এমএনপি অপারেটর নিয়োগে নিলাম ২১ সেপ্টেম্বর

Home Page » অর্থ ও বানিজ্য » এমএনপি অপারেটর নিয়োগে নিলাম ২১ সেপ্টেম্বর
মঙ্গলবার, ১৪ জুন ২০১৬



এমএনপি অপারেটর নিয়োগে নিলাম ২১ সেপ্টেম্বর

বঙ্গ-নিউজঃ  মোবাইল নম্বর অপ‌রিবর্তিত রেখে অন্য অপারেটরের সেবাগ্রহণ (এমএনপি) কার্যক্রম পরিচালনার জন্য অপারেটর নিয়োগে নিলাম অনুষ্ঠিত হবে আগামী ২১ সেপ্টেম্বর।

আগামী সপ্তাহ থেকে আগ্রহী প্রতিষ্ঠানকে নিলামে অংশগ্রহণের জন্য আবেদন করতে হবে। তবে নিলামে কোনো ‌মোবাইল অপারেটর কোম্পানি কিংবা বিদেশি প্রতিষ্ঠান অংশ নিতে পারবে না।

মঙ্গলবার (১৪ জুন) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বি‌টিআরসি) চেয়ারম্যান শাহজাহান মাহমুদ এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

এমএনপি সেবা চালুর নীতিমালা, গ্রাহক সেবা ও নিলাম রোডম্যাপসহ সর্বশেষ অগ্রগতি সম্পর্কে জানাতে বিটিআরসি কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

শাহজাহান মাহমুদ বলেন, ‘নিলাম প্রক্রিয়া শেষ হওয়ার পর লাইসেন্স হস্তান্তর করে এ বছর সেবা চালু করা যাবে বলে আমরা আশা করছি।’

মোবাইল ফোন নম্বর অপরিবর্তিত রেখে অপারেটর বদলের কাজ কারা পাবে, সেই প্রক্রিয়া ‘স্বচ্ছ’ করতে কয়েকটি মূল্যায়ন মানদণ্ড যুক্ত করে গত জানুয়ারিতে এমএনপি নীতিমালার সংশোধিত খসড়া চূড়ান্ত করে বিটিআরসি। ২ ডিসেম্বর এমএনপি নীতিমালায় অনুমোদন দেয় অর্থ মন্ত্রণালয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোর পর মে মাসে তা চূড়ান্ত অনুমোদন পায়।

এমএনপি সুবিধা দিতে অপারেটরা গ্রাহকদের কাছ থেকে ৩০ টাকা নিতে পারবে। আর একবার এমএনপি সুবিধা নেওয়ার পর গ্রাহক আবার নতুন কোনো অপারেটরে যেতে চাইলে তাকে ৯০ দিন অপেক্ষা করতে হবে।

বর্তমানে ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশ ছাড়াও প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানে মোবাইল নম্বর পোর্টেবিলিটি বা এমএনপি পরিষেবা চালু রয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৫১:০৩   ৩৫১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থ ও বানিজ্য’র আরও খবর


অর্থনীতি নভেম্বরে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৮৫ শতাংশ
ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
চেক ডিজঅনার মামলার রায় দুই মাসের জন্য স্থগিত
মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসের আড়ালে হুন্ডি, গ্রেপ্তার ৬
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
বৈশ্বিক নানা সংকট সত্ত্বেও বাড়লো মাথাপিছু আয়
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
আইএমএফ এর সাথে সমঝোতা : সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ দেবে
আইএমএফ এর ঋণ গ্রহণ করা হবে নিরাপদ রিজার্ভ গড়ে তোলার জন্য: বাণিজ্যমন্ত্রী
টবগী-১ কূপে পাওয়া যাবে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আর্কাইভ