ওমর মতিন সমকামী ছিলেন: স্ত্রী

Home Page » বিশ্ব » ওমর মতিন সমকামী ছিলেন: স্ত্রী
মঙ্গলবার, ১৪ জুন ২০১৬



অরল্যান্ডোর সমকামী নৈশক্লাবে হত্যাযজ্ঞের হোতা ওমর মতিন নিজেই সমকামী ছিলেন বলে জানিয়েছেন তার সাবেক স্ত্রী সিতোরা ইউসুফি।ব্রাজিলের একটি টিভিকে দেয়া সাক্ষাৎকারে এমন বোমা ফাটানো তথ্য দেন তিনি।

ইউসুফি বলেছেন, সাবেক স্বামী সমকামী ছিলেন বলে তিনি জোর সন্দেহ করতেন।

এসবিটি ব্রাজিল নামে ওই টিভিতে দেয়া সিতোরা ইউসুফির সাক্ষাৎকার উদ্ধৃত করে নিউইয়র্ক পোস্ট লিখেছে, তার এই সন্দেহের কথা মিডিয়াকে না বলার পরামর্শ দিয়েছিল তদন্ত সংস্থা এফবিআই।

পর্তুগিজ ভাষায় তার পক্ষে এই সাক্ষাৎকারে কথা বলেন, সিতোরা ইউসুফির বর্তমান প্রেমিক মার্কো দিয়াজ।

ইউসুফি বলেন, মতিনের এই সমকামী চরিত্রের কথা তার বাবাও জানতেন।

মতিনের বাবা তার (ইউসুফি) সামনেই একবার ছেলেকে সমকামী বলে ভর্ৎসনা করেছিলেন বলে দাবি করেন তিনি।

ওমর মতিনের যৌন পরিচয় নিয়ে যে সন্দেহ তৈরি হয়েছে, সাবেক স্ত্রীর এই বক্তব্য তা নিঃসন্দেহে আরও শক্ত করবে।

এদিকে ওমর মতিনের সাবেক সহপাঠীকে উদ্ধৃত করে ফ্লোরিডার পাম বিচ পোস্ট লিখেছে, ২০০৬ সালে ইন্ডিয়ান রিভার কম্যুনিটি কলেজে পড়ার সময় প্রায়ই তারা একসঙ্গে সমকামী বারগুলোতে যেতেন। ওই সহপাঠী বলেন, মতিন তাকে একদিন প্রেমের প্রস্তাবও দিয়েছিল।

ওই সহপাঠী বলেছেন, তার সন্দেহ ছিল ভেতরে ভেতরে মতিন একজন সমকামী ছিলো।

পালস নামে অরল্যান্ডোর সমকামী নৈশক্লাবটি হামলার শিকার হয়েছে, তার একজন গায়ক স্থানীয় একটি পত্রিকাকে বলেছেন, ওমর মতিন বছর তিনেক ধরে ওই ক্লাবে যেতেন।

ক্রিস ক্যালেন নামে ওই গায়কের স্বামী বলছেন, তিনি একদিন দেখেছেন মাতলামির কারণে রক্ষীরা ওমর মতিনকে ক্লাব থেকে বের করে দিচ্ছে।

ওই নৈশক্লাবের আরও অন্তত চারজন বহুবার মতিনকে সেখানে দেখেছেন বলে জানিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি এমএসএনবিসি টিভিকে বলেছেন গ্রিনডিআর, অ্যাডাম-ফর-অ্যাডামসহ বেশ কয়টি সমকামী ডেটিং অ্যাপ ব্যবহার করতেন ওমর মতিন। ওই ব্যক্তি বলেন, তার দুই বন্ধুকে মতিন প্রেমের প্রস্তাব পাঠিয়েছিল।

বাংলাদেশ সময়: ২৩:৩৩:১৯   ৩৭০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিশ্ব’র আরও খবর


বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী
উত্তর কোরিয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো জাপান সাগর লক্ষ্য করে
মার্কিন প্রতিনিধি পরিষদের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা : ন্যান্সি পেলোসি
চাঁদের উদ্দেশ্যে ছুটল ‘আর্টেমিস-১’
জার্মানি, পোল্যান্ড রাশিয়ার গ্যাস সম্পদকে রাষ্ট্রীকরণ করেছে
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
ইউক্রেন থেকে গম নিয়ে “ম্যাগনাম ফরচুন” চট্টগ্রাম বন্দরে

আর্কাইভ