মালিবাগ-মৌচাক সড়ক মেরামতে মন্ত্রীর অপরাগতা প্রকাশ

Home Page » জাতীয় » মালিবাগ-মৌচাক সড়ক মেরামতে মন্ত্রীর অপরাগতা প্রকাশ
মঙ্গলবার, ১৪ জুন ২০১৬



বঙ্গ-নিউজ:

রাজধানীর মালিবাগ-মৌচাক সড়ক সাত দিনের মধ্যে মেরামতের কথা বলে পঞ্চম দিনে এসে নিজের অপরাগতা প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ফ্লাইওভার এলজিআরডি মন্ত্রণালয় ও সড়ক সিটি করপোরেশনের আওতাভুক্ত হওয়ায় এ বিষয়ে প্রকৃতপক্ষে তার কিছু করার নেই।

বিষয়টি নিয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী কথা বলতেই নারাজ। আর ঢাকা দক্ষিণ সিটি মেয়র সাঈদ খোকন সড়কটি চলাচল উপযোগী করে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

এরইমধ্যে মগবাজার-মৌচাক-মালিবাগ-রাজারবাগ আর শান্তিনগরমুখী সড়কে যাতায়াতকারীদের ভোগান্তি দিনকে দিন বেড়েই চলেছে।

গত বুধবার পরিদর্শনে গিয়ে মালিবাগ-মৌচাক সড়ক মেরামতে জন্য সময়সীমা বেধে দেন সড়ক পরিবহন।

কিন্তু পাঁচ দিন পার হলেও এক্ষেত্রে কোনো তৎপরতা দেখা যায়নি বরং রাস্তার অবস্থা হয়েছে আরো বেহাল। মগবাজার থেকে মৌচাক-মালিবাগ-রাজারবাগ আর শান্তিনগরগামী সড়কে একটু বৃষ্টিতেই জমছে পানি, পানি কমলে হচ্ছে কাঁদা। চার রাস্তার মোড়ে চলছে ফ্লাইওভার নির্মাণের কাজ। রাস্তা থেকে পিচ উঠে গেছে বহু আগেই খানাখন্দ আর গর্ত সড়কজুড়ে। হেলেদুলে চলছে যানবাহন। এ সড়কে চলাচলকারী সবারই ভোগান্তি চরমে।

বিষয়টি নিয়ে প্রশ্ন করলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানান, সাতদিনের কথা বললেও তিনি এ নিয়ে কাজ এগুতে পারেননি।

এদিকে, মালিবাগ-মৌচাক সড়ক পরিদর্শনে এসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন জানান, পুরোপুরি সম্ভব না হলে জনভোগান্তি কমাতে ব্যবস্থা নেয়া হবে।

গত বুধবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর পাশে থেকে রাস্তা ঠিক করে দেয়ার প্রতিশ্রুতি দিলেও এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে চাননি স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা।

বাংলাদেশ সময়: ০:২৫:৫৬   ৩৬৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ