প্রসন্নর তাণ্ডবে সিরিজ শ্রীলঙ্কার

Home Page » ক্রিকেট » প্রসন্নর তাণ্ডবে সিরিজ শ্রীলঙ্কার
রবিবার, ১৯ জুন ২০১৬



বঙ্গ-নিউজঃ

১৩৬ রানের জয়ে দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতেছে অ্যাঞ্জেলো ম্যাথিউসের দল।

ইংল্যান্ড সিরিজের আগে পরীক্ষা-নিরীক্ষার শেষ সুযোগ হাতছাড়া করেনি শ্রীলঙ্কা। চার বছর পর ওয়ানডে খেলেছেন অলরাউন্ডার ফারভিজ মাহরুফ, তিন নম্বরে ব্যাটিংয়ে নামানো হয় প্রসন্নকে।

শনিবার ডাবলিনে টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ৩৭৭ রান করে শ্রীলঙ্কা। জবাবে ৪৫ ওভারে ২৪১ রানে অলআউট হয়ে যায় আয়ারল্যান্ড।

বড় লক্ষ্য তাড়ায় শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় আয়ারল্যান্ড। আসা-যাওয়ার মিছিলে প্রতিরোধ গড়েন কেবল জন অ্যান্ডারসন, স্টুয়ার্ট পয়েন্টাররা।

১৮৭ রানে ৯ উইকেট হারানো স্বাগতিকরা আড়াইশ’ রানের কাছাকাছি যায় অ্যান্ডি ম্যাকব্রায়ানের দৃঢ়তায়। ৬৪ বলে ৭টি চার আর দুটি ছক্কায় ৭৯ রান করেন তিনি।

৩৮ রানে ৪ উইকেট নিয়ে শ্রীলঙ্কার সেরা বোলার সুরঙ্গা লাকমল।

এর আগে দানুশকা গুনাথিলাকার সঙ্গে পেরেরার ১৪৭ রানের উদ্বোধনী জুটিতে শুরুটা দারুণ হয় শ্রীলঙ্কার। রান আউট হয়ে গুনাথিলাকার বিদায়ে ভাঙে ২৬.২ ওভার স্থায়ী এই জুটি।

আগের ম্যাচে শতক করা দিনেশ চান্দিমাল, উপুল থারাঙ্গাদের রেখে তিন নম্বরে শ্রীলঙ্কা পাঠায় প্রসন্নকে। ২৭ ম্যাচে ৯.১৯ গড়ে রান করা এই খেলোয়াড়ের ব্যাটিং পজিশন নিয়ে নিশ্চিত নয় তার দল।

এদিন নিজের ২৪তম ইনিংস খেলতে নামেন প্রসন্ন, এরই মধ্যে আট পজিশনে ব্যাটিং করা হয়ে গেছে তার! শনিবারের ইনিংসে ফ্লোটার হিসেবে নিজের সামর্থ্য দেখালেন তিনি। তবে অল্পের জন্য ভাঙতে পারেননি সনাৎ জয়াসুরিয়ারার ২০ বছরের পুরনো রেকর্ড।

৪৮ বলে শতক করে শ্রীলঙ্কার হয়ে ওয়ানডেতে দ্রুততম শতকের রেকর্ড এখনও জয়াসুরিয়ার অধিকারে। নিজের দশম ছক্কাটি হাঁকাতে গিয়ে ক্যাচে পরিণত হলে ৫ রানের জন্য রেকর্ড গড়া হয়নি প্রসন্নর।

মুখোমুখি হওয়া প্রথম বলেই লং অফ দিয়ে ছক্কা হাঁকান প্রসন্ন। পুরো ম্যাচেই চালিয়ে গেছেন এমন তাণ্ডব। টিম মুরতাঘের বলে বোল্ড হওয়ার আগে ৪৬ বলে ৯টি ছক্কা ও ৫টি চারে ৯৫ রানের ইনিংসটি খেলেন।

ক্যারিয়ার সেরা ১৩৫ রান করতে ১২৮ বল খেলেন পেরেরা। এটি তার তৃতীয় শতক। অফ সাইডের ফিল্ডারদের ব্যতিব্যস্ত রাখা ইনিংসে ১৬টি চার ও দুটি ছক্কা মারেন।

পেরেরার সঙ্গে ১৬১ রানের জুটি গড়া প্রসন্নর বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় চারশ’ পর্যন্ত যেতে পারেনি শ্রীলঙ্কা। দলটির শেষ তিন ওভারে আসে ১৫ রান, এই সময়ে তারা হারায় ৪ উইকেট।

আগের ম্যাচে শতক করা চান্দিমাল নামেন সাত নম্বরে। সেই ম্যাচে আট নম্বরে ব্যাট করা থারাঙ্গা এক ধাপ নেমে ক্যারিয়ারে প্রথমবারের মতো ব্যাট করে নয় নম্বরে।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা: ৫০ ওভারে ৩৭৭/৮ (পেরেরা ১৩৫, গুনাথিলাকা ৬৩, প্রসন্ন ৯৫, শানাকা ১, মাহরুফ ২৯, ম্যাথিউস ২৪, চান্দিমাল ৩, মেন্ডিস ৮, থারাঙ্গা ১*, এরাঙ্গা ০*; মুরতাঘ ৩/৬৬, ম্যাকার্থি ২/৫২, ম্যাকব্রায়ান ১/৬০, র‌্যাঙ্কিন ১/৮৬)

আয়ারল্যান্ড: ৪৫ ওভারে ২৪১ (পোর্টারফিল্ড ৮, স্টার্লিং ২২, জয়েস ৯, অ্যান্ডারসন ৩৪, ও’ব্রায়েন ১২, পয়েন্টার ৩৬, উইলসন ১১, ম্যাকব্রায়ান ৭৯, ম্যাকার্থি ৫, মুরতাঘ ০, র‌্যাঙ্কিন ১৮*; লাকমল ৪/৩৮, প্রসন্ন ২/৩২, ম্যাথিউস ১/৩৪, শানাকা ১/৩৫, গুনাথিলাকা ১/৪০,মাহরুফ ১/৬০)

ফল: শ্রীলঙ্কা ১৩৬ রানে জয়ী।

আরও পড়ুন

বাংলাদেশ সময়: ১৬:৩৩:১৬   ৪২৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ক্রিকেট’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
১০ উইকেটে ইংল্যান্ডের জয় : ভারতের বিদায়
স্বপ্নের ফাইনালে পাকিস্তান :টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে পাকিস্তান
পাকিস্তানকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার উৎসব
ভারতকে হারিয়ে পাকিস্তানের মধুর প্রতিশোধ
শনিবার সকালে ফিরছে বাংলাদেশ দল
টি-টোয়েন্টিতে কেমন হবেন ‘ওপেনার’ মুশফিক
ভুল বুঝতে পেরেছেন সাকিব!
সাকিবকে ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আর্কাইভ