিটে পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে। : জঙ্গিরা আইএসের কালো পোশাক পরিহিত : অভিযানের সময় জঙ্গিরা ফ্যাটের দরজা খুলে গুলি করতে করতে পালানোর চেষ্টা করে। তাদের পরনে কালো রঙের জঙ্গি পোশাক ছিল, মাথায় ছিল পাগড়ি; সঙ্গে ছিল ব্যাগপ্যাক ও জিন্সের প্যান্ট এবং কেডস পরা ছিল। ব্যাগগুলো তল্লাশি করলে ‘নিশ্চয়ই কিছু পাওয়া যাবে’ বলে আইজিপি শহীদুল হকের ধারণা। তিনি বলেন, ‘গুলশানে জেএমবির যে গ্রুপটি হামলা চালিয়েছিল, এরা সে গ্রুপেরই কেউ। আমাদের ধারণা তারা জেএমবির সদস্য, তবে ওরা নিজেদের আইএস বলে দাবি করে। আইএসের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি।’ : কল্যাণপুরের ৫ নম্বর সড়কের গার্লস হাই স্কুলের পাশে তাজ মঞ্জিল নামের ছয় তলা ওই ভবনকে স্থানীয়রা চেনেন ‘জাহাজ বিল্ডিং’ নামে, যেখানে বেশিরভাগ ফ্যাট মেস হিসেবে ভাড়া দেয়া হয়েছে। ভবনের পঞ্চম তলায় জঙ্গিরা আস্তানা গেড়েছিল বলে পুলিশের তথ্য। র‌্যাব ও পুলিশের প্রায় এক হাজার সদস্য অভিযানে অংশ নেন। সোমবার রাত সাড়ে ১১টা থেকে ভবন ও তার আশেপাশের এলাকা ঘিরে রাখে পুলিশ। গতকাল মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে এই অভিযান শুরু হয়। ওই ভবনে ১১ জন জঙ্গি ছিল। এর মধ্যে সোমবার রাতে ভবনে ঢোকার সময় পুলিশের গুলিতে আহত এক জঙ্গিকে আটক করা হয়। আর একজন পালিয়ে গেছে বলে পুলিশ জানিয়েছে। : কল্যাণপুরের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ : রাজধানীর কল্যাণপুরে পাঁচ নম্বর সড়কের একটি বাসায় গতকাল সকালে ‘জঙ্গি আস্তানায়’ পুলিশের অভিযানে ৯ জন নিহতের ঘটনার পর ওই সড়কের আশপাশের ৮-১০টি সরকারি-বেসরকারি শিা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে। স্কুলের শিক ও প্রশাসনিক কর্মকর্তারা বলছেন, শিার্থীদের নিরাপত্তা ও যাতায়াতের অসুবিধার কথা ভেবে স্কুলগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। ভোর ৫টা ৫১ মিনিট থেকে ৬টা ৫১ মিনিট পর্যন্ত কল্যাণপুরের পাঁচ নম্বর সড়কের জাহাজ বিল্ডিং নামের একটি ছয়তলা ভবনে আইনশৃঙ্খলা রাকারী বাহিনীর অভিযান চলে। বন্ধঘোষিত স্কুলগুলোর মধ্যে রয়েছে কল্যাণপুর গার্লস হাইস্কুল, বীন কেজি স্কুল, শিশু কল্যাণ স্কুল, হলি ক্রিসেন্ট স্কুল, ছয় নম্বর সড়কের কল্যাণপুর ল্যাবরেটরি হাইস্কুল প্রভৃতি। ঘটনাস্থল থেকে দূরে অবস্থিত কল্যাণপুরের স্কুলগুলো খোলা রাখা হয়েছে। : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার শেখ মারুফ হাসান ঘটনাস্থলে সাংবাদিকদের জানান, সোমবার মধ্যরাতের পর পুলিশ ও র‌্যাবের প্রাথমিক অভিযান শুরু হয়। পরে সোয়াট বাহিনীর নেতৃত্বে ‘অপারেশন স্টর্ম টোয়েন্টি সিক্স’ নামে মূল অভিযান চলে ভোর ৫টা ৫১ মিনিট থেকে এক ঘণ্টা। অভিযানের পর গতকাল মঙ্গলবার ভোরে সেখানে নয়জনের লাশ পাওয়া যায় বলে শেখ মারুফ হাসান জানান। তাৎণিকভাবে নিহত নয় জনের পরিচয় জানা না গেলেও ওই ভবন থেকে জিহাদি বই, বোমা ও অস্ত্র উদ্ধারের কথা জানিয়েছেন তিনি। : ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার মো. ছানোয়ার হোসেন বলেন, ‘যারা নিহত হয়েছেন, তাদের পরনে কালো পাঞ্জাবি ছিল। ওই বাসা থেকে আরও বেশ কিছু নতুন কালো পাঞ্জাবি ও কালো পতাকা উদ্ধার করা হয়েছে। ওই ফ্যাটে একটি গ্রেনেড ও একটি পিস্তল পাওয়া গেছে।’ গুলশানে জঙ্গি হামলার আগে পাঁচ জঙ্গি অস্ত্র হাতে কালো পাঞ্জাবি পরে আইএসের কালো পতাকার সামনে দাঁড়িয়ে ছবি তোলে, যা পরে আইএস প্রকাশ করে। : মিরপুর থানার ওসি ভূইয়া মাহবুব হোসেন জানান, রাত সাড়ে ১২টার দিকে জঙ্গিবিরোধী ওই অভিযান শুরুর ঘণ্টা দেড়েক পর রাত ২টার দিকে শীর্ষ কর্মকর্তাদের ডেকে ওই সড়কে আরও পুলিশ মোতায়েন করতে বলা হয়। অভিযানের শুরুতে পুলিশ চারদিক থেকে ঘেরাও করে ওই ভবনে ঢোকার চেষ্টা করলে পাঁচ তলার আস্তানা থেকে কয়েকজন জঙ্গি নেমে এসে ‘আল্লাহু আকবার’ ধ্বনি দিয়ে গুলি ছুড়তে শুরু করে বলে জানান ওসি। এ সময় পুলিশের সঙ্গে গোলাগুলির মধ্যে এক জঙ্গি আহত হয়। হাসান নামের ওই তরুণকে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। : লাশ ময়না তদন্তের জন্য মর্গে : এদিকে রাজধানীর কল্যাণপুরের জঙ্গি আস্তানায় নিহতদের লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল ৪টার দিকে তাদের লাশ চারটি অ্যাম্বুলেন্সযোগে ময়না তদন্তের জন্য মর্গে নেয়া হয়। সেখানে সকাল থেকেই চারটি অ্যাম্বুলেন্স অপো করছিল। বিকালে প্রথম অ্যাম্বুলেন্সে চারটি লাশ তোলা হয়। এরপর দ্বিতীয় অ্যাম্বুলেন্সে আরো দুটি লাশ তোলা হয়। আর তৃতীয় অ্যাম্বুলেন্সে তিনটিসহ মোট ৯টি লাশ ঢামেকে নেয়া হয়। : নিহত জঙ্গিদের ছবি প্রকাশ : রাজধানীর কল্যাণপুরে যৌথ বাহিনীর হামলায় নিহত নয় জঙ্গির ছবি প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে তাদের পূর্ণাঙ্গ নাম ও ঠিকানা জানাতে আহ্বান জানানো হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডিএমপির ফেসবুক পেজে এসব ছবি প্রকাশ করা হয়। ডিএমপির ফেসবুক পেজে বলা হয়েছে, ‘ছবিতে প্রদর্শিত আজ ২৬-৭-২০১৬ তারিখে রাজধানীর কল্যাণপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সঙ্গে গুলি বিনিময়কালে নিহত জঙ্গি/সন্ত্রাসীদের পূর্ণাঙ্গ নাম ও ঠিকানা জানা থাকলে এই পেজের ইনবক্সে প্রদান করুন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ জঙ্গি ও সন্ত্রাস প্রতিরোধে আপনার সর্বাত্মক সহযোগিতা কামনা করছে।’ পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার ভোরে কল্যাণপুরে জঙ্গি আস্তানায় অপারেশন টোয়েন্টি সিক্স পরিচালনা করে যৌথ বাহিনী। এতে নয় জঙ্গি নিহত হয়। রাকিবুল হাসান রিগ্যান নামের এক জঙ্গি আহত হয়। তাকে আটক করা হয়েছে। আটক জঙ্গি রাকিবুল হাসানের কাছ থেকে আটজনের নাম জেনেছে পুলিশ। তারা হলো- রবিন, ইমরান, অভি, আতিক, সোহান, ইকবাল, সাব্বির ও তাপস। আরেকজনের নাম জানা যায়নি। : আলোচিত ওই ভবনের ছয় তলার বাসিন্দা আল্লামা ইকবাল অনিক জানান, ভবনের প্রতিটি তলায় চারটি করে ফ্যাট। বেশিরভাগ ফ্যাট ‘ব্যাচেলরদের’ ভাড়া দেয়া, বাড়িওয়ালার পরিবার থাকে দোতলায়। মিরপুর থানার এস আই মিজানুর রহমান জানান, গত ২০ জুন সাতজন থাকার কথা বলে ওই বাসা ভাড়া নেয়া হয়েছিল। বাড়ির মালিকের নাম আতাহার উদ্দিন আহমেদ, তবে দেখভাল করেন তার আত্মীয়রা। পঞ্চম তলার ভাড়াটিয়াদের ব্যক্তিগত তথ্য তাদের হাতে নেই। নিহতদের মধ্যে সাতজনের লাশ পাওয়া গেছে পঞ্চম তলার করিডোরে, দুজনের লাশ ছিল দুটি ক।ে সকালে ওই বাড়ির সামনে গিয়ে দেখা যায়, পুরো এলাকা ঘিরে রেখেছে পুলিশ, দোকানপাট বন্ধ। ওই বাড়িতে কাউকে প্রবেশ করতে বা বের হতে দেয়া হচ্ছে না। : কল্যাণপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক আকবর আলী জানান, উদ্ভূত পরিস্থিতিতে তারা মঙ্গলবারের অর্ধবার্ষিক পরীা ও প্রাক নির্বাচনি পরীা স্থগিত করেছেন। নিরাপত্তার কথা বিবেচনা করে আশপাশের আরও কয়েকটি স্কুলে একদিনের ছুটি ঘোষণা করা হয়েছে বলে স্থানীয়রা জানান। : ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের অতিরিক্ত উপ- কমিশনার মো. ছানোয়ার হোসেন বলেন, যারা নিহত হয়েছেন, তাদের পরনে কালো পাঞ্জাবি ছিল। ওই বাসা থেকে আরও বেশ কিছু নতুন কালো পাঞ্জাবি ও কালো পতাকা উদ্ধার করা হয়েছে। ওই ফ্যাটে একটি গ্রেনেড ও একটি পিস্তল পাওয়া গেছে। অভিযানের শুরুতে পুলিশ চারদিক থেকে ঘেরাও করে ওই ভবনে ঢোকার চেষ্টা করলে পাঁচ তলার আস্তানা থেকে কয়েকজন জঙ্গি নেমে এসে ‘আল্লাহু আকবার’ ধ্বনি দিয়ে গুলি ছুড়তে শুরু করে বলে জানান তিনি। এ সময় পুলিশের সঙ্গে গোলাগুলির মধ্যে এক জঙ্গি আহত হয়। হাসান নামের ওই তরুণকে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। : প্রত্যক্ষদর্শীদের বর্ণনা : প্রতি রাতের মতো সোমবার রাতেও কল্যাণপুরে একটি বাডির সামনে পাহারায় ছিলেন নিরাপত্তা কর্মী আবুল কাশেম। সোমবার রাতে একসাথে অনেক পুলিশের উপস্থিতি ল্য করেন তিনি। বিষয়টি তার কাছে স্বাভাবিক মনে হয়নি। এক পর্যায়ে তিনি বুঝতে পারেন, বিশেষ কোনো অভিযান পরিচালনা করার জন্য পুলিশ এসেছে। তাদের ল্য ছিল খুব কাছেই ‘জাহাজ বাড়ী’। আবুল কাশেম নামের একজন নিরাপত্তা কর্মী ঘটনাটি অনেক কাছ থেকে দেখেছেন। তিনি যে বাড়িতে থাকেন সেখান থেকে কয়েকটি বাড়ি পরেই ‘জঙ্গি আস্তানা’। সে বাড়িটির নাম ‘জাহাজ বাড়ি। ছয় তলা সে বাড়িতে অনেক ছাত্র এবং চাকরিজীবী মেস ভাড়া করে সেখানে থাকেন বলে জানা গেছে। এই বাড়িটি এলাকার অনেকের কাছেই পরিচিত। কারণ বাড়িটি দেখতে অনেকটা জাহাজের মতো। রাত দশটা থেকে সাড়ে দশটার মধ্যে আবুল কাশেম হঠাৎ বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি ল্য করেন। তখন তিনি বুঝতে পারেন পুলিশ হযতো কোনো অভিযান পরিচালনা করছে। : কিন্তু সেটি যে জঙ্গি বিরোধী অভিযান, তা বুঝতে পারেননি মি: কাশেম। এ সময় তিনি কয়েকজন ছেলেকে ব্যাগ কাঁধে নিয়ে পালিয়ে যেতে দেখেন। মি: কাশেম বলেন, “হঠাৎ দেখি ভারি একটা ব্যাগ নিয়া এক ছেলে আমার সামনে এসে উদভ্রান্তের মতো আচরণ করতে লাগল।” নিরাপত্তা কর্মী মি: কাশেম ছেলেটিকে জিজ্ঞেস করলেন, “ভাই, আপনি কী করেন?” ছেলেটি তখন উত্তর দিয়েছে, “কাগজ কুড়াই।” তখন নিরাপত্তা কর্মী বুঝতে পেরেছেন, ব্যাগের মধ্যে সন্দেহজনক কিছু আছে। কারণ সে তরুণের চেহারা এবং পোশাকের সাথে ‘কাগজ কুড়ানোর’ দাবি সামঞ্জস্যপূর্ণ মনে হয়নি মি: কাশেমের। তিনি বলেছেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে কিছু তরুণ সেখান থেকে পালিয়ে যাবার চেষ্টা করে। বাদল নামের আরেকজন স্থানীয় বাসিন্দা বলেন, পুলিশ আসার পরে কিছু তরুণকে তিনি সে বাড়ি থেকে পালিয়ে যেতে দেখেছেন। যারা পালিয়ে যাবার চেষ্টা করছিলে তাদের পরনে প্যান্ট ও টি-শার্ট ছিল। : মি: বাদল বলেন, “এ সময় ভেতর থেকে অনেকে এক সাথে আল্লাহু আকবর বলছিল। আমরা সে শব্দ শুনতে পাচ্ছিলাম।” তার বর্ণনায় সারারাত ‘টুকটাক গোলাগুলি’ হলেও ভোর পাঁচটা থেকে ব্যাপক গোলাগুলির শব্দ পাওয়া যায়। ভোরের দিকে তীব্র গুলির শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। এ সময় ‘জাহাজ বাড়ি’ থেকেও গুলি করে প্রতিরোধের চেষ্টা হয়েছে, বলেন মি: বাদল। কল্যাণপুর এলাকার অধিকাংশ বাড়ি একটির সাথে আরেকটি প্রায় জড়ানো অবস্থায়। ঢাকা শহরের বহু এলাকার মতো কল্যাণপুর এলাকাটিও বেশ ঘিঞ্জি। : প্রত্যদর্শীদের বর্ণনায় পুলিশি অভিযানের সময় ‘জাহাজ বাড়ি’ থেকে অনেককে পালিয়ে যেতে দেখা যায়। তাদের অনেকে একটি বাড়ির ছাদ থেকে আরেকটি বাড়ির ছাদে লাফিয়ে পালিয়ে গেছে বলে তাদের মনে হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কল্যাণপুরের আরেকজন বাসিন্দা জানান, সকাল ছয়টার দিকে তার এক প্রতিবেশী টেলিফোন করে তাকে পুলিশি অভিযানের কথা জানান। ঘুম থেকে ওঠার কিছুণ পরে আনুমানিক ভোর ছয়টার দিকে তিনি দুই দফায় ‘বৃষ্টির মতো’ গুলির শব্দ শুনেছেন। : গুলিবিদ্ধ হাসান এক বছর ধরে নিখোঁজ : ঢাকা মেডিকেলের নিবন্ধন খাতায় হাসানের বাবার নাম লেখা হয়েছে রেজাউল করিম। বাড়ি বগুড়ার জামিল নগরে। তার পায়ে গুলি, মাথায় জখমের চিহ্ন থাকার কথা নিবন্ধন খাতায় লেখা রয়েছে। পুলিশের দাবি, হাসান একজন জঙ্গি। তাকে আটক করা হয়েছে। আটক হাসানের প্রকৃত নাম রাকিবুল হাসান ওরফে রিগ্যান। তার বাড়ি বগুড়া শহরের সরকারি আযিযুল হক কলেজ সংলগ্ন জামিলনগরে। তিনি এক বছর ধরে নিখোঁজ ছিলেন। : বগুড়ায় হাসানের বাড়িতে গিয়ে জানা গেছে, রাকিবুল হাসান ওরফে রিগ্যানের বাবা রেজাউল করিম মারা গেছেন। তার মা রোকেয়া আক্তার নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জ্যেষ্ঠ নার্স। তার এক বোন আছে। : মায়ের ভাষ্য, ছেলে ২০১৩ সালে করতোয়া মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পাস করেছে। সরকারি শাহ সুলতান কলেজ থেকে এইচএসসি পাস করেছে ২০১৫ সালে। এরপর মেডিকেল কলেজে ভর্তির জন্য বগুড়া শহরে রেটিনা কোচিং সেন্টারে তাকে ভর্তি করা হয়। গত বছরের জুলাইয়ে ছেলে নিখোঁজ হয় দাবি করে মা জানান, বগুড়া সদর থানায় তখনই তিনি সাধারণ ডায়েরি (জিডি) করেন। মায়ের দাবি, ছেলের সঙ্গে এক বছর ধরে কোনো যোগাযোগ নেই তার। প্রতিবেশী রেজা ও শাহাদাত হোসেন নামের দুজন বলেন, তারা এই ছেলেকে বছর খানেক ধরে দেখেননি। : বাড়ির মালিকের স্ত্রী-পুত্রসহ ৭ জন আটক : রাজধানীর কল্যাণপুরে জঙ্গি আস্তানা সন্দেহে একটি ভবনের পঞ্চম তলায় অভিযানের পর ওই ভবনের ষষ্ঠ তলায় ভাড়া থাকা সাতজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নিয়ে গেছে বলে দাবি করেছেন স্বজনেরা। তাদের দাবি, এই সাতজনকে মিরপুর মডেল থানায় নিয়ে যাওয়া হয়েছে। তারা ভবনের ছয়তলায় থাকতেন। তবে এ ঘটনায় পুলিশের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। এই সাতজনের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন আবু সায়েম আশিক, আল্লামা ইকবাল অনিক, শাহাবুল ও কামরুল। কামরুলের বড় ভাই কাইয়ুম বলেন, দুপুর ১২টা পর্যন্ত কামরুলের সঙ্গে মোবাইলে যোগাযোগ হয়েছে। এরপর থেকে মোবাইল বন্ধ পাওয়া যাচ্ছে। এছাড়াও রাজধানীর কল্যাণপুরের জঙ্গি আস্তানার ৫ নম্বর সড়কের ‘জাহাজ বিল্ডিং’-এর মালিকের স্ত্রী মমতাজ পারভীন ও তার ছেলে মাজহারুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের উপ-কমিশনার মাসুদ আহমদ এ তথ্য সাংবাদিকদের জানিয়েছেন। ভাড়াটিয়াদের সম্পর্কে তথ্য না নেয়া ও পুলিশের কাছে তথ্য গোপন রাখার কারণে ৫৪ ধারায় তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে বলে জানান তিনি। : পুলিশ জানিয়েছে, বাড়ির মালিক আতাহার উদ্দিন আহমেদ প্রবাসী। তার স্ত্রী ও সন্তান বাড়ির দোতলায় বসবাস করেন। গ্রেফতারকৃত দুজনকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান তিনি। : : : : :

বাংলাদেশ সময়: ৬:৩৪:২৭   ৪২৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ