দুই বছরে দ্বিগুণ ব্যবহারকারী ইনস্টাগ্রামে

Home Page » বিজ্ঞান-প্রযুক্তি » দুই বছরে দ্বিগুণ ব্যবহারকারী ইনস্টাগ্রামে
বৃহস্পতিবার, ২৩ জুন ২০১৬



প্রতি মাসে ইনস্টাগ্রামের ব্যবহারকারী ৫০​ কোটির বেশি

বঙ্গ-নিউজঃ

ছবি প্রকাশ করার অ্যাপ ইনস্টাগ্রামে মাসিক ব্যবহারকারীর সংখ্যা ৫০ কোটি ছাড়িয়ে গেছে। গত এক বছরের মধ্যেই যোগ হয়েছে সর্বশেষ ১০ কোটি। ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ মঙ্গলবার নিজের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এমনটাই জানিয়েছেন। তিনি লেখেন, ‘এখন প্রতি মাসে ৫০ কোটি এবং .দিনে ৩০ কোটির বেশি মানুষ ইনস্টাগ্রাম ব্যবহার করছেন। গত দুই বছরে ইনস্টাগ্রাম কমিউনিটি দ্বিগুণের বেশি বেড়েছে। এটা কেভিন সিসট্রোম ও মাইক ক্রিগারের দূরদর্শিতা এবং বিশ্বের সব মানুষের প্রতি সম্মান, যাঁরা নিজের জীবনের জানালা খুলে দিয়েছেন।’

২০১২ সালে ১০০ কোটি ডলারে ইনস্টাগ্রাম অধিগ্রহণ করে ফেসবুক। এরপর থেকে যদিও স্বাধীনভাবেই ইনস্টাগ্রাম বেড়ে উঠেছে, তবে বিশ্লেষকদের ধারণা, ফেসবুকের ব্যবহারকারীর সংখ্যার ক্রমবর্ধমান হার বজায় রাখতেই ইনস্টাগ্রাম কেনার সিদ্ধান্ত নিয়েছিল মার্ক জাকারবার্গের দল। ব্যবহারকারীর সঙ্গে সঙ্গে বিজ্ঞাপন থেকে আয় বাড়ানোরও পদক্ষেপ নিয়েছে ইনস্টাগ্রাম।

বাজার গবেষণা প্রতিষ্ঠান ইমার্কেটারের হিসাব অনুযায়ী, এ বছর ইনস্টাগ্রামের মোবাইল বিজ্ঞাপন আয় ১৫৩ কোটিতে গিয়ে দাঁড়াবে, গত বছরের তুলনায় যা ১৪৪ শতাংশ বেশি। ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের ৮০ শতাংশের বেশি যুক্তরাষ্ট্রের বাইরের হলেও বিজ্ঞাপনী আয়ের ৮৫ শতাংশ আসবে যুক্তরাষ্ট্র থেকেই। ইমার্কেটার আরও জানিয়েছে, চলতি বছরে ফেসবুকের মোট মোবাইল বিজ্ঞাপনী আয়ের ৮ দশমিক ৪ শতাংশ আসবে ইনস্টাগ্রাম থেকে এবং সংখ্যাটা ২০১৮ সাল নাগাদ ১৮ শতাংশে উন্নীত হবে।

বাংলাদেশ সময়: ১:১৪:৩৮   ৩৮৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিজ্ঞান-প্রযুক্তি’র আরও খবর


ব্যবহৃত ল্যাপটপ ওয়ারেন্টিসহ বিক্রি করছে Device mama
ইতিহাসে প্রথম, ল্যাবে তৈরি রক্ত মানুষের দেহে !
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
যবিপ্রবির ৯ কর্মকর্তা-কর্মচারীর সনদ জাল- আইনি ব্যবস্থা গ্রহণ
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
মোবাইল ব্যাংকিং এখন গ্রাহক সংখ্যা ১৮ কোটি ছাড়িয়ে গেছে এবং দৈনিক লেনদেনও ৩ হাজার কোটি টাকা ছাড়িয়েছে
চাঁদের উদ্দেশে নাসার রকেট উড়াল দেবে
আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ছাড়বে রাশিয়া
“Whatsapp” এ কল রেকর্ড করবেন যেভাবে ?
তাইওয়ান সীমান্তে চীনা যুদ্ধবিমান; ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর

আর্কাইভ