১৩ দল নিয়ে ওয়ানডে লিগের ভাবনা

Home Page » ক্রিকেট » ১৩ দল নিয়ে ওয়ানডে লিগের ভাবনা
রবিবার, ১৯ জুন ২০১৬



বঙ্গ-নিউজঃ 

শুধু দুই স্তরের টেস্ট ক্রিকেটই নয়, তিন বছর মেয়াদি একটি ওয়ানডে লিগ আয়োজনের কথাও ভাবছে আইসিসি। তিন বছরের এই প্রক্রিয়ার অংশ হবে ১৩টি দল।


আইসিসির আসছে সভায় টেস্ট ক্রিকেট দ্বি-স্তরের করার পাশাপাশি ওয়ানডে লিগ নিয়েও আলোচনা হবে।

প্রস্তাব অনুযায়ী ১৩টি দল নিয়ে হবে এই লিগ। প্রতিটি দল পরস্পরের সঙ্গে দেশে বা দেশের বাইরে ৩ ম্যাচের একটি করে সিরিজ খেলবে। ৩ বছরের এই প্রক্রিয়া শেষে দুটি দল খেলবে ফাইনালে। সেক্ষেত্রে ৩ বছরে প্রতিটি দল ফাইনাল ছাড়া খেলবে ৩৬টি ওয়ানডে।

এই টুর্নামেন্টের ফলাফলের ওপর নির্ভর করেই নির্ধারিত হতে পারে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা। ১০টি টেস্ট খেলুড়ে দেশের বাইরে এই লিগের অংশ হতে পারে আফগানিস্তান, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড।

এই লিগের বাইরেও চাইলে নিজ উদ্যোগে ওয়ানডে আয়োজন কতে পারবে দলগুলি। তবে সেসব ম্যাচ এই লিগের অংশ হিসেবে বিবেচিত হবে না।

আইসিসি কর্তাদের বিশ্বাস, বিশ্বকাপের বাইরে ওয়ানডে ম্যাচগুলোকে নতুন মাত্রা দেবে এই উদ্যোগ। দ্বিপাক্ষিক সিরিজগুলো এতে আরও অর্থবহ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। দর্শক ও টিভি সম্প্রচারকারী সংস্থার আগ্রহ বাড়বে অনেক; বাড়বে রাজস্ব। টি-টোয়েন্টির চ্যালেঞ্জ মোকাবেলায় ওয়ানডেকে টিকে থাকতেও সাহায্য করবে এই উদ্যোগ।

আইসিসি সভায় অনুমোদিত হলে ২০১৯ সাল থেকেই শুরু হয়ে যেতে পারে এই লিগ। চলতি মাসের শেষে এডিনবরায় হবে আইসিসি আগামী সভা।

বাংলাদেশ সময়: ১৬:৫৬:২২   ৪২১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ক্রিকেট’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
১০ উইকেটে ইংল্যান্ডের জয় : ভারতের বিদায়
স্বপ্নের ফাইনালে পাকিস্তান :টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে পাকিস্তান
পাকিস্তানকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার উৎসব
ভারতকে হারিয়ে পাকিস্তানের মধুর প্রতিশোধ
শনিবার সকালে ফিরছে বাংলাদেশ দল
টি-টোয়েন্টিতে কেমন হবেন ‘ওপেনার’ মুশফিক
ভুল বুঝতে পেরেছেন সাকিব!
সাকিবকে ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আর্কাইভ