বিইউপি’র ২০১৬-২০১৭ অর্থবছরে বাজেট ৫০ কোটি ৫৫ লাখ

Home Page » শিক্ষাঙ্গন » বিইউপি’র ২০১৬-২০১৭ অর্থবছরে বাজেট ৫০ কোটি ৫৫ লাখ
রবিবার, ২৬ জুন ২০১৬



http://www.dainikamadershomoy.com/image-contents/420x250x1/news-photos/2016/06/25/aW1hZ2UtMjI1MTYuanBn

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ২০১৬-২০১৭ অর্থবছরের ৫০ কোটি ৫৫ লাখ টাকা বাজেট বরাদ্দ করা হয়েছে। আজ শনিবার বিইউপির ৮ম বার্ষিক সিনেট সভায় এই বাজেট অনুমোদন দেওয়া হয়। একই সঙ্গে অনুমোদন করা হয় ২০১৫-২০১৬ অর্থবছরের সংশোধিত বাজেট ৪৮ কোটি ৬০ লাখ টাকা।

এই বাজেটে সমাবর্তন, বই, জার্নাল ও ডকুমেন্ট ক্রয়, জার্নাল প্রকাশনা, ছাত্র-ছাত্রীদের মেধাবৃৃত্তি প্রদান, কারিকুলামের আধুনিকায়ন, কম্পিউটার সামগ্রী ও বই অনুদান, গবেষণা ব্যয়, মৌলিক গ্রন্থ প্রকাশনা, বিদেশি বিশ্ববিদ্যালয়ের সাথে একাডেমিক বিনিময় কর্মসূচিতে অংশগ্রহণসহ একাডেমিক উন্নয়নে ব্যয় বরাদ্দের উপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।

বিইউপির বিজয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় সিনেট সভা। এতে সভাপতিত্ব করেন বিইউপির উপাচার্য ও সিনেট চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মামুন খালেদ, এসইউপি, পিএসসি, পিএইচডি।

বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন বিইউপির ট্রেজারার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ তাইয়েবুর রহমান, এনডিসি।

সভায় সংসদ সদস্য মুহাম্মদ ফারুক খান, মো: আব্দুর রাজ্জাক, সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম (বীর উত্তম), সংসদ সদস্য বেগম নিলুফার জাফর উল্লাহ, সংসদ সদস্য এইচ এন আশিকুর রহমান এবং বিইউপির উপ-উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লহ, বিটিএফওসহ সিনেটের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

সভায় সিনেট চেয়ারম্যান বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, প্রশাসনিক, উন্নয়ন কার্যক্রমসহ বিভিন্ন দিক নিয়ে বক্তব্য উপস্থাপন করেন। পরে সিনেট সদস্যগণ উপাচার্য মহোদয়ের ভাষণ ও ট্রেজারার এর বক্তৃতার ওপর আলোচনা করেন এবং সর্বসম্মতিক্রমে বাজেট প্রস্তাব অনুমোদন করেন। এছাড়া বিইউপির ৮ম বার্ষিক প্রতিবেদন (জুলাই ২০১৫-জুন ২০১৬) অনুমোদন করা হয় সভায়।

বাংলাদেশ সময়: ১২:৩২:১৮   ৩১৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

শিক্ষাঙ্গন’র আরও খবর


মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
জানুয়ারি থেকে স্কুলে কোডিং, ডিজাইন ও অ্যানিমেশন শেখানো হবে :শিক্ষামন্ত্রী
এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
৫০ বছরের গৌরব নিয়ে জাবির বাংলা বিভাগ বিশাল ‘সুবর্ণ জয়ন্তী’ উৎসব আয়োজন করেছে
আজ আন্তর্জাতিক পুরুষ দিবস, —”পুরুষ ও ছেলেদের সাহায্য করো”
এ মাসেই হতে পারে এসএসসি’র ফল প্রকাশ
এইচএসসি বাংলায় সাম্প্রদায়িকতা: ৫ শিক্ষক চিহ্নিত
প্রায় ৪ বছর ভারপ্রাপ্ত থেকে পূর্নাঙ্গ প্রক্টর হলেন জাবির আ.স.ম ফিরোজ-উল-হাসান
কারিগরি বাংলা প্রথম পত্রের পরীক্ষা স্থগিত !
সারাদেশে ১২ লাখ শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসছে রোববার

আর্কাইভ