প্রযুক্তি খাতে ভ্যাট-ট্যাক্স ডিজিটাল বাংলাদেশ নির্মাণের প্রতিবন্ধকতা

Home Page » বিজ্ঞান-প্রযুক্তি » প্রযুক্তি খাতে ভ্যাট-ট্যাক্স ডিজিটাল বাংলাদেশ নির্মাণের প্রতিবন্ধকতা
বৃহস্পতিবার, ১৬ জুন ২০১৬



প্রযুক্তি খাতে ভ্যাট-ট্যাক্স ডিজিটাল বাংলাদেশ নির্মাণের প্রতিবন্ধকতা

বঙ্গ-নিউজঃ তথ্যপ্রযুক্তি খাতে ভ্যাট-ট্যাক্স ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ ব্যাহত করবে বলে মন্তব্য করলেন এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ। বুধবার এফবিসিসিআই মিলনায়তনে প্রস্তাবিত বাজেটে তথ্যপ্রযুক্তি খাতসংশ্লিষ্টদের বাজেট প্রস্তাবনা নিয়ে ‘ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বাজেট ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।।

এফবিসিসিআই এর সদস্যভুক্ত সকল তথ্যপ্রযুক্তি সংগঠনগুলোর পক্ষ থেকে এই সভা আয়োজিত হয়।

এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ বলেন, সরকার ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের মূল চালিকাশক্তি হলো তথ্যপ্রযুক্তি নির্ভর খাতগুলো। এই খাতের উপর বিভিন্ন পর্যায়ে ভ্যাট ও ট্যাক্স ধার্য করা হলে তা ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও তথ্যপ্রযুক্তি খাতকে বিশেষ গুরুত্ব গিয়ে নির্দিষ্ট সময়ের জন্য ভ্যাট-ট্যাক্স রহিত করতে হবে।

এফবিসিসিআইয়ের প্রথম ভাইস প্রেসিডেন্ট শফিউল ইসলাম বলেন, একটি দেশের সরকারের সর্বোচ্চ পৃষ্ঠপোষকতা ছাড়া কোনো খাতের উন্নয়ন সম্ভব নয়। তাই আমাদের গার্মেন্টস খাতে যেভাবে বিভিন্ন প্রনোদনার মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে, সেভাবেই তথ্যপ্রযুক্তি খাতকে এগিয়ে নিয়ে যেতে হবে।

বেসিস সভাপতি ও এফবিসিসিআই পরিচালক শামীম আহসান বলেন, দেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন ও ডিজিটাল বাংলাদেশ বিনির্মাতে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচির অন্তত ১০ শতাংশ বাজেট সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি খাতের জন্য বরাদ্ধ রাখতে হবে। এছাড়া তথ্যপ্রযুক্তি খাতের বাড়িভাড়ার উপর আরোপিত ট্যাক্স ও সম্ভাবনাময় ই-কমার্স খাতের ট্যাক্স রহিত করা প্রয়োজন।

এছাড়াও আলোচনা করেন এফবিসিসিআই পরিচালক শাফকাত হায়দার, এম শোয়েব চৌধুরী, আইএসপিএবির উপদেষ্টা আখতারুজ্জামান মঞ্জু, এফবিসিসিআইয়ের স্ট্যান্ডিং কমিটি অন ডিজিটালাইজেশন অব ট্রেড বডিজের চেয়ারম্যান আক্কাস মাহমুদ, বিসিএস সভাপতি আলী আশফাক, আইএসপিএবি মহাসচিব এমদাদুল হক, এমটব মহাসচিব এ টি এম নুরুল কবির, ই-ক্যাব সভাপতি রাজিব আহমেদ, বাক্য যুগ্ম-মহাসচিব আমিনুল হক, বিএমপিআইএ সভাপতি রুহুল আমিন আল মাহবুব, সিপিএএবি সভাপতি এটিএম মাহবুবুল আলম, বিসিএমএ সভাপতি মির্জা শামসুল ইসলাম, বিএমপিবিএ সভাপতি নাজিম উদ্দিন জিতু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬:০৩:৪৭   ৩৫৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিজ্ঞান-প্রযুক্তি’র আরও খবর


ব্যবহৃত ল্যাপটপ ওয়ারেন্টিসহ বিক্রি করছে Device mama
ইতিহাসে প্রথম, ল্যাবে তৈরি রক্ত মানুষের দেহে !
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
যবিপ্রবির ৯ কর্মকর্তা-কর্মচারীর সনদ জাল- আইনি ব্যবস্থা গ্রহণ
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
মোবাইল ব্যাংকিং এখন গ্রাহক সংখ্যা ১৮ কোটি ছাড়িয়ে গেছে এবং দৈনিক লেনদেনও ৩ হাজার কোটি টাকা ছাড়িয়েছে
চাঁদের উদ্দেশে নাসার রকেট উড়াল দেবে
আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ছাড়বে রাশিয়া
“Whatsapp” এ কল রেকর্ড করবেন যেভাবে ?
তাইওয়ান সীমান্তে চীনা যুদ্ধবিমান; ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর

আর্কাইভ