৬৮ জন নিখোঁজ সংশোধিত’ তালিকা দিল র‍্যাব

Home Page » প্রথমপাতা » ৬৮ জন নিখোঁজ সংশোধিত’ তালিকা দিল র‍্যাব
সোমবার, ২৫ জুলাই ২০১৬



160704031902_dhaka_holey_artisen_aftermath_640x360_getty_nocredit.jpg  বঙ্গ-নিউজ: হোলি আর্টিজানে হামলার পরই নিখোজ তরুণদের ব্যাপারটি সবার নজরে আসে
বাংলাদেশে পুলিশের বিশেষ বাহিনী- র‍্যাব তাদের দেয়া নিখোঁজদের তালিকা নিয়ে সমালোচনার মুখে বাহিনীটি এখন সেটা সংশোধন করে ৬৮ জনের একটি নতুন তালিকা প্রকাশ করেছে।
গত ২০শে জুলাই প্রকাশিত ওই তালিকায় ২৬১ জনের নাম প্রকাশ করা হয়েছিলো। কিন্তু তালিকাটি নিয়ে সমালোচনা হয়, কারণ এই নিখোঁজদের অর্ধেকেরও বেশি ব্যক্তিগত ও পারিবারিক বিভিন্ন কারণে বাড়ি থেকে পালিয়েছিল, এবং তারা আবার বাড়িতে ফিরে এসেছে।
র‍্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান বিবিসি বাংলাকে বলেছেন, প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে এই নতুন তালিকা র‍্যাবের মিডিয়া সেলের ফেসবুক পাতায় দেয়া হয়েছে।
তবে নিখোঁজ এই ব্যক্তিদের জঙ্গী সংশ্লিষ্টতার কোন তথ্য পেয়েছেন কিনা - এ প্রশ্নে মি. খান বলেন, তারা এ ধরণের ইঙ্গিত কখনোই করেন নি, শুধু মাত্র তারা নিখোঁজ থাকার কথাই বলেছেন।
র‍্যাবের কর্মকর্তারা বলছেন, পুলিশের কাছে জিডি এবং তথ্যের ভিত্তিতে ২৬১ জনের প্রথম তালিকাটি প্রকাশ করা হয়েছিল। এদের বয়স ছিল ১৫ থেকে ৪০এর মধ্যে।
গুলশানের হোলি আর্টিজান রেস্তোরাঁ এবং শোলাকিয়ায় ঈদের দিন সকালে জঙ্গী হামলার পর যখন জানা যায় যে ওই ঘটনার বেশ আগে থেকেই হামলাকারীরা নিখোঁজ ছিলেন এবং অনেক পরিবারেই তরুণ সদস্যদের আকস্মিকভাবে নিখোঁজ হয়ে যাবার ঘটনা ঘটেছে - তখনই নিখোঁজদের ব্যাপারে দেশ জুড়ে সবার আগ্রহ তৈরি হয়।নিখোজদের সম্পর্কে তথ্য পেতে তালিকা ছাড়া হয় বাংলাদেশে
এই নিখোঁজ তরুণরা জিহাদি তৎপরতায় জড়িত হয়ে থাকতে পারে - এই আশংকা দেখা দেয় অনেকের মনেই।
তবে নিখোঁজদের তালিকা প্রকাশের পর অনেকে পরিবারের কাছে ফিরে এসেছেন এমন তথ্য পাবার কথা বলেছে র‍্যাব।
দুটি পরিবারের সাথে কথা হয়েছে যাদের ছেলেরা সম্পূর্ণ অন্য কারণে নিখোঁজ হয়েছিল।
তালিকায় থাকা এমন দুজন হচ্ছে চাপাই নবাবগঞ্জের মোস্তফা কামাল আর মোহাম্মদ সুমন।
এদের একজন অপহৃত হয় গরুর হাট থেকে, অপর জন বাবার সাথে ঝগড়ার পর বাড়ি ছেড়ে চলে যায়। তাদের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের সন্ধান পাবার কথা ইতিমধ্যে পুলিশকে জানানো হয়েছে।

160719194107_bd_missing_rab_640x360_rab_nocredit.jpg
নিখোঁজদের তালিকা
কামরুজ্জামান তুহিন নামে আরেকজনের নাম দক্ষিণপশ্চিমাঞ্চলীয় যশোরের নিখোঁজ সন্দেহভাজন জঙ্গী তালিকায় ছিল, কিন্তু সে একদিন আগেই নববিবাহিত স্ত্রী নিয়ে পরিবারের কাছে ফিরে এসেছে। বিবিসি বাংলাকে একথা জানিয়েছেন তার ভাই।
তুহিনকে এখন পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।
মানবাধিকার সংগঠনগুলো বলছে, ভালোভাবে যাচাইবাছাই না করেই জঙ্গী সংশ্লিষ্টতার তালিকায় অনেকের নাম উঠিয়ে দেয়া হয়েছে।
পুলিশ এ নিয়ে মন্তব্য করতে রাজী হয় নি, তবে সাবেক একজন পুলিশ কর্মকর্তা নূরুল হুদা বলেছেন, তাড়াহুড়ো করে কাজ করার কারণে এধরণের ভুল হয়ে থাকতে পারে।

বাংলাদেশ সময়: ২৩:৩১:৩৬   ৩৩৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ