গৌরনদীতে টর্নেডো, ৫ গ্রাম তছনছ

Home Page » সংবাদ শিরোনাম » গৌরনদীতে টর্নেডো, ৫ গ্রাম তছনছ
মঙ্গলবার, ১৯ জুলাই ২০১৬



গৌরনদীতে টর্নেডো, ৫ গ্রাম তছনছ, আহত ৫
টর্নেডোর আঘাতে রবিবার রাতে বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নে ৫টি গ্রামের একাংশ লণ্ডভণ্ড হয়ে গেছে। এতে ২০টি বসত ঘরসহ আধাপাকা ও কাঁচা প্রায় অর্ধশত ঘর বিধ্বস্ত ও ৫ জন আহত হয়েছে। উপজেলার তাঁরাকুপি গ্রামে ঢাকা-বরিশাল মহাসড়কের ওপর ৪/৫টি গাছ উপড়ে পড়ে এক ঘণ্টা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। পল্লীবিদ্যুত্ সমিতির গৌরনদী জোনাল অফিসের আওতায় ৩৩ কেভি বিদ্যুত্ লাইন, এইচটি ও এলটি বিদ্যুত্ লাইনে ৩টি খুঁটি ভেঙে ও ২০টি স্থানে বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে, ২টি ট্রান্সফরমার বিকল হয়ে বিদ্যুত্ সরবরাহ বিছিন্ন হয়ে পড়েছে। প্রায় ৫ একর জমির পান বরজ ও অসংখ্য গাছপালা উপড়ে পড়েছে।

সরেজমিনে গ্রামের লোকজন, ক্ষতিগ্রস্ত পরিবার ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, রবিবার রাত সোয়া ৮টার দিকে উপজেলা বার্থী ইউনিয়নের গোরক্ষডোবা, বড়দুলালী, তাঁরাকুপি, উত্তর বাউরগাতি, পশ্চিম বাউরগাতি গ্রামে দুই মিনিট স্থায়ী টর্নেডোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কিছু বুঝে উঠার আগেই ধ্বংসযজ্ঞে পরিণত হয় ইউনিয়নের ৫টি গ্রামের আংশিক। টর্নেডোর আঘাতে ইউপি সদস্য বজলুর রশিদদের বসতঘরসহ আধা পাকা ২০টি ও কাঁচা ঘর ২০টিসহ প্রায় অর্ধশত ঘর, বহু গাছপালা, পান বরজ, বৈদ্যুতিক খুঁটি মাটির সঙ্গে মিশে গেছে। ঘর ও গাছচাপা পড়ে পারভীন বেগম, তানিয়া বেগম, কালীপদ মজুমদার (৫০), অমল মজুমদার (৫৫), সুবল দাস (৪০) আহত হয়।

প্রত্যক্ষদর্শী উত্তর বাউরগাতি গ্রামের ইদ্রিস সরদার (৪৫), বড়দুলালী গ্রামের রতন খান (৫০), গোরক্ষডোবা গ্রামের আবু আব্দুল্লাহ (৫২) বলেন, টর্নেডো শুরুতে মনে হয়েছিল খুব নিচু থেকে আগুনের স্ফুলিঙ্গ ধেঁয়ে এসে সব ভেঙে চুরমার করে দিচ্ছে। বরিশাল পল্লীবিদ্যুত্ সমিতি-২ গৌরনদী জোনাল অফিসের ডিজিএম মো. ফজলুল হক জানান, টর্নেডো’র আঘাতে গৌরনদী জোনাল অফিসের আওতায় ৩৩ কেভি বিদ্যুত্ লাইন, এইচটি ও এলটি বিদ্যুত্ লাইনে ৩টি খুঁটি ভেঙে ও ২০ স্থানে বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে, ২টি ট্রান্সফরমার বিকল হয়ে বিদ্যুত্ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এলাকায় বিদ্যুত্ সরবরাহ বিচ্ছিন্ন রয়েছে। ৩৩ কেভির লাইন মেরামত করে রাত ২টার দিকে উপজেলা সদরে বিদ্যুত্ সরবরাহ করা হলেও ওই এলাকায় বর্তমানে বিদ্যুত্ সরবরাহ বন্ধ রয়েছে। বার্থী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য মো. সবুজ খান জানান, টর্নোডোতে পাঁচটি গ্রামের ৪০টি ঘরবাড়ি সম্পূর্ণ ও অর্ধশতাধিক ঘরবাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ওই সব গ্রামের প্রায় অর্ধশত পানচাষীর পান বরজ বিনষ্ট হয়েছে।

গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব আলম বলেন, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করার কাজ চলছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ৭:১৬:২৭   ৪৩৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সংবাদ শিরোনাম’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ