তরবারি খেকো নারী

Home Page » ফিচার » তরবারি খেকো নারী
সোমবার, ১৩ জুন ২০১৬



তরবারি খেকো নারী বঙ্গ-নিউজঃভয়ংকর দৃশ! একি করছে সুন্দরী নারী! একের পর এক তরবারি ঢুকে যাচ্ছে তার পেটে। যেমন ধারালো একেকটা তরবারি, তেমনই ধার তার শরীরের খাঁজে খাঁজে।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক। কয়েকশ মানুষ উপস্থিত একটি হলরুমে। হঠাৎ সামনের কালো পর্দা সরে গেল। এ সময় মঞ্চে এসে দাঁড়ালেন সংক্ষিপ্ত পোশাক পড়া আর আবেদনময় টানটান শরীরের এক নারী। তার হাতে কয়েক ডজন ট্যাটু আঁকা। কিন্তু তখন পর্যন্ত কেউ বুঝতেই পারছিল না, কি হতে যাচ্ছে। কতটা ভয়ঙ্কর ঘটনা ঘটতে যাচ্ছে।
কিছু বুঝে উঠার আগেই ওই সুন্দরী শরীরকে বিভিন্নভাবে তুলে ধরে দেখাতে লাগলেন নানা কসরত। একপর্যায়ে মুখখানি উপরে তুলে পুরো শরীর গোল করে আনেন। আর একে একে ছয়টি তরবারি ঢুকোতে থাকেন তার খাদ্যনালীর পথে। একেকটি দুই ফুট তরবারি। দেহের বুক-পেট পুরোটা ছাড়িয়ে তলপেট পর্যন্ত পৌঁছে যায়। এ দৃশ দেখে সবার চোখ কপালে উঠার যোগার। ভয়ে, আশ্চর্যে শক্ত হয়ে যান দর্শকরা।
তরবারি খেকো নারী এই রেশ কাটতে না কাটতেই শুরু হয় নতুন আরেক কারিশমা। মুখে প্রবেশ করাতে লাগলেন আগুন। একসময় মুখ থেকে আগুনের গোলা বের হয়ে আসতে থাকে। এসব দেখে হলিউডের কোন রোমাঞ্চকর ছবির কথা মনে পড়ে যায় দর্শকদের। তবে এই ঘটনা কিন্তু কোন ছবি না। বাস্তবের কোন ঘটনা।
এই আজব নারী হচ্ছেন হিথার হলিডে। তিনি বড় হয়েছেন নিউ ইয়র্ক সিটিতে। ১৭ বছর বয়স থেকেই সার্কাস দেখান তিনি। তার এসব কেরামতি সার্কাসের পার্শ্ব পারফরফ্যান্স । তাই সবমিলিয়ে সার্কাসের সব আয়োজনে প্রধান আকর্ষণ হয়েই থাকেন এই সুন্দরী। তাকে বলা হয় বিশ্বের সবচেয়ে কম বয়সী তরবারি খেকো নারী।
এ বিষয়ে হিথার জানালেন, কোনি আইল্যান্ড সার্কাসে তিনি তখন ইন্টার্ন হিসেবে কাজ শিখছিলেন। একবার নির্দিষ্ট পারফর্মার না থাকায় তাকেই সাইড শো করার জন্য দেয়া হলো। সেই থেকেই করে যাচ্ছেন।
তবে কাজ সম্পর্কে তিনি জানালেন, এটি ভীষণ কঠিন। যার জন্য প্রয়োজন চর্চা আর চর্চা।

বাংলাদেশ সময়: ১০:৫৮:০৬   ৩৭৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ফিচার’র আরও খবর


অ্যানেন্সেফ্লাই কী? - রুমা আক্তার
শেখ হাসিনা বাংলাদেশে নারী ক্ষমতায়নের অগ্রদূত : স্পিকার ; ১০০০ নারী উদ্যোক্তা’র মধ্যে ৫ কোটি টাকার অনুদান প্রদান
“ম্রো’ আদিবাসীর গো হত্যা’ অনুষ্ঠাণ ” - তানিয়া শারমিন
আলোকিত স্বপ্ন নিয়ে তৃতীয় বর্ষে রবিকর ফাউন্ডেশন
নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন রক্ষায় প্রয়োজন জেন্ডার সংবেদনশীল নীতির পর্যালোচনা
জিনগত ত্রুটির অপর নাম “ডাউন সিনড্রোম”- রুমা আক্তার
মোহাম্মদ শাহ আলমের জীবন ও কর্ম
ইসফাহান নেসফে জাহান
সিলেটে গ্রুপ ফেডারেশনের কর্মশালায় বির্তকিত মুরাদ- আয়োজকদের দুঃখ প্রকাশ
ডলারের দাম যেভাবে বাড়ছে, টাকার দাম কেন কমছে

আর্কাইভ