নতুন ধরনের হেলমেট বাধ্যতামূলক চান মাশরাফি-তামিম

Home Page » ক্রিকেট » নতুন ধরনের হেলমেট বাধ্যতামূলক চান মাশরাফি-তামিম
রবিবার, ১৯ জুন ২০১৬



বঙ্গ-নিউজঃ

সোহরাওয়ার্দী শুভর আঘাত পাওয়া মাঠে থেকেই দেখেছেন হাবিবুল বাশার। তামিম ইকবাল দেখেছেন আরও কাছ থেকেই। মাঠে না থাকলেও খবর পেয়ে ছুটে এসেছিলেন মাশরাফি বিন মুর্তজা। শুভর গুরুতর কিছু না হওয়ায় স্বস্তি পেয়েছেন সবাই। তিনজনেরই দাবি, বাড়তি সুরক্ষা সম্বলিত নতুন ধরনের হেলমেট ব্যবহার বাধ্যতামূলক করা হোক।


তাসকিনের শঙ্কা ও স্বস্তি
আপাতত শঙ্কামুক্ত শুভ, রাখা হবে পর্যবেক্ষণে
বলের আঘাতে মাঠ ছাড়লেন সোহরাওয়ার্দী শুভ
দেড় বছর আগে ফিল হিউসের মৃত্যুর পর থেকেই মূলত হেলমেটের নিরাপত্তার ঘাটতির দিকগুলো আলোচনায় উঠে আসে। অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানের দুর্ঘটনার পর অনেকেই হেলমেটের পেছন দিকেও দুপাশে বাড়তি প্রতিরক্ষা ব্যবস্থাসহ হেলমেট ব্যবহার শুরু করে, যেটি সুরক্ষা দেয় ঘাড়কে।

হাবিবুল বাশারের খেলোয়াড়ি জীবনে ব্যাপারগুলো সেভাবে আলোচিত হয়নি। সেভাবে তাই প্রয়োজনও বোধ করেননি। তবে হিউসের ঘটনা দেখার পর এবং সাম্প্রতিক আরও বেশ কটি উদাহরণের পর এই হেলমেট ব্যবহার জরুরি মনে করছেন সাবেক অধিনায়ক ও এখনকার নির্বাচক।

“একটা সময় হেলমেট ছিল না। প্রয়োজনের তাগিদেই সেটা এসেছে। এখন বাড়তি সুরক্ষাযুক্ত এই হেলমেট এসেছে, কেন ব্যবহার করা হবে না? অনেক সময় ক্রিকেটাররা অনেকেই নতুন কিছুর সঙ্গে মানিয়ে নিতে চায় না। কিন্তু একটু বাড়তি সুরক্ষা যদি অনেক বড় ঝুঁকি এড়াতে পারে, তাহলে সেটি ব্যবহার অবশ্যই বাধ্যতামূলক করা উচিত।”

হিউসের মৃত্যুর পর ব্যাটসম্যানদের নিরাপত্তা-সুরক্ষা নিয়ে অনেকবারই কথা বলেছেন মাশরাফি। শুভর ঘটনার পর আরও একবার জানালেন উৎকণ্ঠা।

বাংলাদেশ সময়: ১৬:৪৬:১৬   ৪০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ক্রিকেট’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
১০ উইকেটে ইংল্যান্ডের জয় : ভারতের বিদায়
স্বপ্নের ফাইনালে পাকিস্তান :টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে পাকিস্তান
পাকিস্তানকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার উৎসব
ভারতকে হারিয়ে পাকিস্তানের মধুর প্রতিশোধ
শনিবার সকালে ফিরছে বাংলাদেশ দল
টি-টোয়েন্টিতে কেমন হবেন ‘ওপেনার’ মুশফিক
ভুল বুঝতে পেরেছেন সাকিব!
সাকিবকে ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আর্কাইভ