পর্যাপ্ত পানি পান করা প্রয়োজন রোজাদারদের

Home Page » স্বাস্থ্য ও সেবা » পর্যাপ্ত পানি পান করা প্রয়োজন রোজাদারদের
সোমবার, ১৩ জুন ২০১৬



M

বঙ্গ-নিউজঃ

সাধারণত দৈনিক একজন প্রাপ্ত বয়স্ক মানুষের ৮-১০ গ্লাস পানি পান করা প্রয়োজন। তবে রমজান মাসে অভুক্ত থাকার জন্য অনেক ক্ষেত্রে পর্যাপ্ত পানি পান করা হয় না। আর এর ফলে ডিহাইড্রেশন কিংবা শরীরে পানি শূন্যতা দেখা দিতে পারে।

তাছাড়া গরম আবহাওয়া, পরিশ্রমের কাজ এবং অতিরিক্ত গৃহস্থলির কাজে শরীর থেকে প্রচুর পরিমান পানি বের হয়ে পানি শূন্যতা তৈরি হতে পারে। আপনার যদি অতিসামান্য ইউরিন তৈরি হয় কিংবা প্রস্রাব বন্ধ হয় অথবা পানি শূন্যতার জন্য অজ্ঞান হবার অবস্থা তৈরি হয় তাহলে ইসলামের বিধান অনুযায়ী আপনি রোজা ভাঙার সিদ্ধান্ত নিতে পারেন। কিন্তু পানি শূন্যতা যাতে তৈরি না হয় তার জন্য প্রত্যেক রোজাদার ব্যক্তির আগাম প্রস্তুতি থাকতে/নিতে হবে।

যেমন: ইফতারি এবং রাতের খাবারের পর প্রচুর পানি পান করতে হবে। এর পাশাপাশি সেহরি খাওয়ার পূর্বে অথবা সেহরির সময় প্রচুর পানি এবং তরল পদার্থ পান করতে হবে। তাহলে ডিহাইড্রেশন কিংবা পানি শূন্যতা দেখা দেবে না। শুধু পানি পান নয়, আপনি পানির পরিবর্তে ঘরে তৈরি লেবুর শরবত, ডাবের পানি, মানসম্মত জুস, সুপ, তরল দুধ ইত্যাদি পান করতে পারেন।

মনে রাখতে হবে কোন অবস্থায় রোজা থাকাকালীন পানি শূন্যতা হতে দেয়া যাবে না। এজন্য প্রয়োজনে পরিশ্রমের কাজ, ব্যায়াম কিংবা শরীর চর্চা এবং রোদে বেশিক্ষণ না থাকাই ভালো। তবে পানি শূন্যতা বা ডিহাইড্রেশনের জন্য জীবন বিপন্ন হবার আশঙ্কা থাকলে অবশ্যই দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

বাংলাদেশ সময়: ১১:৫৬:৫৭   ৪৯৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

স্বাস্থ্য ও সেবা’র আরও খবর


২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
ষাটোর্ধ্ব মানুষ আগে পাবেন করোনার টিকার চতুর্থ ডোজ : স্বাস্থ্যমন্ত্রী
কিছু লোক দেশের চিকিৎসায় আস্থা রাখতে পারে না-শেখ হাসিনা
বাড়ির আঙ্গিনাতেই আছে ওজন কমানোর উপায়
মারাত্মক আঘাত হানতে পারে সিত্রাং দেশের ১৩ জেলায়
অ্যানেন্সেফ্লাই কী? - রুমা আক্তার
পঞ্চগড়ে করতোয়া নদীতে নৌকা ডুবে ২৪ জনের মৃত্যু
জিনগত ত্রুটির অপর নাম “ডাউন সিনড্রোম”- রুমা আক্তার
৭৫ দেশে ছড়িয়ে গেছে মাঙ্কিপক্স , সর্বোচ্চ সতর্কতা জারি
আবার করোনার পাগলা ঘোড়া, এক লাফে মৃত্যু ১২!

আর্কাইভ