শোলাকিয়া ঈদগাহের কাছে বিস্ফোরণ, নিহত ২

Home Page » প্রথমপাতা » শোলাকিয়া ঈদগাহের কাছে বিস্ফোরণ, নিহত ২
বৃহস্পতিবার, ৭ জুলাই ২০১৬



solakia-eidgah.jpgবঙ্গ-নিউজঃ দেশের সবচেয়ে বড় ঈদগাহ ময়দান শোলাকিয়ার পাশে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। জানা গেছে, টহলরত পুলিশের উপর করা হয় এই হামলা। ককটেল বিস্ফোরণ ঘটনোর সেখানে গোলাগুলিও হয় বলে জানা গেছে। এতে এক পুলিশ কনস্টেবলসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরো ১৩ জন। আহতদের বেশির ভাগই পুলিশ সদস্য।

এই এ ঘটনার সঙ্গে সঙ্গে শোলাকিয়া ঈদগাহ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। জামাতের অনেকই ভয়ে ছোটাছুটি করেন বলে জানা গেছে। অবশ্য পরে নির্বেঘ্নেই ঈদ জামাত অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে পুলিশ।

এ দিকে এ ঘটনার বিষয়ে কিশোরগঞ্জের সহকারী পুলিশ সুপার ওবায়দুল হাসান সংবাদ মাধ্যমকে বলেন, ‘ঈদগাহ থেকে সোয়া কিলোমিটার দূরে টহলরত পুলিশের উপর হামলা করে দুর্বৃত্তরা। বিস্ফোরকটি ঠিক কী ধরনের ছিলো, তা তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।’

হামলায় আহত হওয়াদের দ্রুত কিশোরগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। মৃত পুলিশ কনস্টেবলের নাম জহুরুল হক। নিহত আরেকজনের পরিচয় জানা যায়নি, তবে হামলাকারী হতে পারে বলে ধারনা হচ্ছে।

শোলাকিয়া ঈদগাহের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সুপার আনোয়ার হোসেন ঘটনার সত্যতা সম্পর্কে নিশ্চিত করেছেন। তবে ঠিক কারা এবং কী উদ্দেশ্যে এই হামলা করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। পুলিশ ইতোমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৩:২৬:৩৫   ৩৮১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ