ঈদের স্টাইল স্টেটমেন্ট

Home Page » ফিচার » ঈদের স্টাইল স্টেটমেন্ট
মঙ্গলবার, ২১ জুন ২০১৬



বঙ্গ-নিউজঃ

ঈদকে সামনে রেখে ফ্যাশন হাউসগুলোতে বসেছে নানা ধরনের পোশাকের পসরা। এসব ঈদ পোশাকের খবর রইল

ঈদের স্টাইল স্টেটমেন্ট

অন্যমেলা

হলুদ রঙের ফ্রক-কামিজের গোল গলা ও হাতায় পাইপিন বসানো। কামিজের ওপরের অংশে সূক্ষ্ম সুতার হাতের কাজ। আর নিচের অংশে ছাই রঙের সুতায় এমব্রয়ডারির নকশা। কোমরে কয়েক রকমের লেস বসানো। সালোয়ার ও ওড়না কন্ট্রাস্ট করা। সুতির স্ট্রাইপ পাঞ্জাবির হাইনেক ও বাটন লাইনের দুই পাশে মেশিন এমব্রয়ডারির সূক্ষ্ম নকশা। হাতায়ও পাইপিনের মতো করে নকশা করা।


নিপুণ

► কাটওয়ার্কে নকশায় ফ্রক কাটের সালোয়ার-কামিজ, আলাদা কাপড়ে এমব্রয়ডারি আর মিরর বসিয়ে বিশেষত্ব আনা হয়েছে। কামিজের সঙ্গে কনট্রাস্ট করে নীল প্যান্ট কাট সালোয়ার আর লাল ওড়নায় টারসেল।

► নীল সুতি শাড়িতে হলুদ পাড়ে এমব্রয়ডারি নকশা। পাড়ের গোলাপি বর্ডারে মিরর বসানো। একই নকশা আঁচলেও। শাড়ির জমিনে নীল জলছাপ প্রিন্ট।

► অ্যাশ প্রশিকা সিল্কের পাঞ্জাবিতে নীল স্ক্রিন প্রিন্টের নকশা। পাঞ্জাবির কলার আর বোতাম প্লেটে নীল পাইপিন দিয়ে বৈচিত্র্য আনা হয়েছে।

এক্সট্যাসি

পিওর শিফনের লং কামিজ। ঘিয়ে কামিজের বুকে সোনালি সুতার জ্যামিতিক এমব্রয়ডারি। কামিজের নিচে বড় ফুলেল এমব্রয়ডারি নকশা। বোটনেক গলা আর ছিমছাম থ্রি-কোয়ার্টার হাতা। কামিজের পেছনে গলা আর নিচে সোনালি পাইপিন দেওয়া।

সমীকরণ

থিমভিত্তিক শর্ট স্লিভ ও স্লিভলেস টি-শার্ট শিশুতোষ নকশা করা। লাল, গোলাপি, কমলা, নীল, আকাশি ও সবুজের মতো উজ্জ্বল রং ব্যবহার হয়েছে। টি-শার্টের হাতায় আলাদা রঙের ব্যবহার করে বৈচিত্র্য আনা হয়েছে। টি-শার্টের সঙ্গে মিলিয়ে কোয়ার্টার ,থ্রি-কোয়ার্টার এবং জিন্সও রয়েছে।

অ্যাড্রয়েট

► ঘিয়ে মসলিন শাড়িতে ছাইরঙা অ্যান্ডি আঁচল। স্ক্রিন প্রিন্টের ফুলেল নকশায় কনট্রাস্ট মেশিন এমব্রয়ডারি কাজ করা হয়েছে।

► আকাশি-নীল স্ট্রাইপ বুননের সিল্কের পাঞ্জাবি। পাঞ্জাবির হাতায় এমব্রয়ডারি করা । পাঞ্জাবির বোতাম সোনালি রঙে।

ফড়িং

লাল রং হাফসিল্কের শাড়ির মূল আকর্ষণ আঁঁচল ও পাড়। জরির সুতায় ভরাট বুননের চিতনপাড়।

বাসন্তী

অফহোয়াইট কটনে বাদামি-নীলের কম্বিনেশন টাইডাই করা সালোয়ার-কামিজের বুকে, নিচের অংশে ও হাতায় মেশিন এমব্রয়ডারির কাজ।

হাই নেক গলায় নেভিব্লু স্ক্রিন প্রিন্টের বর্ডার দেওয়া। কামিজের নিচের অংশে ও বোতাম প্লেটের মাঝে স্ক্রিন প্রিন্টের সঙ্গে এমব্রয়ডারির নকশা হয়েছে। টাইডাইয়ের সুতি ওড়নার সঙ্গে একরঙা নেভিব্লু সালোয়ার।

জেন্টাল পার্ক

জ্যাকার্ড প্রিন্ট ব্যবহার হয়েছে স্লিমফিট সেমি লং পাঞ্জাবিতে। আলাদা করে কোনো নকশার করার দরকার হয়নি। প্রিন্টের নকশাই এর মূল আকর্ষণ।

বাংলাদেশ সময়: ১:০৩:০৫   ২০১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ফিচার’র আরও খবর


অ্যানেন্সেফ্লাই কী? - রুমা আক্তার
শেখ হাসিনা বাংলাদেশে নারী ক্ষমতায়নের অগ্রদূত : স্পিকার ; ১০০০ নারী উদ্যোক্তা’র মধ্যে ৫ কোটি টাকার অনুদান প্রদান
“ম্রো’ আদিবাসীর গো হত্যা’ অনুষ্ঠাণ ” - তানিয়া শারমিন
আলোকিত স্বপ্ন নিয়ে তৃতীয় বর্ষে রবিকর ফাউন্ডেশন
নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন রক্ষায় প্রয়োজন জেন্ডার সংবেদনশীল নীতির পর্যালোচনা
জিনগত ত্রুটির অপর নাম “ডাউন সিনড্রোম”- রুমা আক্তার
মোহাম্মদ শাহ আলমের জীবন ও কর্ম
ইসফাহান নেসফে জাহান
সিলেটে গ্রুপ ফেডারেশনের কর্মশালায় বির্তকিত মুরাদ- আয়োজকদের দুঃখ প্রকাশ
ডলারের দাম যেভাবে বাড়ছে, টাকার দাম কেন কমছে

আর্কাইভ