বঙ্গ-নিউজঃ দেশের ইপিজেডগুলোতে কর্মরত বিদেশিদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নিয়েছে বেপজা। ইপিজেডে প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে। অননুমোদিত কোনো ব্যক্তিই এখন থেকে আর ইপিজেড এলাকায় ঢুকতে পারবে না। বেপজা কর্তৃপক্ষের পাশাপাশি পুলিশ এবং র্যাবও বিশেষ নিরাপত্তাব্যবস্থা নিয়েছে। এদিকে হামলার ঘটনার মধ্যেও বিদেশি ক্রেতাদের চট্টগ্রামে আসা থেমে নেই। ঈদ ছুটি-পরবর্তী পাঁচ দিনের ইপিজেড এবং বাইরের প্রতিষ্ঠান থেকে চট্টগ্রামে ভ্রমণকালীন বিদেশিদের নিরাপত্তা দিতে ১৪টি আবেদন জমা পড়েছে চট্টগ্রাম শিল্প পুলিশের দপ্তরে।শিল্প পুলিশ সূত্র জানায়, চট্টগ্রামের সরকারি সিইপিজেড, কর্ণফুলী ইপিজেড এবং আনোয়ারায় অবস্থিত বেসরকারি কোরিয়ান ইপিজেডে সর্বমোট এক হাজার ৩০৬ জন বিদেশি ওয়ার্ক পারমিট নিয়ে কর্মরত আছেন। এর মধ্যে চট্টগ্রাম ইপিজেডে ৪৭২ জন, কর্ণফুলী ইপিজেডে ৭৭২ জন এবং কোরিয়ান ইপিজেডে ৬৩ জন বিদেশি কর্মরত। এই বিদেশিদের নিরাপত্তায় শিল্প পুলিশের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা নেওয়া হয়েছে। কর্মস্থলের পাশাপাশি চলাচলের পথ এবং আবাসস্থলে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
বেপজার পক্ষ থেকে পুলিশ, র্যাব ও শিল্প পুলিশের কাছে চিঠি দিয়ে বিদেশিদের আবাসিক এলাকায় বিশেষ টহল এবং চলাচলের পথে নিরাপত্তাব্যবস্থা জোরদারের অনুরোধ জানানো হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম ইপিজেডের মহাব্যবস্থাপক খুরশীদ আলম। ১৩ জুলাই বুধবার সিইপিজেডে বিদেশিদের নিরাপত্তা এবং ইপিজেডের জোনের নিরাপত্তা নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হয়। এ প্রসঙ্গে সিইপিজেড মহাব্যবস্থাপক খুরশীদ আলম বলেন, ‘ইপিজেডের প্রায় দুই লাখ শ্রমজীবীর মধ্যে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলাকারীরা অনুপ্রবেশ করতে না পারে সে জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। অননুমোদিত কোনো ব্যক্তি জোনের মধ্যে প্রবেশ করতে পারবে না। এমনকি দিনমজুরদেরও পরিচয়পত্র লাগবে। আগে যেমন চাকরি প্রত্যাশীরা কারখানাগুলোর সামনে অবস্থান করত, এখন আর সেটা পারবে না। ইপিজেড গেটের সামনে নির্ধারিত স্থান থেকে কম্পানিগুলোর প্রতিনিধিরা অস্থায়ী পরিচয়পত্র দিয়ে তাদের কারখানায় নিয়ে যাবেন।’
খুরশীদ আলম আরো বলেন, ‘জোনের মধ্যে কর্মরত বিদেশিদের বিশেষ নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশ ও র্যাব কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গুলশান হামলার ঘটনার পর থেকেই আমরা আরো বেশি সতর্ক হয়ে আছি।’ তবে এই মুহূর্তে ইপিজেডে কোনো ধরনের নাশকতার হুমকি নেই বলে তিনি জানান।
শিল্প পুলিশের সহকারী পরিচালক সোহেল রানা বলেন, ‘চট্টগ্রামের খুলশী, সুগন্ধা, হালিশহর এলাকার জি, কে এবং এল ব্লকের যেসব জায়গায় বিদেশিরা অবস্থান করে সেসব জায়গায় আমাদের টহল জোরদার করা হয়েছে। এ ছাড়া বিদেশি কিংবা তাঁদের চাকরিদাতাদের চাহিদা অনুযায়ী নিরাপত্তা দেওয়া হচ্ছে। এ ছাড়া আগামী শনিবার থেকে ইপিজেড গেটে মহিলা পুলিশ নিয়োজিত থাকবে। ইপিজেডে কর্মরত শ্রমিকদের প্রবেশের সময় স্ক্যান করে ঢোকানো হবে।’
খুরশীদ আলম বলেন, ‘ঈদের ছুটির পর থেকে গত পাঁচ দিনে ইপিজেড এবং এর বাইরের ১৪টি প্রতিষ্ঠান থেকে বিদেশিদের চট্টগ্রাম ভ্রমণকালীন বিশেষ নিরাপত্তা চাওয়া হয়েছে। তাঁদের বেশির ভাগই বিদেশি বায়ার। চট্টগ্রামে অবস্থানকালীন পুরো সময় তাঁদের নিরাপত্তা দেবে শিল্প পুলিশ।
কর্মরত বিদেশি এবং জোনের নিরাপত্তায় বেপজার গৃহীত পদক্ষেপকে স্বাগত জানিয়ে সিইপিজেডের যুক্তরাজ্যভিত্তিক ডেনিম প্লাস (বিডি) লিমিটেডের ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক মোহাম্মদ ইউসুফ বলেন, ‘কিছুটা অসুবিধা হলেও জাতীয় এবং ব্যক্তি নিরাপত্তা সবার আগে। আগে হয়তো কারখানার বাইরের চাকরি প্রত্যাশীদের পেয়ে যেতাম। এখন তাদের খুঁজে আনতে হবে বেপজা গেটের বাইরে থেকে। কিন্তু নিরাপত্তার স্বার্থে বেপজা কর্তৃপক্ষ গৃহীত পদক্ষেপে নিঃসন্দেহে জোনের নিরাপত্তা জোরদার হবে
বাংলাদেশ সময়: ২:০৩:০৫ ৩৭৬ বার পঠিত