প্রিমিয়ার লিগের ইতিহাসে নিজেদের তৃতীয় জয় পেয়েছে বারিধারা

Home Page » খেলা » প্রিমিয়ার লিগের ইতিহাসে নিজেদের তৃতীয় জয় পেয়েছে বারিধারা
সোমবার, ২৫ জুলাই ২০১৬



প্রথম দিনেই অঘটন : গোল করেই ছুটলেন গ্যালারির দিকে। পেনাল্টি থেকে গোল করা সবুজকে (জার্সি নম্বর ১৭) ঘিরে তখন উন্মাতাল উত্তর বারিধারা ক্লাব। ৬০ মিনিটের এই গোলেই প্রিমিয়ার লিগের প্রথম দিনে বড় এক অঘটন ঘটিয়েছে উত্তর বারিধারা। কাল চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে হারিয়ে দিয়েছে শিরোপার অন্যতম দাবিদার শেখ রাসেল ক্রীড়াচক্রকে। এক মৌসুম প্রিমিয়ারে খেলেই অবনমিত হয়ে গিয়েছিল উত্তর বারিধারা। প্রিমিয়ারে ফিরতে অবশ্য একদমই সময় নেয়নি। ফিরেই এমন স্মরণীয় এক জয়—উত্তর বারিধারার জন্য রাতটি হয়ে থাকল আনন্দে উদ্ভাসিত l সৌরভ দাশ

দুই বছর আগে প্রিমিয়ার লিগে এসেই বড় দলগুলোর খাদ্য হয়ে ওঠে উত্তর বারিধারা। ২৭ ম্যাচে গোল খায় ৮৫টি। শেখ রাসেলের কাছেই তিন ম্যাচে হজম করে ১৬ গোল (৪-০, ৫-০, ৭-০)। সেই বারিধারা এক মৌসুম পর লিগে ফিরেই কিনা হারিয়ে দিল সেই শেখ রাসেলকে!
৬০ মিনিটে পেনাল্টিতে একমাত্র গোলটি করে বারিধারাকে ম্যাচ শেষে উৎসবে মাতিয়ে তোলেন ডিফেন্ডার খালেকুজ্জামান সবুজ। রাসেলের ডিফেন্ডার আসাদুজ্জামানের হাতে বল লাগায় পেনাল্টি দেন রেফারি জসিম উদ্দিন। এ নিয়ে অবশ্য আপত্তি ছিল শেখ রাসেলের। কিন্তু তাতে বারিধারার কী আসে যায়? আর ওই পেনাল্টি থেকে করা গোলটিই বারিধারাকে পরে ভাসাল জয়ের আনন্দে। প্রিমিয়ার লিগের ইতিহাসে নিজেদের তৃতীয় জয়টি তুলে বারিধারার অধিনায়ক সোহেল রানা বললেন, ‘আমরা চাইছিলাম কিছু একটা করে দেখাতে।’
কিন্তু হার কিছুতেই মানতে পারছিল না শেখ রাসেল। শেষ দিকে একবার তারা বল জালে জড়ালেও অফসাইডের কারণে গোল দেননি রেফারি। এ নিয়ে ক্ষুব্ধ রাসেলের কর্মকর্তারা ম্যাচের পর তেড়েফুঁড়ে যান রেফারির দিকে। পুলিশি পাহারায় তাঁর রক্ষা!
শেখ রাসেলের কোচ মারুফুল হকের চোখে এই হারের কারণ দুটি, ‘খেলোয়াড়েরা হারের জন্য ৫০ ভাগ দায়ী। বাকি ৫০ ভাগ রেফারি।’ তবে খেলায় দেখা গেল শেখ রাসেলের গোল করার লোক নেই। আর সে জন্য চোটও দায়ী। কমল, এমিলি, শাখাওয়াত রনি চোটের কারণে বাইরে। এই উত্তর বারিধারার সঙ্গে শেখ রাসেলের আগের তিনটি লিগ ম্যাচে দুটি হ্যাটট্রিকসহ ৯ গোল দেওয়া মিঠুনও চোটের কারণে খেলতে পারেননি। ইথিওপিয়ান স্ট্রাইকার ফিকরুও ফিট নন। তাঁর বিরুদ্ধে অবশ্য শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আছে। ফিকরুকে তো চট্টগ্রামেই আনা হয়নি।
ফেডারেশন কাপ ও স্বাধীনতা কাপের ব্যর্থতার পর লিগের শুরুতেই হার। সব মিলিয়ে শেখ রাসেলের মৌসুমটাই যাচ্ছে খারাপ।
আজকের খেলা
মোহামেডান-রহমতগঞ্জ
ঢাকা আবাহনী-চট্টগ্রাম আবাহনী
বিকেল ৪-৩০ মি. ও সন্ধ্যা ৭-৩০ মি., এমএ আজিজ স্টেডিয়াম, চট্টগ্রাম

বাংলাদেশ সময়: ৭:৪২:৫৫   ৩৯৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
সুনামগঞ্জ স্টেডিয়ামে দু’দিনব্যাপী কুস্তি উৎসব কাল থেকে শুরু
অসাধারণ জয় ও দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা
আর্জেন্টিনার জয় ও বাংলাদেশের উল্লাস -ভিডিও পোস্ট করল ফিফা
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
বিশ্ব কাপ ফুটবলে ইরানের কাছে হেরে গেল ওয়েলস
সর্বোচ্চ পারিশ্রমিক নেয়া ফুটবল দলের ১০ কোচ
হার দিয়ে মেসিদের বিশ্বকাপ শুরু
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী

আর্কাইভ