উত্তরায় লিফট ছিঁড়ে ৪ জন নিহত

Home Page » আজকের সকল পত্রিকা » উত্তরায় লিফট ছিঁড়ে ৪ জন নিহত
শুক্রবার, ২৪ জুন ২০১৬



  বঙ্গ-নিউজঃ রাজধানীর ‍উত্তরায় আলাউদ্দিন টাওয়ারের লিফটের রশি ছিঁড়ে চার জনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় সেখানে আগুন লেগে আহত হয়েছেন অর্ধশতাধিক।
ফায়ার সার্ভিসের মহাপরিচালক মোহাম্মদ আলী আহম্মেদ খান  বলেন, লিফটের রশি ছিঁড়ে পড়ে এ হতাহতের ঘটনা ঘটে।

“বেজমেন্টে একটি নামাজের স্থান ছিল। লিফট ছিঁড়ে নিচে পড়লে নামাজের ঘরের দেয়াল ভেঙে যায়, তাতেই এসব হতাহতের ঘটনা। একই সময় আরও একজন আহত হন।”

তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক জানিয়েছেন, রাত ৯টা পর্যন্ত তারা যে চার জনের মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হয়েছেন তাদের তিন জন পুরুষ এবং নারী।
এ ঘটনায় রিয়াজউদ্দিন নামে একজন দমকলকর্মী আহত হয়েছেন বলেও জানান মাহমুদুল।
এদিকে ওই ঘটনায় লিফটে আগুন লেগে তা ছড়িয়ে পড়লে মার্কেটে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

উত্তরা পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) কাজী শাহান  জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই বহুতল ভবনের বেজমেন্টে লিফট থেকে আগুনের সূত্রপাত হয় এবং তা ছড়িয়ে পড়ে।

প্রায় ঘণ্টা দেড়েক চেষ্টার পর সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে দমকল বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়।

কাজী শাহান জানান, এই ঘটনায় অর্ধ শতাধিক আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ উত্তরা এলাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢাকা মেডিকেল ফাঁড়ি পুলিশের এসআই মোহাম্মদ বাচ্চু মিয়া জানান, চার জনকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আগুনে তাদের শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

তাদের মধ্যে তিন জনের পরিচয় মিলেছে। তারা হলেন, মাহমুদুল হাসান (৩৬), তার মেয়ে মাইসা (১০), মোস্তাকিম (৮ মাস)।

চিকিৎসকের বরাত দিয়ে বাচ্চু মিয়া বলেন, মাহমুদুলে হাসানের শরীরের ৮০ শতাংশ, মাইসার ৫৫ এবং মোস্তাকিমের ২৩ শতাংশ পুড়ে গেছে।

তাদেরকে যে ব্যক্তি হাসপাতালে নিয়ে এসেছিলেন তার নাম সোহান।

তিনি জানান, বেজমেন্টে ট্রপিক্যাল হোমস লিমিটেড নামে একটি অফিস রয়েছে। মাহমুদুল হাসান ওই অফিসের এজিএম। তিনি দুই বাচ্চাকে নিয়ে ইফতার পার্টিতে এসেছিলেন।

তাদের বাসা উত্তরার ১৩ নম্বর সেক্টরে বলেও জানান সোহান।
আহতদের মধ্যে অন্তত ৩০ জন উত্তরা বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানান হাসপাতালটির ব্রাদার লুৎফর।

এছাড়া উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে অন্তত ৩৫ জন চিকিৎসা নিয়েছেন। তার মধ্যে ছয় জনকে ভর্তি করা হয়েছে।

ক্রিসেন্ট হাসপাতালের ব্যবস্থাপক তোফাজ্জল হোসেন বলেন, “আহতদের মধ্যে শাপলা (২৭) নামে আহত এক নারীর অবস্থা আশঙ্কাজনক। তিনি মাথায় গুরুতর আঘাত পেয়েছেন।”
উত্তরা তিন নম্বর সেক্টরে অবস্থিত এই টাওয়ারটিতে শপিংমল ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের অফিস রয়েছে।

বাংলাদেশ সময়: ২২:৩৬:২৩   ৪৪৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ