জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিন, সাংসদদের প্রধানমন্ত্রী

Home Page » প্রথমপাতা » জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিন, সাংসদদের প্রধানমন্ত্রী
বুধবার, ২৭ জুলাই ২০১৬



sheikh-hasina-in-a-press-meet.jpgবঙ্গ-নিউজ:দলীয় সাংসদদের পরবর্তী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংসদের চলতি অধিবেশন শেষে প্রধানমন্ত্রী সাংসদদের নিজ নিজ এলাকায় গিয়ে সকল উন্নয়নমূলক কাজ শেষ করার এবং পরবর্তী নির্বাচনের জন্য প্রস্তুত হতে বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘চলতি সংসদের মেয়াদ পাঁচ বছর। এর মধ্যে আড়াই বছর চলে গেছে। মেয়াদ শেষ হওয়ার তিন মাস আগেই নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু হবে।’

এ সময় প্রধানমন্ত্রী দলীয় সাংসদদের এলাকায় সাধারণ মানুষকে সন্ত্রাসের বিরুদ্ধে সচেতন করে তোলার এবং এলাকায় সন্ত্রাস বিরোধী তৎপরতার জন্য গঠিত কমিটি সক্রিয় রাখার নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রী সাংসদদের উদ্দেশ্য করে বলেন, ‘নিজ নিজ এলাকায় গিয়ে সরকারের উন্নয়ের কথা মানুষকে বলতে হবে। আওয়ামী লীগ সরকারের আগে দেশের অবস্থা কী ছিলো এবং পরে কেমন হয়েছে, সে বিষয়ে জনগণকে সচেতন করতে হবে।’

প্রধানমন্ত্রী আরো বলেন, ‘উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে মানুষকে সবার আগে নিরাপত্তা দিতে হবে। শান্তি নিশ্চিত করতে হবে।’ এ সময় প্রধানমন্ত্রী সাংসদদের সাধারণ মানুষের সঙ্গে আরো সম্পৃক্ত হওয়ার পরামর্শ দেন।

প্রধানমন্ত্রী দলীয় সাংসদের এলাকায় গিয়ে সঠিক ইসলাম প্রচারের নির্দেশ দেন। তিনি বলেন, ‘জনগণকে সঠিক ইসলামের শিক্ষা দিন। জঙ্গিবাদ বৈশ্বিক সমস্যা। অন্য দেশ এই সমস্যা মোকাবেলা করতে না পারলেও আমরা পারবো। কারণ আমাদের শক্তিশালী সংগঠন আছে।’

এ সময় তিনি আরো বলেন, ‘ইসলামি ফাউন্ডেশনের জঙ্গিবাদ বিরোধী নির্দেশনা এবং জঙ্গিবাদ বিরোধী এক লাখ আলেমের ফতোয়া দেশজুড়ে প্রচার করতে হবে। জঙ্গিবাদ কোনো সঙ্কট নয়। আমরা এর মোকাবেলা করবো। এর আগেও আমরা এ ধরনের সমস্যা মোকাবেলা করেছি।’

বাংলাদেশ সময়: ০:১৬:৫১   ৪১৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ