ড্রোন দিয়ে সেলফি!

Home Page » বিজ্ঞান-প্রযুক্তি » ড্রোন দিয়ে সেলফি!
রবিবার, ১৯ জুন ২০১৬



http://cdn.bn.ntvbd.com/site/photo-1466237320

বঙ্গ-নিউজঃ

কোথাও বেড়াতে গেছেন অথচ সেলফি না তুললে কি হয়। বন্ধুদের সঙ্গে ঘোরাঘুরির ছবি শেয়ার করতে সেলফি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা অনেকটা রেওয়াজে পরিণত হয়েছে। তবে জাপানের এক দম্পতি একে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়।

জাপানি দম্পতি মেরিকো ও ক্যাজ ইয়াগুচি ২০১৫ সালে তাঁদের হানিমুনে ৪১টি দেশ ভ্রমণ করেন। দেশ ভ্রমণের স্মৃতি ধরে রাখতে তুলেছেন অনেক সেলফি। তবে এই সেলফি স্মার্টফোন বা সাধারণ কোনো ক্যমেরায় তোলা হয়নি। জাপানি ইয়াগুচি দম্পতি সেলফি তুলেছেন ড্রোনের ক্যামেরায়।

ইয়াগুচি দম্পতির বিশেষ তোলা সেলফির নাম দিয়েছেন ‘ড্রোনি’। একে ‘ড্রোনফি’ বললেও অবশ্য ভুল হবে না। ওই মেকিরো ও ক্যাজ তাঁদের ড্রোনে তোলা সেলফির কয়েকটি নিয়ে বিশেষ ভিডিও তৈরি করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার পর তাঁদের সেলফি ভিডিও শুধু বন্ধুদের কাছে আলোচিত হয়নি, রীতিমতো সাড়া ফেলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

মেরিকো ও ক্যাজ দম্পতির সেফলি ভিডিও সামাজিক যোগযোগ মাধ্যমে পোস্ট করা হয় ৯ মে। এর পর থেকে ১০ লাখের বেশি মানুষ ভিডিওটি দেখেছে।

সামাজিক যোগযোগমাধ্যমে জাপানি দম্পতির ভিডিও সেলফি যথেষ্ট প্রশংসা কুঁড়িয়েছে। ওই দম্পতির ধারণাটি যেমন নতুন, তেমনি ড্রোনে করা সেলফি ভিডিওর নান্দনিক সৌন্দর্যও কম নয়। শহর, প্রকৃতিসহ বিভিন্ন স্থানে তোলা ড্রোনের ভিডিওতে নির্দিষ্ট স্থানকে নতুন রূপে চোখে পড়েছে।

মজার বিষয় হলো সেলফি ভিডিও তোলার সময় ড্রোন নিয়ন্ত্রণের দ্বায়িত্ব ছিল ক্যাজের। হানিমুনে বিশ্বভ্রমণে যাওয়ার আগে মাত্র দুবার ড্রোন চালানোর অভিজ্ঞতা ছিল তাঁর। তবে সেলফি ভিডিও দেখে অনেকেই একে পেশাদার ড্রোন চালকের কাজ বলে ভাবতে পারেন।

বাংলাদেশ সময়: ৯:৫০:৩৪   ৩৮৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিজ্ঞান-প্রযুক্তি’র আরও খবর


ব্যবহৃত ল্যাপটপ ওয়ারেন্টিসহ বিক্রি করছে Device mama
ইতিহাসে প্রথম, ল্যাবে তৈরি রক্ত মানুষের দেহে !
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
যবিপ্রবির ৯ কর্মকর্তা-কর্মচারীর সনদ জাল- আইনি ব্যবস্থা গ্রহণ
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
মোবাইল ব্যাংকিং এখন গ্রাহক সংখ্যা ১৮ কোটি ছাড়িয়ে গেছে এবং দৈনিক লেনদেনও ৩ হাজার কোটি টাকা ছাড়িয়েছে
চাঁদের উদ্দেশে নাসার রকেট উড়াল দেবে
আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ছাড়বে রাশিয়া
“Whatsapp” এ কল রেকর্ড করবেন যেভাবে ?
তাইওয়ান সীমান্তে চীনা যুদ্ধবিমান; ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর

আর্কাইভ