ইসলাম ধর্মের অবমাননা বরদাশত করা হবে না;প্রধানমন্ত্রী

Home Page » আজকের সকল পত্রিকা » ইসলাম ধর্মের অবমাননা বরদাশত করা হবে না;প্রধানমন্ত্রী
বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০১৬



priminister-shekh-hasina.jpgবঙ্গ-নিউজঃ শান্তির ধর্ম ইসলামকে হেয় প্রতিপন্ন করতেই গুলশানে ও শোলাকিয়ায় সন্ত্রাসী হামলা চালানো হয়েছিলো বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ইসলাম ধর্মকে অবমাননা করে এমন কর্মকাণ্ড বরদাশত করা হবে না।
বুধবার বিকেলে চট্টগ্রাম ও সিলেট বিভাগের আইন-শৃঙ্খলা বাহিনী ও নানা শ্রেণি-পেশার মানুষের সঙ্গে একটি ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন।কনফারেন্সে প্রধানমন্ত্রী বলেন, শান্তির ধর্ম ইসলামকে হেয় প্রতিপন্ন এবং বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতেই সন্ত্রাসী হামলা চালানো হয়। এই হামলা আমাদের দেশের জন্য লজ্জাজনক।

প্রধানমন্ত্রী বলেন, যারা ধর্মের নামে এসব করছে, তাদের কোনো ধর্ম নেই। তারা তো মসজিদে নববীতেও বোমা হামলা করেছে। তারা জান্নাত তো দূরের কথা জাহান্নামেও জায়গা পাবে না।

শোলাকিয়ায় হামলার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ওই হামলায় দুই পুলিশ সদস্য মারা গেছেন। গুলশান হামলাতেও দুই পুলিশ সদস্যসহ বিশজন মারা গেছেন। এই ঘটনাগুলো বাংলাদেশের জন্য অত্যন্ত লজ্জাজনক।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকার বাংলাদেশে জঙ্গিবাদের কোনো স্থান দেবে না। তিনি বলেন, এখন মানুষের জীবন যাত্রার মান উন্নত হয়েছে। যখন মানুষের কল্যাণ হচ্ছে তখন এসব কর্মকাণ্ড ঘটিয়ে বিশ্বের সামনে বাংলাদেশকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। ইসলাম ধর্মকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। এটা হতে দেওয়া হবে না।

সন্তানদের বিষয়ে অভিভাবকদের সচেতন থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জেলা, উপজেলা পর্যায়ে জঙ্গিবাদবিরোধী কমিটির কার্যক্রম এগিয়ে আনতে হবে। আসুন সকলে মিলে বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলি।

বাংলাদেশ সময়: ০:৩৬:১৩   ৪০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ