সরে দাঁড়াচ্ছেন প্রধান নির্বাচক

Home Page » খেলা » সরে দাঁড়াচ্ছেন প্রধান নির্বাচক
মঙ্গলবার, ২১ জুন ২০১৬



সরে দাঁড়াচ্ছেন প্রধান নির্বাচক

বঙ্গ-নিউজঃ

দুই স্তরের নির্বাচক কমিটির প্রস্তাবনা ব্যাপক সমালোচিত হলেও তা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নীতিনির্ধারকরা একদমই কানে তোলেননি। পরিচালনা পর্ষদের গতকালের সভায় তাঁরা নিজেদের অবস্থান থেকে এক চুল না সরেই অনুমোদন দিয়েছেন নতুন কলেবরের নির্বাচক কমিটি। যার সদস্যসংখ্যা ৬। যেখানে যথারীতি অন্তর্ভুক্ত হয়েছেন জাতীয় দলের ম্যানেজারও। কিন্তু এ প্রক্রিয়াকে প্রত্যাখ্যান করে পদত্যাগ করবেন বলে ঠিক করেছেন এত দিন প্রধান নির্বাচকের দায়িত্বে থাকা ফারুক আহমেদ। বিকেলে বোর্ডসভার সিদ্ধান্তের পর রাতেই তিনি যুক্তরাষ্ট্র থেকে টেলিফোনে জানিয়েছেন, ‘আমি ইতিমধ্যেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আগামী মাসের শুরুতে দেশে ফিরেই আমি বোর্ডে পদত্যাগপত্র জমা দেব।’

পদত্যাগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে এখন নিউ ইয়র্কে অবস্থান করা ফারুক বলেছেন, ‘এই প্রক্রিয়ায় স্বাধীনভাবে কাজ করার সুযোগ নেই। বরং হস্তক্ষেপের সুযোগ বেশি। আর নির্বাচক কমিটি দ্বি-স্তরবিশিষ্ট করার কী দরকার ছিল, তা আমার বোধগম্য নয়।’ যদিও নতুন পদ্ধতি দল নির্বাচন নিয়ে কোনো ঝামেলার অবকাশই রাখবে না বলে দাবি বিসিবি সভাপতি নাজমুল হাসানের। সভার পর বিকেলের সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘এখন যেমন দল পাঠানোর পর আমাকে বদলাতে হয়, নতুন প্রক্রিয়ায় তা হবে না।’

যদিও ম্যানেজারকে নির্বাচক কমিটির সদস্য করার নজির ক্রিকেট বিশ্বের আর কোথাও নেই। নাজমুলের নিজের বক্তব্যও এর যথার্থতা প্রমাণ করতে পারেনি, ‘খেলোয়াড়দের কোনো ইনপুট থাকলে তা ম্যানেজার জেনে নিয়ে নির্বাচক কমিটিকে জানাবেন।’ যদি খেলোয়াড়দের পক্ষ থেকে কোনো চাহিদার কথা জানাতেই হয়, তাহলে তাঁদের প্রতিনিধি হিসেবে অধিনায়ককে নির্বাচক কমিটির সভায় তলব করার চল আছে বিশ্বজুড়েই। বাংলাদেশেই এর ব্যতিক্রম এবং এর কর্মপরিধি নিয়ে ধারণা দিতে গিয়ে নাজমুল বললেন, ‘ছয়জনের কমিটিতে তিনজনের সিলেকশন প্যানেল থাকবে। এঁদের মধ্যে একজন হবেন প্রধান। ওনাদের দায়িত্ব খেলোয়াড় নির্বাচন করা। আর প্রতিটি সিরিজ শুরুর আগে ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান একটি সভা ডাকবেন। যেখানে কোচ-ম্যানেজারও থাকবেন। কৌশলগত পরিকল্পনা যদি থাকে, তাহলে কোচ সেই অনুযায়ী তাঁর চাহিদার কথা ওই সভায় জানাবেন।’

দল নির্বাচনে তাঁর কর্তৃত্ব আরো প্রতিষ্ঠিত হওয়ার দিন জাতীয় দলের হেড কোচ চন্দিকা হাতুরাসিংহের চুক্তির মেয়াদও বেড়েছে। এত দিন জাতীয় দলের কোচদের চুক্তির মেয়াদ বাড়ত দুই বছর করে। ২০১৯ সালের বিশ্বকাপ সামনে রেখে এই শ্রীলঙ্কানের বেড়েছে তিন বছর। এত দিন ২২ হাজার ইউএস ডলার বেতন পেয়ে আসা হাতুরাসিংহের পারিশ্রমিকও বেড়েছে শতকরা ১৫ শতাংশ। শুধু তিনিই নন, তাঁর সঙ্গে জাতীয় দলের ফিল্ডিং কোচ রিচার্ড হালসাল এবং ট্রেনার মারিও ভিল্লাভারায়েনের চুক্তির মেয়াদও বাড়ানো হয়েছে ২০১৯ সালের বিশ্বকাপ পর্যন্ত। একই দিনে সুখবর আছে জাতীয় দলের পেসার রুবেল হোসেনেরও। শৃঙ্খলা ভঙ্গের শাস্তি পাওয়া এ পেসারকে অবশেষে অন্তর্ভুক্ত করা হয়েছে চুক্তিতে।

অবশেষে এই সভাতেই আলোর মুখ দেখল সন্দেহজনক বোলিং অ্যাকশন রিভিউ কমিটিও। চার সদস্যের কমিটির প্রধান করা হয়েছে বিসিবি পরিচালক ও সাবেক ফাস্ট বোলার জালাল ইউনুসকে। তাঁর সঙ্গে আছেন তিন সাবেক ক্রিকেটার-দীপু রায় চৌধুরী, গোলাম ফারুক এবং ওমর খালেদ রুমি। সেপ্টেম্বরে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ফার্স্ট ক্লাস টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) দিয়েই পরবর্তী ঘরোয়া মৌসুম শুরুর সিদ্ধান্তও হয়েছে কালকের সভায়। হয়েছে ঘরোয়া ক্রিকেট ক্যালেন্ডারও। যাতে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ঘরোয়া টি-টোয়েন্টি আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসর শুরুর তারিখও ঠিক হয়েছে ৬ নভেম্বর। অর্থাৎ ইংল্যান্ড দল বাংলাদেশ সফর শেষে ৩ নভেম্বর চলে যাওয়ার তিন দিনের মধ্যেই বেজে উঠবে বিপিএলের দামামা। যদিও গত আসরের কিছু সমস্যা এখনো বয়ে বেড়াতে হচ্ছে বিসিবিকে। নাজমুলই জানাচ্ছিলেন তা, ‘সিলেট সুপারস্টারসের কাছে বোর্ডের পাশাপাশি খেলোয়াড়দেরও পাওনা আছে। তা না পেয়ে আমরা ব্যাংক গ্যারান্টি ভাঙাতে গিয়ে দেখি ওরা সেখানেও জটিলতা তৈরি করে রেখেছে। এ জন্য আমরা টাকাটা ক্যাশ করাতে পারিনি। তাই আমরা ওই ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

চলতি প্রিমিয়ার লিগের অনেক দলের বিরুদ্ধেও ক্রিকেটারদের পারিশ্রমিক ঠিকমতো পরিশোধ না করার অভিযোগ। তাদের জন্য নাজমুলের বেঁধে দেওয়া সময় ৭২ ঘণ্টার, ‘৭২ ঘণ্টার মধ্যে টাকা না দিলে বোর্ড দিয়ে দেবে। তবে ওই ক্লাবগুলোর বিরুদ্ধে যথাসম্ভব কঠিন ব্যবস্থাও আমরা নেব। প্রতি বছর এই এক জিনিস শুনতে চাই না।’ বিকেএসপিতে পণ্ড হওয়া আবাহনী-প্রাইম দোলেশ্বর ম্যাচের ভাগ্য নির্ধারণের আগে ঘটনার ভেতরে যাওয়ার জন্য চার সদস্যের একটি কমিটিও করে দিয়েছেন নাজমুল। যেখানে আছেন আম্পায়ার্স কমিটির প্রধান নাজমুল করিম, ডিসিপ্লিনারি কমিটির প্রধান শেখ সোহেল, বিসিবির চিফ ম্যাচ রেফারি রকিবুল হাসান ও টেকনিক্যাল কমিটির সদস্য আতহার আলী খান, ‘ওই ম্যাচ কী হয়েছে, তা জানতে কমিটি করে দেওয়া হয়েছে। সবার সঙ্গে কথা বলে কমিটি ৭২ ঘণ্টার মধ্যে রিপোর্ট দেবে আমাকে।’ তবে নির্বাচক কমিটির খোলনলচে বদলে ফেলার পর ছয় ঘণ্টা না যেতেই পদত্যাগের কথা জানিয়ে দিলেন ফারুক।

বাংলাদেশ সময়: ০:৫১:৩৮   ৩৪২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
সুনামগঞ্জ স্টেডিয়ামে দু’দিনব্যাপী কুস্তি উৎসব কাল থেকে শুরু
অসাধারণ জয় ও দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা
আর্জেন্টিনার জয় ও বাংলাদেশের উল্লাস -ভিডিও পোস্ট করল ফিফা
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
বিশ্ব কাপ ফুটবলে ইরানের কাছে হেরে গেল ওয়েলস
সর্বোচ্চ পারিশ্রমিক নেয়া ফুটবল দলের ১০ কোচ
হার দিয়ে মেসিদের বিশ্বকাপ শুরু
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী

আর্কাইভ