৬ মাসে ওজন না কমালে চাকরি যাবে বিমান সেবিকাদের!

Home Page » বিশ্ব » ৬ মাসে ওজন না কমালে চাকরি যাবে বিমান সেবিকাদের!
শনিবার, ১১ জুন ২০১৬



Air

বঙ্গ-নিউজঃ  মোটা’হয়ে যাওয়ায় চাকরি হারানোর শঙ্কায় পড়েছেন এয়ার ইন্ডিয়ার সেবিকারা। তাদের মাত্র ছ’মাস বেধে দিয়ে কর্তৃপক্ষ পরিষ্কার জানিয়ে দিয়েছে, এই সময়ের মধ্যে বাড়তি ওজন কমাতে না পারলে চাকরি হারাতে হবে। এয়ার ইন্ডিয়ার একটি সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম বৃহস্পতিবার এ খবর দিয়েছে।

এয়ার ইন্ডিয়ার সূত্র বলছে, তাদের এয়ারলাইন্সে দুই হাজার ৮ শ’ এয়ার হোস্টেস চাকরি করেন। এদের মধ্যে ১৫০ জন স্থূলতার তালিকাভূক্ত হয়েছেন। একটি নির্দেশিকা জারি করে তাদের জানানো হয়েছে, যারা ওই স্থূলতার তালিকায় রয়েছেন, তারা আগামী তিন মাস ফ্লাইটে উড়তে পারবেন। তিন মাস পর তাদের ওজন মেপে দেখা হবে।

এরপর ৬ মাস পরও যদি তারা ওই তালিকায়ই থেকে যান, তবে তারা আর ফ্লাইটে উড়তে পারবেন না। বিধি মোতাবেক, ফ্লাইটে ওড়ার জন্য ফিট হতে গেলে কোনো শারীরিক সমস্যাবিহীন নারীদের বডি মাস ইনডেক্স (বিএমআই) হতে হবে ২৫-২৭ এর মধ্যে। পুরুষদের ক্ষেত্রে এই সীমা ২৭-৩০।

গত বছর ‘অনেক বেশি মোটা’ হওয়ায় ১৩০ জন এয়ার হোস্টেসকে বসিয়ে দেয় এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। ১৫ দিন পর কর্মীর অভাবে তাদের আবার ফিরিয়ে নেওয়া হয়।

তার আগের বছর ২০১৪ সালে মোটা হওয়ায় তিন এয়ার হোস্টেসকে বরখাস্ত করা হয়। তখন তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। তারা ওজন কমানোর জন্য সময় দাবি করেন। সেজন্য এবার এয়ার হোস্টেসদের ওজন কমানোর জন্য ৬ মাস সময় দিলো ভারতের অন্যতম শীর্ষ এয়ারলাইন্সটি।

বাংলাদেশ সময়: ১০:৪২:৪৬   ৩৮৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিশ্ব’র আরও খবর


বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী
উত্তর কোরিয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো জাপান সাগর লক্ষ্য করে
মার্কিন প্রতিনিধি পরিষদের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা : ন্যান্সি পেলোসি
চাঁদের উদ্দেশ্যে ছুটল ‘আর্টেমিস-১’
জার্মানি, পোল্যান্ড রাশিয়ার গ্যাস সম্পদকে রাষ্ট্রীকরণ করেছে
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
ইউক্রেন থেকে গম নিয়ে “ম্যাগনাম ফরচুন” চট্টগ্রাম বন্দরে

আর্কাইভ