ঈদের আমেজে ফাঁকা হচ্ছে ঢাকা

Home Page » আজকের সকল পত্রিকা » ঈদের আমেজে ফাঁকা হচ্ছে ঢাকা
শুক্রবার, ১ জুলাই ২০১৬



 বঙ্গ-নিউজঃ  আজই ছিল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ঈদুল ফিতরের আগে শেষ কর্ম দিবস। এর পর টানা ৯দিন ছুটি। তাইতো বৃহস্পতিবার একটু দ্রুতই অফিস থেকে বের হয়েছেন অনেকে। আর ঈদের আনন্দ গ্রামে স্বজনদের সঙ্গে ভাগাভাগি করতে দুপুরের পরই ঢাকা ছাড়তে শুরু করেছেন তারা। কেউ আবার আগেই পরিবারের সদস্যদের গ্রামে পাঠিয়ে দিয়েছেন। তাদের ঢাকা ছাড়ার কারণে ফাঁকা হতে শুরু করেছে রাজধানীর রাস্তাগুলো।জানা গেছে, সরকারি চাকরিজীবীদের একটি বড় অংশ বৃহস্পতিবার ঘরে ফিরতে শুরু করেছে। সকাল থেকে এই যাত্রা শুরু হলেও পরিবহন-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সন্ধ্যার পর থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত এই চাপ থাকবে সবচেয়ে বেশি।
সকাল থেকে রাজধানীর গাবতলী, কল্যাণপুর বাস টার্মিনাল, কমলাপুর রেলস্টেশন, সদরঘাট লঞ্চ টার্মিনালসহ অন্যান্য বাসস্ট্যান্ড ঘুরে দেখা গেছে, ঘরে ফেরা মানুষের চাপ বাড়ছে। অনেকে পরিবার নিয়ে গ্রামের বাড়ি ফেরার জন্য বাস টার্মিনালে ভিড় করছেন।

জানতে চাইলে দেশর অন্যতম বড় বাস সেবাদাতা প্রতিষ্ঠান হানিফ পরিবহনের জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক আবদুস সামাদ মণ্ডল বলেন, সকাল থেকেই চাপ আছে। তবে বিকেল থেকে রাত পর্যন্ত মানুষের প্রচণ্ড চাপ রয়েছে। মূলত আজকেই সবচেয়ে বেশি মানুষ ঢাকা ছেড়ে যাচ্ছেন। মহাসড়কেও তাই এই দিন চাপ বেশি থাকছে।

সরকারি চাকরিজীবী আবদুল মান্নানের সঙ্গে দুপুরে কথা হয় গাবতলী বাস টার্মিনালে। পরিবার সদস্যদের আগেই গ্রামের বাড়ি গোপালগঞ্জে পাঠিয়ে দিয়েছেন তিনি। সকালে ঈদের আগে শেষ অফিস করে তিনি বাড়িতে যাচ্ছেন।

তিনি বলেন, ‘বেশ লম্বা একটা ছুটি পেয়েছি। নয় দিনের এই ছুটিতে এবার আত্মীয়-স্বজনদের বাড়িতে বেড়াতে পারব। তাই এবারে বাড়ি ফেরার আনন্দ অন্য রকম।’

আজকের পর আগামীকালও সারা দিন যাত্রীদের চাপ আছে বাস-ট্রেন-লঞ্চে। পরিবহন কর্তৃপক্ষের কর্মীরা জানান, যারা আজকের টিকিট পাচ্ছেন না, তারা আগামীকাল শুক্রবার সকাল থেকে যাওয়ার টিকিট সংগ্রহ করেছেন। তবে আগামী ২ ও ৩ জুলাই যাত্রীদের চাপ কিছুটা কম হলেও ৪ জুলাই এই চাপ অনেক বেশি বলে জানালেন পরিবহন-সংশ্লিষ্টরা। এই দিন বেসরকারি চাকরিজীবীদের ঈদের আগে শেষ কর্মদিবস। তবে ৫ জুলাই, অর্থাৎ ঈদের আগের দিনের টিকিট কিছু পরিবহনে ফাঁকা আছে বলে জানা গেছে।

তবে ভিন্ন খবারও আছে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে মতিঝিল গ্রিন লাইন কাউন্টারে ৫ জুলাই বরিশাল ওয়াটার বাস (লঞ্চ) এর টিকিটের জন্য যান জাকিরুল আহসান। কিন্তু ঈদের আগে বরিশাল রুটে কোনো টিকিট নেই। তাই হতাশ হয়ে ফিরেন তিনি। শুধু জাকিরুল একা নয়। এভাবে আরো বেশ কজনকে ফিরে যেতে দেখা যায়।

বাংলাদেশ সময়: ২:৪৭:২৩   ৪৪০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ