ভেজাল ওষুধ উৎপাদনে সহযোগী ওষুধ প্রশাসন অধিদফতর!

Home Page » জাতীয় » ভেজাল ওষুধ উৎপাদনে সহযোগী ওষুধ প্রশাসন অধিদফতর!
সোমবার, ১৩ জুন ২০১৬



ভেজাল ওষুধ উৎপাদনে সহযোগী ওষুধ প্রশাসন অধিদফতর! ওষুধ প্রশাসন অধিদফতরের অর্থলোভী ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের কারণেই ভেজাল ও নিম্নমানের ওষুধ প্রস্তুত প্রতিরোধ করা যাচ্ছে না বলে মনে করছে সংসদীয় কমিটি। তাই প্রস্তুতকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পাশাপাশি এসব দুর্নীতিবাজদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের তাগিদ দিয়েছে কমিটি। এজন্য প্রয়োজনে বিদ্যমান আইন ও বিধিমালার সংশোধন করে এটিকে যুগোপযোগী করার পরামর্শ দেয়া হয়েছে। একইসঙ্গে সংসদীয় কমিটি গঠিত বিশেষজ্ঞ কমিটির পেশকৃত প্রতিবেদনে উল্লেখিত ২০টি ওষুধ কোম্পানীর লাইসেন্স বাতিলকরণের আইনী প্রক্রিয়া শেষ করে তা দ্রুত বাস্তবায়ন করার জোর সুপারিশ করা হয়েছে।
জাতীয় সংসদ ভবনে রোববার অনুষ্ঠিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এই তাগিদ ও পরামর্শ দেয়া হয়েছে।
কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিমের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক, আ.ফ.ম রুহুল হক, মো. ইউনুস আলী সরকার এবং সেলিনা বেগম অংশ নেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দফতরের উর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
কমিটি সূত্রে জানা গেছে, বৈঠকে ওষুধ প্রস্তুতের ক্ষেত্রে উন্নত দেশগুলো কাঁচামাল থেকে শুরু করে বাজারজাতকরণ পর্যন্ত নিন্ত্রণমূলক কৌশল হিসেবে যে প্রযুক্তি ব্যবহার করছে বাংলাদেশেও সেগুলোকে গুরুত্বের সঙ্গে অনুসরণের সুপারিশ করা হয়েছে। একইসঙ্গে প্রয়োজনীয় জনবল নিয়োগ করে ওষুধ প্রশাসন অধিদফতরকে শক্তিশালী করা এবং স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের সৃজনকৃত পদে জরুরি ভিত্তিতে জনবল নিয়োগের সুপারিশ করেছে কমিটি।
বৈঠকে গোপালগঞ্জ জেলা সদর হাসপাতাল ও শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজে সরবরাহকৃত আইসিইউ ও এমআরআই মেশিনগুলো অনতিবিলম্বে সচল করার সুপারিশ করা হয়েছে। এছাড়া বৈঠকে গোপালগঞ্জ এসেনসিয়াল ড্রাগস্ কোম্পানী লিমিটেডের তৃতীয় শাখা কারখানা স্থাপন শীর্ষক প্রকল্পের কার্যক্রম যথাসময়ে শেষ করার তাগিদ দেয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১০:৫৪:২৪   ৩৭৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ