বিজ্ঞাপন ব্যবস্থায় পরিবর্তন আনছে গুগল

Home Page » বিজ্ঞান-প্রযুক্তি » বিজ্ঞাপন ব্যবস্থায় পরিবর্তন আনছে গুগল
সোমবার, ২৫ জুলাই ২০১৬



বিশ্বের জনপ্রিয় সার্চ জায়ান্ট গুগল স্মার্টফোন ও ট্যাবলেটের জন্য নতুন বিজ্ঞাপনব্যবস্থা চালু করার পরিকল্পনা করছে। নতুন বিজ্ঞাপন আগের চেয়ে কম সময়েই লোড হবে। এ প্রকল্পটি সফল হলে বিজ্ঞাপনের কারণে মোবাইলের প্রসেসরের ওপর তুলনামূলক কম চাপ পড়বে, ফলে ব্যাটারির আয়ু দীর্ঘতর হবে। এ ছাড়া বিদ্যুৎসাশ্রয়ী এমন বিজ্ঞাপন সংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষাও চালাচ্ছে গুগল। যদিও এই পদ্ধতি এখনো পরীক্ষাধীন রয়েছে। গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এ৪এ বিজ্ঞাপনগুলো ব্যবহারকারীদের আচরণ অনুসারে বিজ্ঞাপন দেখানোর জন্য জাভাস্ক্রিপ্টের বদলে অ্যাকসেলারেটেড মোবাইল পেইজেসের (অ্যাম্প) নিজস্ব অ্যাকটিভিটি মেজারমেন্ট টুল ব্যবহার করা হবে।

ফলে সাধারণ এইচটিএমএল কোডে লেখা বিজ্ঞাপনের চেয়ে তা ১০ গুণ দ্রুত লোড হবে। বর্তমানে বিবিসি, ওয়ালস্ট্রিট জার্নালসহ আরো বহু সংবাদমাধ্যম খবর লোড হওয়ার প্রক্রিয়া দ্রুততর করতে এ পদ্ধতি ব্যবহার করছে। এ প্রকল্পের প্রযুক্তিবিষয়ক প্রধান মাল্টে উবল জানিয়েছেন, অ্যাম্প শুধু স্ক্রিনে থাকা বিষয়গুলোকেই অ্যানিমেট করে। এ প্রযুক্তিটি নতুন ও বিশেষ কাজের জন্যই তৈরি হওয়ায় এটি কোথায় অ্যানিমেশনের প্রয়োজনীয়তা রয়েছে তা চিহ্নিত করতে এবং সিপিইউ ও ব্যাটারির ওপর চাপ কমাতে সক্ষম হবে। একইভাবে, অ্যাম্প যদি ফ্রেইম রেইট স্থিতিশীল রাখতে ব্যর্থ হয়, তবে তা অ্যানিমেশন বন্ধ করে দেবে। ফলে প্রত্যেক ডিভাইসের সাধ্যমতো ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে।
এ প্রকল্পের অধীন পেইজগুলোতে দেখা গেছে, সাধারণ বিজ্ঞাপন চালু থাকলেও তা মূল কনটেন্টের পর লোড হচ্ছে এবং এতে অ্যানিমেশনগুলো প্রায়ই স্বাভাবিকের চেয়ে কম গতিতে চলছে। এ পদ্ধতিটি কার্যকর হলে তা ব্যবহারকারীদের কাছে অ্যাড ব্লকারের আবেদন কমাতে এবং তুলনামূলক বেশি আর্টিকল লোডের মাধ্যমে বেশি বিজ্ঞাপন দেখাতে সহায়ক হবে।

বাংলাদেশ সময়: ৭:৪৮:৫১   ৩৮১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিজ্ঞান-প্রযুক্তি’র আরও খবর


ব্যবহৃত ল্যাপটপ ওয়ারেন্টিসহ বিক্রি করছে Device mama
ইতিহাসে প্রথম, ল্যাবে তৈরি রক্ত মানুষের দেহে !
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
যবিপ্রবির ৯ কর্মকর্তা-কর্মচারীর সনদ জাল- আইনি ব্যবস্থা গ্রহণ
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
মোবাইল ব্যাংকিং এখন গ্রাহক সংখ্যা ১৮ কোটি ছাড়িয়ে গেছে এবং দৈনিক লেনদেনও ৩ হাজার কোটি টাকা ছাড়িয়েছে
চাঁদের উদ্দেশে নাসার রকেট উড়াল দেবে
আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ছাড়বে রাশিয়া
“Whatsapp” এ কল রেকর্ড করবেন যেভাবে ?
তাইওয়ান সীমান্তে চীনা যুদ্ধবিমান; ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর

আর্কাইভ